class-seven-third-unit-test-history-question

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।  

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৭০  সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ ১*৯=৯ 

ক) উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – (শ্রীমও শঙ্করদেব / ধর্মপাল / দেবপাল)।

খ) সুলতান আলাউদ্দীন খলজির আমলে তৈরী হয় – (কুতুবমিনার / তাজমহল / আলাই দরওয়াজা)।

গ) আদিনা মসজিদ নির্মিত হয়েছিল মালদহের (পান্ডুয়া / গৌড় / বিষ্ণুপুরে)।

ঘ) মহাভারতের ফারসি অনুবাদ হল- (হজমনামা / তুতিনামা / রজমনামা)।

ঙ) মারাঠারা নিজেদের (স্বরাজ্য / মনসব / শিবাজী) গঠনের স্বপ্ন দেখেছিল।

চ) পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজী মুঘলদের (২১টি / ২২টি / ২৩টি) দূর্গ ছেড়ে দিতে বাধ্য হন।

ছ) ইংরেজি ‘Government’ এর সমান শব্দ হল (শাসন / শাসিত / সরকার)।

জ) (গজুরাট / দিল্লী / বাংলা) – জয়ের স্মৃতিতে আকবর বানিয়ে ছিলেন বুলন্দদরওজা।

ঝ) কোন কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – (মিনিয়েচার / ক্যালিগ্রাফি / তসভির)।

 

২) শূন্যস্থান পূরণ করঃ ১*৪=৪ 

ক) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন _____________।

খ) ____________ জৌনপুরি রাগ তৈরী করেন।

গ) ‘হিন্দু পাদ পাদশাহির’ আদর্শ প্রচার করেন ____________।

ঘ) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় ______________।

 

৩) ঠিক না ভূল লেখঃ ১*৪=৪ 

ক) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

খ) যে সব সুফিয়া ইসলামীয় আইন মেনে চলত তাদের বলা হত ‘বা-শরা।

গ) চৈতন্যচরিতামৃত’ বইটির রচয়িতা মালাধার বসু।

ঘ) ১৬৭৫ খ্রীঃ রায়গড় দুর্গে শিবাজীর অভিষেক হয়েছিল।

 

৪) বেমানান শব্দটি খুজে বের করোঃ ১*৩=৩ 

ক) ইংল্যান্ড, ভুটান, জাপান, ভারত।

খ) অষ্টপ্রধান, বর্গি, মাবলে, খালসা।

গ) ভারতনাট্টম, কথাকলি, ভাগ্যচন্দ্র, কথক।

 

৫) ডানদিকের সঙ্গে বামদিক মেলাওঃ ১*৪=৪ 

বামদিকডানদিক
ক) আবুল ফজলনিয়ম।
খ) শাহজাহানফারসি
গ) বিধানআকবরনামা
ঘ) সরকারতাজমহল

 

৬) এককথায় উত্তর দাও (যে কোনো ১০টি) ১*১০=১০ 

ক) পুরন্দরের সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?

খ) সৎনামিরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করেছিল ?

গ) নবম শিখ গুরুর নাম কী ?

ঘ) মাবলে বা মাওয়ালি কি ?

ঙ) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?

চ) ‘শিরিন কলম’ নামে কে পরিচিত ছিলেন ?

ছ) ‘তুজুক-ই-বাবরি’ কার আত্মজীবনি ?

জ) ‘ক্যালিগ্রাফি’ কি ?

ঝ) ‘কিলারাই পিথোরা’ শহরটি কে প্রতিষ্ঠা করেন ?

ঞ) ‘চারমিনার’ কোথায় অবস্থিত ?

ট) ‘লঙ্গরখানা’ কার সময়ে চালু হয় ?

ঠ) ‘মুন্তাখাব-উৎ-তওয়ারিখ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?

ড) ভারতের সংবিধান কবে কার্যকর হয় ? 

 

৭) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০ 

ক) ভারতে ধ্রুপদি নৃত্যে নবীনতম নৃত্য কোনটি ? কিভাবে এই নৃত্যের বিকাশ ঘটে ?

খ) মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ?

গ) ‘শিবায়ন’ কী ? এর থেকে বাংলায় কৃষক জীবনের কী পরিচয় পাওয়া যায় ?

ঘ) শিখদের ‘পঞ্চ-ক’ বলতে কী বোঝায় ?

ঙ) পেশোয়া বলতে কী বোঝায় ?

চ) সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ।

ছ) সংবিধান বলতে কি বোঝায় ?

 

৮) যে কোনো ২টি টীকা লেখোঃ ৪*২=৮ 

ক) খালসা খ) দীন-ই-ইলাহী গ) কবীর ঘ) পশ্চিমবঙ্গের স্বায়ত্ত্বশাসন

 

৯) যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ ৬*৩=১৮ 

ক) ভারতকে কেন যুক্তরাষ্ট্রীয় ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ? পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলির কাজ কী কী ?

খ) মুঘল যুগের শেষ দিকে জায়গীরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরী হয়েছিল ?

গ) বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল ?

ঘ) মুঘল চিত্র শিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের ভূমিকা কেমন ছিল ?

ঙ) শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল ?

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-seven-bengali-question-answers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top