ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :

 

১) ‘The origin of continents and ocean’ গ্রন্থটির লেখক হলেন – ওয়েগনার

২) দুইটি প্লেট মুখোমুখি হলে যেটি ঘটে – উপনমন 

৩) প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে প্লেট গুলিকে বহন করে যে স্তর – অ্যস্থেনোস্ফিয়ার  

৪) প্যানজিয়ার দক্ষিণ অংশ পরিচিত হয় – গণ্ডোয়ানাল্যান্ড নামে

৫) প্লেট বিচ্যুতি সংঘটিত হয় যে সীমানায় – বিচ্যুতি সীমানায় 

৬) জিগ-স-ফিট হল – বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা

৭) আঙ্গারাল্যান্ড ও গণ্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্রটির নাম – টেথিস সাগর

৮) পৃথিবীর লিথোস্ফিয়ার ভাগ করা হয়েছে – বহু পাতের মধ্যে 

৯) উপনমন অঞ্চলে যে ধরনের আগ্নেয়গিরি সৃষ্টি হয় – স্তরযুক্ত আগ্নেয়গিরি

১০) প্যানজিয়ার কেন্দ্রে অবস্থান করতো – আফ্রিকা মহাদেশ

১১) গন্ডোয়ানাল্যান্ড ভেঙে তৈরি হয়েছিল কোন কোন মহাদেশ? – দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা

১২) আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল বরাবর মহাদেশ গুলির জোড়া লাগার ঘটনাকে বলা হয় – জিগ-স-ফিট

১৩) মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা ছিলেন – এফ বি টেলর

১৪) ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হল – প্লবতা ও জোয়ারি শক্তি 

১৫) ভারতীয় প্লেটের উত্তরের দিকে চলনের ফলেই তৈরি হয়েছে – হিমালয় 

১৬) ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি ছিল – প্লবতা ও জোয়ারি শক্তি

১৭) ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে গঠন করে – লরেসিয়া 

১৮) সমুদ্র বিস্তৃতি ঘটে প্রধানত – মধ্য মহাসাগরীয় অক্ষরেখায় 

১৯) আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত টেথিস প্রকৃতপক্ষে ছিল একটি – মহিখাত

২০) মহীসঞ্চরণ তত্ত্বের স্বপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় – সমস্থিতি মতবাদ

২১) ভারতীয় প্লেট যে দুটি প্লেটের সঙ্গে সংযুক্ত ছিল – ইউরেশীয় ও অস্ট্রেলীয়  

২২) কোন প্লেট সবথেকে বড়? – প্রশান্ত মহাসাগরীয় প্লেট

২৩) ভূত্বক গঠনে প্রধান উপাদান হলো – সিলিকন ও অক্সিজেন

২৪) ভারতের প্লেট কোন মহাদেশীয় অংশে ছিল? – গন্ডোয়ানাল্যান্ড

২৫) সমুদ্র বিস্তৃতির ফলে নতুন ভূত্বক সৃষ্টি হয় – মধ্য মহাসাগরীয় রিজে

২৬) মহীসঞ্চরণের কারণ হল – জোয়ারি টান, অভিকর্ষজ বৈষম্য ও গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থের পরিচলন স্রোত

২৭) মহাসাগর গঠনের তত্ত্বের নাম – সমুদ্র বিস্তৃতি তত্ত্ব

২৮) সমুদ্র বিস্তৃতি তত্ত্ব প্রস্তাব করেন – হ্যারি হ্যাজ

২৯) প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট – ৭টি

৩০) মধ্য-আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয়? – সমুদ্র বিস্তৃতি

৩১) মধ্য-সমুদ্র রিজের ধারে তৈরি হয় – আগ্নেয় দ্বীপ

৩২) টেকটনিক প্লেটের সীমানা কয় প্রকার? – ৩টি

৩৩) মহাদেশীয় ভূখণ্ড গুলি সঞ্চরণ শুরু করেছিল – দক্ষিণ মেরু থেকে 

৩৪) ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয়েছে – হিমালয়

৩৫) প্রশান্ত মহাসাগরের চারপাশে যেসব আগ্নেয়গিরি আছে তাদের বলা হয় – অগ্নিচক্র

৩৬) সমস্থিতি তত্ত্বের প্রবক্তা ছিলেন – ডটন

৩৭) সমুদ্রের নিচে পাতলা ও ঘন লিথোস্ফিয়ার অংশকে বলা হয় – মহাসাগরীয় স্তর

৩৮) প্লেটগুলো সর্বদা গতিশীল কারণ – অ্যস্থেনোস্ফিয়ার তরলতুল্য

৩৯) প্লেটের মিলনের ফলে যে ভূ-আকৃতি গঠন হয় – পর্বতমালা

৪০) আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল বরাবর মহাদেশগুলির একসাথে জোড়া লাগার ঘটনা যে নামে পরিচিত – জিগ-স-ফিট 

৪১) ‘মেসোসরাস’ হল – ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম

৪২) আদি জলভাগ বলতে বোঝানো হয় – প্যানথালাসা

৪৩) মহীসঞ্চরণের স্বপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হল – উদ্ভিদের জীবাশ্ম

৪৪) আলফ্রেড ওয়েগনার যে ঘটনাকে ‘মেরু থেকে যাত্রা’ বলে উল্লেখ করেছেন – মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ

৪৫) মহীসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটেছে – উত্তর দিকে

৪৬) আলফ্রেড ওয়েগনার ‘মেরু থেকে যাত্রা’ বলতে বোঝান – মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ  

৪৭) ‘গ্লসপটেরিস’ হল – ফার্নজাতীয় গাছের জীবাশ্ম

৪৮) প্যানজিয়ার কেন্দ্রে যে মহাদেশ অবস্থান করতো – আফ্রিকা 

৪৯) যে বলের প্রভাবে মহাদেশ গুলি পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছিল – জোয়ারী বল

PDF LINK (Only for Subscribers)

ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top