rastro-songa-o-boishisto-mcq-question-answers

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মক টেস্ট –ও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, যা শিক্ষার্থীরা আমাদের মক টেস্ট বিভাগে গিয়ে প্রদান করতে পারবে। 

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান : 

 

১) সমাজের সর্বোচ্চ সংগঠন হল – রাষ্ট্র 

২) রাষ্ট্র শব্দটিকে আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন – ম্যাকিয়াভেলি 

৩) ম্যাকিয়াভেলির রচিত গ্রন্থটি হল – দ্য প্রিন্স 

৪) যে শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উদ্ভব হয়েছে – পলিস 

৫) পলিস শব্দটি যে ভাষা থেকে এসেছে – গ্রিক 

৬) পলিস শব্দের অর্থ হল – নগররাষ্ট্র 

৭) সিভিটাস শব্দের অর্থ হল – ক্ষুদ্র নগররাষ্ট্র 

৮) সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় – রোম 

৯) ইংরাজি State শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে – Status 

১০) Status শব্দটি যে ভাষা থেকে এসেছে – লাতিন 

১১) যে ল্যাটিন শব্দ থেকে Status শব্দটি এসেছে – এস্টেট 

১২) ‘আমিই রাষ্ট্র’ কথাটি বলেছিলেন – চতুর্দশ লুই 

১৩) অ্যারস্টটলের মতে রাষ্ট্র হল – সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান 

১৪) ‘রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী এক জনসমষ্টি’ কথাটি বলেছেন – উড্রো উইলসন 

১৫) ‘রাষ্ট্র হল মর্ত্যে ঈশ্বরের পদচারণা’ কথাটি বলেছেন – হেগেল 

১৬) রাষ্ট্রকে ‘জীবন্ত ব্যক্তিত্ব’ বলে সম্বোধন করেছেন – হারবার্ট স্পেনসার 

১৭) রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন – গার্নার 

১৮) ‘রাষ্ট্র হল শ্রেণি শোষণের হাতিয়ার’ কথাটি বলেছেন – কার্ল মার্কস 

১৯) মার্কসবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে – শ্রেণিহীন সমাজে 

২০) গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম – রামরাজ্য 

২১) ‘রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি’ কথাটি বলেছেন – গার্নার 

২২) রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন – সামাজিক চুক্তিবাদীরা 

২৩) ‘পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি’ কথাটি বলেছেন – গ্রিন 

২৪) আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্যয়োগ করেছিলেন – রাজনৈতিক ব্যবস্থা 

২৫) রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন – ডেভিড ইস্টন 

২৬) ‘রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়’ কথাটি বলেছেন – হেগেল 

২৭) রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল – সার্বভৌমিকতা 

২৮) রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে – সার্বভৌমিকতা 

২৯) আইনগত সার্বভৌমিকতার জনক হলেন – বোদাঁ 

৩০) রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন – জন লক্‌ 

৩১) জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন – রুশো 

৩২) রুশোর জনগণের সার্বভৌমিকতা যে নামে পরিচিত – সাধারণ ইচ্ছা 

৩৩) সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন – গেটেল 

৩৪) রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন – টমাস হবস্‌ 

৩৫) রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় – সরকারকে 

৩৬) রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে – সরকার 

৩৭) ‘সরকার হল রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র’ কথাটি বলেছেন – গেটেল 

৩৮) সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় – শাসন বিভাগীয় ক্ষমতা 

৩৯) এককেন্দ্রিক সরকার বর্তমান – ব্রিটেনে 

৪০) ভারতে যে ধরণের সরকার দেখা যায় – যুক্তরাষ্ট্রীয় 

৪১) চীন দেশে যে ধরণের সরকার দেখা যায় – সমাজতান্ত্রিক 

৪২) রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে যার মাধ্যমে – সরকারের 

৪৩) বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হল – ভারত 

৪৪) বিশ্বের সবথেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ হল – ভ্যাটিকান সিটি  

৪৫) ‘নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না’ কথাটি বলেছেন – ব্লুন্টস্‌লি 

৪৬) ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন – মন্তেষ্কু 

৪৭) আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র হল – রাশিয়া 

৪৮) রাষ্ট্রের বাহু বলা হয় – নির্দিষ্ট ভূখন্ডকে 

৪৯) ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন – অ্যারিস্টটল 

৫০) ‘Social Contract’ গ্রন্থটির রচয়িতা হলেন – রুশো  

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top