1. দেশে উন্নয়ন প্রকল্প রূপায়িত করতে গিয়ে সেখানকার মানুষেরা গৃহত্যাগে বাধ্য হয়। এরূপ অভিবাসনকে বলে -
2. নর্মদা নদীর উপর গড়ে উঠেছে -
3. বর্তমানে ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-র সদস্যরাষ্ট্রের সংখ্যা হল-
4. জাতিপুঞ্জের অধীনস্ত অভিবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংগঠন হল -
5. স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ হল -
6. দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল -
7. এক দেশ থেকে অনা দেশে গিয়ে বসবাসের অভিবাসন হল
8. যখন পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসন ঘটে তাকে বলা হয় -
9. গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন চুক্তিটি গৃহীত হয় -
10. IOM এর সদর দফতরটি অবস্থিত -
11. বিভিন্ন কারণবশত যারা নিজের দেশের এক অঞ্চল থেকে অনা অঞ্চলে বসবাস করতে বাধ্য হন তাদের বলে -
12. অভিবাসনের ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের আগমনের ফলে নষ্ট হয় -
13. দারিদ্র্যের কোন কারণের জন্য কৃষি ব্যবস্থা ও ফসল উৎপাদন ব্যাপকভাবে প্রভাবিত হয়?
14. আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা IOM স্থাপিত হয় -
15. অনুন্নত দেশগুলি থেকে উন্নত দেশগুলিতে মেধা চালানের ফলে সৃষ্টি হয় -
16. দারিদ্র্য (Poverty) শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ -
17. কার মতে, “দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানবসৃষ্ট”?
18. কোনো ব্যক্তির খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতি মৌলিক চাহিদাগুলি পূরণের অক্ষমতাকে বলে -
19. United Nations Network on Migration নামক নেটওয়ার্কটি স্থাপিত হয় কত সালে?
20. ১৯৯০ এর দশকের গোড়ার দিকে কাশ্মীরি পণ্ডিতেরা কেন বাসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন?
21. অভিবাসীদের স্বাস্থ্যের অবক্ষয় হল অভিবাসনের একটি -
22. ভারত কত সালে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগদান করে?
23. কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবকে বলে -
24. যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলির শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশগুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে বলা হয় -
25. অভিবাসী শ্রমিক অধিকার রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল –