1. অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন -
2. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনি সর্বপ্রথম প্রচার করেন –
3. সিরাজ উদ-দৌলা কাশিমবাজার কুঠি আক্রমণ করেন –
4. সদর-ই-জাহান এর দায়িত্ব ছিল –
5. ১৮৫৩ খ্রিষ্টাব্দের সনদ আইন অনুসারে বাংলার জন্য যে পদ সৃষ্টি করা হয় –
6. ‘এক ওমকার সৎনাম কর্তা পুরখ নির্ভব নির্বৈর, অকালমুরত অজুনি সভাই ভাঙ গুরু প্রসাদ।’- এটি কাদের মন্ত্র?
7. সম্পদের নির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তা –
8. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল –
9. শাহজাহান আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন –
10. চিরস্থায়ী বন্দোবস্ত প্রাথমিকভাবে চালু হয়েছিল –
11. চৈতন্যদেব কোথায় শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন?
13. ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন, তার নাম-
14. আহমদনগর মুঘল করদ রাজ্যে পরিণত হয় –
16. ‘রিয়াজ উল ইনসা’ গ্রন্থের রচয়িতা –
17. ‘গোকুল গোঁসাইজী’ নামে কে অভিহিত হতেন?
18. পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ ছিলেন -
19. পূজার্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা করার অধিকারী ছিলেন -
20. দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন –
21. বাহমনি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে –
22. Father of Modern Geodesy বলা হয় -
23. সংস্কৃত ভাষায় লেখা জ্যোতির্বিদ্যা, গণিত ইত্যাদি বিষয়ের গ্রন্থগুলি আরবি ভাষায় অনূদিত হতে থাকে -
24. ফাররুখশিয়রের ফরমান অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্যের অধিকার পায় বার্ষিক কত টাকার শুল্কে?
25. ভারতের গভর্নর জেনারেল ‘ভাইসরয়’ পদ লাভ করেন –
26. ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন -
27. ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্স সরকারের অপছন্দ ছিল, তাই কাকে ফেরত পাঠানো হয়?
28. 'সুরসাগর', 'সুর স্বরাবলি', 'সাহিত্য লহরী' গ্রন্থগুলি কার লেখা?
29. রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট-অব-ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ ছিল –
30. কুলি কুতুব উল মুলক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন –
31. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে ঘোষিত হন –
32. ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন -
33. কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সময় পন্ডিচেরির শাসক ছিলেন –
34. সুলতান মামুদ এদেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। হিন্দুরা ধূলিকণার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’ মন্তব্যটি করেন -
35. অবশিল্পায়নের প্রধান কারণ –
36. দাক্ষিণাত্যে প্রভাবশালী তিনটি রাজ্য –
37. নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে?
38. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক লাভ করে কার কাছ থেকে?
39. বিজাপুরে স্বাধীন শাসন শুরু করেন –
40. আরবরা সিন্ধুনদের পূর্বের এলাকাকে বলতেন -