1. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে -
2. মুখের মান্য বাংলার স্বরধনির সংখ্যা -
4. ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হল -
5. উপরের দাঁতের সঙ্গে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে কী বলে -
7. দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত, সেটি হল -
8. একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হল -
9. শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি নিশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে, তাকে বলে -
10. একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ হল -
11. ‘অ্যা’ স্বরধ্বনিটি জিহ্বার কোন্ অবস্থান থেকে উচ্চারিত হয়
12. উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে ক-টি ভাগে ভাগ করা যায়?
14. ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কী?
15. একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ হল -
16. মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
18. ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই -
19. বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা
22. জিহ্বার উচ্চ অবস্থান থেকে উচ্চারিত হয় যে স্বরধ্বনি, সেটি হল -
23. জিহ্বার কেন্দ্রীয় স্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোনটি?
24. বিভাজ্যধ্বনির মূল দুটি ভাগ হল -
25. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল