ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (Class Six Third Unit Test History Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৭০ নম্বরের এই ইতিহাস মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০
১.১) মিশরের শাসকদের বলা হত- (পলিস / ফ্যারাও / সম্রাট)।
১.২) জৈনরা গণিত বিজ্ঞানকে বলত- (সংখ্যায়ন / পঞ্চসিদ্ধান্তিকা / মহাভাষ্য)।
১.৩) পঞ্চমবেদ বলা হয়- (রামায়ণকে / মহাভারতকে / পুরাণকে)।
১.৪) নন্দবংশের শেষ রাজা কে ছিলেন- (ধননন্দ / বৃহদ্রথ / শশাঙ্ক)।
১.৫) ‘মৃচ্ছকটিকম’ এর রচয়িতা হলেন- (শূদ্রক / কম্বন / দন্ডী)।
১.৬) দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত কতজন রাজাকে হারিয়ে ছিলেন – (দশজন / এগারোজন / বারোজন)।
১.৭) সাতবাহন রাজা – (হাল / সিমুক / সাতকর্ণী) গাথাসপ্তশতি রচনা করেন।
১.৮) সুর করে গানের মতো গাওয়া হতো- (ঋকবেদ / সামবেদ / অর্থববেদ)।
১.৯) তামিলনাডুর- (কাবেরীপট্টনম / নেগপট্টনম / চেন্নাই) বন্দরে দূর পাল্লার বাণিজ্য চলত।
১.১০) (খরোষ্ঠী / উর্দু / ব্রাহ্মী) – লেখা হত বাঁদিক থেকে ডান দিকে।
২) শূন্যস্থান পূরণ করঃ ১*৫=৫
ক) মহাভারতের আদি নাম ____________ ।
খ) _____________ ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য।
গ) ‘পঞ্চতন্ত্র’ গল্পের লেখক হলেন _____________ ।
ঘ) ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ছিলেন _____________।
ঙ) ‘মিলিন্দপনহো’ _____________ এর লেখা।
৩) নীচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখোঃ ১*৫=৫
ক) কম্বনের রামায়নে রামকে বড়ো করে দেখানো হয়েছে।
খ) কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।
গ) দমঅর্ত উপাধি নেন কণিষ্ক।
ঘ) প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কৃত হয় রোমে।
ঙ) প্রথম দরায়বৌষের লেখতে ‘হিদুষ’ শব্দটি পাওয়া যায়।
৪) বেমানান শব্দটি খুঁজে বের করোঃ ১*৫=৫
ক) আলেকজান্ডার, সেলিউকাস, কণিষ্ক, মিনান্দার।
খ) ভৃগুকচ্ছ, কল্যাণ, সোপারা, তাম্রলিপ্ত।
গ) নালন্দা, তক্ষশিলা, বলভী, পাটলিপুত্র।
ঘ) রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম।
ঙ) সিরিয়া, মিশর, ম্যাসিডন, সাকল।
৫) ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১*৫=৫
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(ক) মহাবলীপুরম | (i) অমর সিংহ |
(খ) গণিতবিদ | (ii) গুহাচিত্র |
(গ) অমরকোষ | (iii) তামিলমহাকাব্য |
(ঘ) মনিমেখলাই | (iv) নার্গাজুন |
(ঙ) অজন্তা | (v) রথের মত মন্দির |
৬) এক কথায় উত্তর দাওঃ (যে কোনো ১০টি) ১*১০=১০
৬.১) ‘পুরাণ’ শব্দের অর্থ কী ?
৬.২) ‘বুদ্ধচরিত’ কার লেখা ?
৬.৩) বিশাখদত্তের লেখা দুটি নাটকের নাম লেখ।
৬.৪) মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?
৬.৫) মিশরীয় লিপিকে কী বলা হত?
৬.৬) চীন সভ্যতা কোন কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল ?
৬.৭) ‘স্যাট্রাপি’ কথার অর্থ কী ?
৬.৮) গন্ডোফারনেস কী উপাধি গ্রহণ করেছিলেন ?
৬.৯) ‘যবনিকা’ কী ?
৬.১০) সুয়াং জাং কার আমলে ভারতে আসেন ?
৬.১১) মেসোপটেমিয়া কথার অর্থ কী ?
৬.১২) মেহরৌলির লোহার স্তম্ভ কোথায় অবস্থিত ?
৭) যে কোন 4টি প্রশ্নের উত্তর দাওঃ ৩*৪=১২
ক) মেগাস্থিনিসের ‘সপ্তজাতিতত্ত্ব’ কী ?
খ) তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন ?
গ) টীকাঃ বন্দর নগর তাম্রলিপ্ত।
ঘ) কুমারজীব কে ছিলেন ? তার সম্পর্কে লেখ।
ঙ) তক্ষশীলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখ।
চ) টীকাঃ চন্দ্রকেতুগড়।
৮) যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ ৬*৩=১৮
ক) প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করো।
খ) মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো।
গ) প্রাচীন ভারতে চিকিৎসা ব্যবস্থার বিবরণ দাও।
ঘ) ‘স্তূপ-চৈত্য-বিহার’ সম্পর্কে বিবরণ দাও।
ঙ) গান্ধার শিল্পের পরিচয় দাও।