1. নিম্নলিখিতদের মধ্যে কে আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন?
2. কে হায়দরাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন?
3. বাহমনি রাজ্যের শাসনব্যবস্থায় সর্বনিম্ন একক ছিল –
4. মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন?
5. কোন্ মুঘল সম্রাট ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন?
6. বাহমনি শাসনব্যবস্থায় জায়গিরদারগণ তাঁদের কৃতকর্মের জন্য কার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন?
7. বাহমনি রাজ্য বিভক্ত ছিল –
8. বাহমনি রাজ্য ভেঙে পাঁচটি স্বাধীন আঞ্চলিক রাজ্যর মধ্যে কোন্টি প্রথম স্বাধীনতা ঘোষণা করে?
10. বিদরের সকল শাসকদের মধ্যে কে প্রথম শাহ উপাধি গ্রহণ করেছিলেন?
11. কত খ্রিস্টাব্দে আহমদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ বেরার দখল করেছিলেন?
12. শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করে?
13. বিজাপুরের কোন্ শাসকের সময়কালে গোলগম্বুজ নির্মিত হয়?
15. কে বিজাপুরে স্বাধীন আদিলশাহি বংশের শাসনের সূচনা করেন?