Class Eleven First Semester Pol Science Question (SET 5) । একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্ন
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Eleven First Semester Pol Science Question (SET 5) প্রদান করা হলো। এই ডেমো প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্ন কেমন আসতে পারে সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির সাথে তাদের উত্তরও প্রদান করা হলো। শিক্ষার্থীরা এমনই আরো অনেক প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের সকল আপডেটগুলি দেখতে নিয়মিত ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি।
Class Eleven First Semester Pol Science Question (SET 5) । একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্ন :
শ্রেণিঃ একাদশ (প্রথম সেমিস্টার) বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৪০=৪০
১) ‘পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা হল – A) প্লেটো B) অ্যারিস্টটল C) অ্যালান বল D) ডেভিড ইস্টন
২) নবজাগরণের সন্তান বলা হয় – A) অ্যারিস্টটল B) প্লেটো C) মেকিয়াভেলি D) অ্যালান বলকে
৩) ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা হল – A) কৌটিল্য B) বেদব্যাস C) বাল্মীকি D) কালিদাস
৪) নীচের সঠিক জোড়টি নির্বাচন করোঃ
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) ম্যাকিয়াভেলি (a) পলিস
(ⅰⅰ) গ্রিক (b) স্টেট
(ⅲ) রোমান (c) স্ট্যাটাস
(iv) টিউটনগণ (d) সিভিটাস
বিকল্পসমূহ :
A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
B) (i)-(a), (ii)-(c), (iii)-(b) (iv)-(d)
C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
D) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
৫) রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? – A) উইলসন B) ল্যাস্কি C) গার্নার D) বার্জেস
৬) কাদের মতে রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র? – A) মার্কসবাদীদের মতে B) আচরণবাদীদের মতে C) সমাজতত্ত্ববিদদের মতে D) জীববিজ্ঞানীদের মতে
৭) জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন? – A) হবস B) লক C) রুশো D) ভলতেয়ার
৮) রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলে হয়? – A) জনসমষ্টি B) সার্বভৌমিকতা C) সরকার D) ভূখন্ডকে
৯) ‘রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।’ – একথা বলেছেন – A) গার্নার B) লেনিন C) সক্রেটিস D) প্লেটো
১০) বিবৃতি (A): রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল একটি নির্দিষ্ট ভূখন্ড।
যুক্তি (R) : নির্দিষ্ট ভূখন্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে।
A) A এবং R উভয়ই সত্য এবং R সঠিকভাবে A -এর যুক্তি ব্যাখ্যা করে
B) A এবং R উভয়ই সত্য কিন্তু R সঠিকভাবে A -এর যুক্তি ব্যাখ্যা করে না
C) A সত্য কিন্তু R মিথ্যা
D) R সত্য কিন্তু A মিথ্যা
১১) ভারতের সংবিধানের কত নং ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা রয়েছে – A) ৫-১১ B) ৫-১০ C) ৬-১০ D) ৫-১৫
১২) জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান দুটি নীতি হল – ——————– ও ———————— ।
A) রক্তের সম্পর্ক ও জন্মস্থান নীতি B) স্বাভাবিক ও কৃত্রিম C) অনুমোদনসিদ্ধ ও জন্মস্থান নীতি D) কোনোটিই নয়
১৩) ভারতের ‘প্রথম নাগরিক’ বলা হয় – A) প্রধানমন্ত্রী B) রাষ্ট্রপতি C) প্রধান বিচারপতি D) রাজ্যপালকে
১৪) ১৯৭৫ খ্রিঃ যে পদ্ধতির মাধ্যমে সিকিমের জনগণ ভারতের নাগরিক হয়ে ওঠে – A) ভারতভুক্তি B) দেশীয়করণ C) জন্মস্থান নীতি D) রক্তের সম্পর্ক নীতি
১৫) NRC আইন সন্সদে পাশ হয় – A) ২০১৯ B) ২০২০ C) ১৯৪৭ D) ২০২৫
১৬) ভারতের ১৮ বৎসর হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেন না – A) নিরক্ষর B) প্রজা C) নাগরিক D) গুরুতর অপরাধে দন্ডিত ব্যক্তি
১৭) অলিখিত সংবিধান রয়েছে – A) মার্কিন যুক্তরাষ্ট্রে B) ব্রিটেনে C) ভারতে D) চীনে
১৮) সংবিধান বলতে বোঝায় – A) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুনসমূহের সমষ্টিকে B) আইনের সমষ্টিকে C) মৌলিক অধিকারসমূহকে D) মৌলিক কর্তব্যসমূহকে
১৯) পৃথিবীর বৃহত্তম জটিল ও লিখিত সংবিধান দেখা যায় – A) ব্রিটেনে B) ভারতে C) চীনে D) ফ্রান্সে
২০) লিখিত সংবিধান রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যাস্ত থাকে? – A) আইন বিভাগ B) শাসন বিভাগ C) বিচার বিভাগ D) সামরিক বিভাগ
২১) ‘কোনো সংস্থায় শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না’ – একথা বলেছেন – A) কে.সি.হোয়ার B) ডাইসি C) ফাইনার D) টকভিল
২২) সব দেশেই বিদেশিদের _________ অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয়। – A) সামাজিক B) অর্থনৈতিক C) রাজনৈতিক D) পৌর
২৩) বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
বিবৃতি [a] লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না।
বিবৃতি [b] লিখিত সংবিধান সমসময় গতিশীল ও নমনীয় হয়।
বিবৃতি [c] লিখিত সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত হয়।
বিবৃতি [d] লিখিত সংবিধানের মাধ্যমে বিচার বিভাগ সুষ্ঠুভাবে বিচারকার্য সম্পাদন করে।
বিকল্পসমূহঃ
A) [b], [d] সত্য ও [c] মিথ্যা।
B) [b], [c], [d] সত্য।
C) [c], [d] সত্য ও [b] মিথ্যা।
D) [c], [d] সত্য ও [a] মিথ্যা।
২৪) ডেভিড ইস্টন ছিলেন __________ রাষ্ট্রবিজ্ঞানী। – A) মার্কসবাদী B) আচরণবাদী C) দৃষ্টিহীন D) উদারবাদী
২৫) কোন সালে গণপরিষদ গঠিত হয়েছে? – A) ১৯৪০ B) ১৯৪২ C) ১৯৪৫ D) ১৯৪৬
২৬) রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম _________ । – A) সার্বভৌমিকতা B) জাতীয়তাবাদ C) সরকার D) নেই
২৭) ‘গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত’ কথাটি বলেছেন – A) গ্রেনভিল অস্টিন B) রাজেন্দ্রপ্রসাদ C) কে. সি. হোয়ার D) কে. ভি. রাও
২৮) গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ? – A) ১৯৪৮ B) ১৯৪৯ C) ১৯৫০ D) ১৫২ খ্রিঃ
২৯) ভারতের সংবিধানের ৪২তম সংশোধনী প্রস্তাবনায় সংযোজিত দুটি শব্দ হল – A) সার্বভৌম ও গণতান্ত্রিক B) জাতীয় ঐক্য ও সাধারণতন্ত্র C) স্বাধীনতা ও সাম্য D) সমাজতন্ত্র ও ধর্ম নিরেপেক্ষ
৩০) ‘Modern Constitution’ বইটির রচয়িতা হলেন – A) কে. সি. হোয়ার B) এ. ভি. ডাইসি C) সি . এফ. স্ট্রং D) লর্ড ব্রাইস
৩১) ভারতে সংবিধান দিবস পালিত হয় – A) ৩রা ডিসেম্বর B) ৫ই জানুয়ারি C) ২৫শে অক্টোবর D) ২৬শে নভেম্বর
৩২) গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে _______ নিযুক্ত হন। – A) নেহেরু B) রাজেন্দ্রপ্রসাদ C) বল্লভভাই প্যাটেল D) আম্বেদকর
৩৩) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের সংখ্যা হল – A) ৫টি B) ৬টি C) ৭টি D) ৮টি
৩৪) ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় – A) ১৯৮৩ B) ১৯৮৫ C) ১৯৯০ D) ২০০০ সালে
৩৫) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল – A) ১৮ বছর B) ২০ বছর C) ২১ বছর D) ২৫ বছর
৩৬) অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা হল – A) ১৫টি B) ১৮টি C) ২২টি D) ২৫টি
৩৭) ভারতের কেন্দ্র তালিকায় বিষয় রয়েছে – A) ৯৫টি B) ৯৭টি C) ৯৯টি D) ১০০টি
৩৮) বর্তমানে ‘শিক্ষা’ বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? – A) রাজ্য তালিকা B) কেন্দ্র তালিকা C) যুগ্ম তালিকা D) কোনোটিই নয়
৩৯) ২০০২ সালে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে? – A) ৪২ B) ৪৪ C) ৭৬ D) ৮৬ তম।
৪০) ভারতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল অনুমোদনের জন্য কমপক্ষে কী প্রয়োজন? – A) উভয়কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন B) উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন C) লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন D) রাষ্ট্রপতির সম্মতি