উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৬
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৬ প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সাজেশনে দেওয়া এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলে তাদের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৬ :
নম্বর বিভাজনঃ
প্রথম অধ্যায় – ২ নম্বরের একটি প্রশ্ন ও ৬ নম্বরের একটি প্রশ্ন = ৮
দ্বিতীয় অধ্যায় – ২ নম্বরের একটি প্রশ্ন ও ৪ নম্বরের একটি প্রশ্ন = ৬
তৃতীয় অধ্যায় – ৬ নম্বরের একটি প্রশ্ন = ৬
চতুর্থ অধ্যায় – ২ নম্বরের একটি ও ৬ নম্বরের একটি প্রশ্ন = ৮
পঞ্চম অধ্যায় – ২ নম্বরের একটি ও ৪ নম্বরের একটি প্রশ্ন = ৬
ষষ্ঠ অধ্যায় – ২ নম্বরের একটি ও ৪ নম্বরের একটি প্রশ্ন = ৬
প্রথম অধ্যায় (আন্তর্জাতিক সম্পর্কঃ মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ)
মান -২
১) ‘International Relation’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
২) পামার ও পারকিনস প্রদত্ত আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটি লেখো।
৩) আন্তর্জাতিক সম্পর্কের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করো।
৪) আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার পক্ষে দুটি যুক্তি দাও।
৫) আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার বিপক্ষে দুটি যুক্তি দাও।
৬) আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কি সমার্থক?
৭) কবে এবং কেন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়?
৮) কীভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে সংক্ষেপে আলোচনা করো।
৯) কবে এবং কেন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
১০) আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু কী?
১১) বাস্তববাদী তত্ত্ব কী?
১২) বাস্তববাদী তত্ত্বের দুটি মুখ্য বৈশিষ্ট্য লেখো।
মান – ৬
১) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো।
২) ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো।
৩) জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো।
৪) আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
৫) জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
৬) উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৭) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো।
দ্বিতীয় অধ্যায় (প্রধান আঞ্চলিক সংগঠনসমূহ)
মান – ২
১) আঞ্চলিক সংগঠন বলতে কী বোঝো?
২) শুল্ক ইউনিয়ন কী?
৩) ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য কী?
৪) ইউরোপীয় ইউনিয়নের দুটি সাফল্য লেখো।
৫) সার্কের উদ্দেশ্যাবলি সংবিধানের কোন্ ধারায় বর্ণিত হয়েছে? এর উদ্দেশ্যগুলি লেখো।
৬) সার্কের দ্বিতীয় সম্মেলনের একটি গুরুত্ব লেখো।
৭) সার্কের কোন্ অধিবেশনে ১৯৯০ খ্রিঃ কন্যাবর্ষ বলা হয়েছে?
৮) সার্কের কোন্ অধিবেশনে দারিদ্র দূরীকরণের সংকল্প গৃহীত হয়েছিল?
৯) সার্কের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? শ্রবণ-দর্শন-বিনিময় ব্যবস্থা কী?
১০) সার্কের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
১১) SAPTA-র পূর্ণরূপ কী? সালটা কত খ্রিঃ স্থাপিত হয়?
১২) আসিয়ানের বর্তমান মহাসচিব কে? তিনি কোন্ দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান ছিলেন?
মান – ৪
১) সার্ক গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো।
২) ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
৩) ASEAN-এর উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আলোচনা করো।
৪) সার্ক-এর নীতিগুলি সম্পর্কে লেখো।
৫) SAARC-এর সমস্যা ও দুর্বলতাগুলি সম্পর্কে আলোচনা করো।
৬) সংক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা করো।
৭) সার্ক কীভাবে গঠিত হয়েছিল এবং সার্কের সনদগুলি সম্পর্কে লেখো।
তৃতীয় অধ্যায় (বিশ্বায়ন)
১) বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ফলাফল আলোচনা করো।
২) বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।
৩) বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করো।
৪) বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫) বর্তমান যুগে ভারতে বিশ্বায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো।
৬) বিশ্বায়ন কীভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো।
৭) ভারতীয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
চতুর্থ অধ্যায় (ভারত সরকারের বিভাগসমূহ)
মান – ২
১) শাসন বিভাগ কী? শাসন বিভাগের কয়টি অংশ?
২) ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়?
৩) নামসর্বস্ব ও প্রকৃত শাসক বলতে কী বোঝো?
৪) ভারতের সাংবিধানিক প্রধান কে?
৫) ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?
৬) ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে নির্বাচিত হন?
৭) ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে কীভাবে অপসারিত হন?
৮) ইমপিচমেন্ট পদ্ধতি কী?
৯) রাষ্ট্রপতি তাঁর শাসনক্ষমতা কীভাবে প্রয়োগ করেন? ভারতের প্রথম ও বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
১০) রাষ্ট্রপতি রাজ্যসভায় কত জন প্রতিনিধি মনোনয়ন করেন? রাষ্ট্রপতি কত জনকে লোকসভায় মনোনীত করতে পারেন?
১১) স্থগিত ভেটো কাকে বলে?
১২) পকেট ভিটো কাকে বলে?
১৩) কোন্ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য?
১৪) জাতীয় জরুরি অবস্থা কাকে বলা হয়?
১৫) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
১৬) ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
১৭) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো।
১৮) কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝায়?
১৯) কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে?
২০) ভারতের মন্ত্রীসভার দুইটি কাজ লেখো।
২১) রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী?
২২) রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত দিন? রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান কে?
২৩) রাজ্যপালের দুটি আইন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো।
২৪) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো?
২৫) মুখ্যমন্ত্রীর দুটি কাজ লেখো।
২৬) আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়?
২৭) ভারতের কেন্দ্রীয় আইনসভা কী নামে পরিচিত? সংবিধানের কত নং ধারায় কেন্দ্রীয় আইনসভা গঠনের কথা বলা হয়েছে?
২৮) ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় কীভাবে?
২৯) ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের নাম লেখো।
৩০) স্বাধীনতার পর প্রথম কবে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? ভারতে এ পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কত বার?
মান – ৬
১) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো।
২) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৩) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৪) ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো।
৫) ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
৬) ভারতীয় সংসদের গঠন আলোচনা করো।
৭) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ করো।
পঞ্চম অধ্যায় (সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলনসমূহ)
মান – ২
১) গ্রামসি পৌর সমাজ বলতে কী বুঝিয়েছিলেন?
২) নাগরিক সমাজের প্রয়োজনীয়তা কী?
৩) নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিঃ শুরু হয়েছিল এবং কেন?
৪) NVDP কী?
৫) ‘চিপকো’ কথাটির অর্থ কী?
৬) ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কোন্টি?
৭) চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণার ভূমিকা লেখো।
৮) চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো।
৯) চিপকো আন্দোলনের মূল স্লোগান কী ছিল?
মান – ৪
১) নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।
২) নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব আলোচনা করো।
৩) নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা বিশ্লেষণ করো।
৪) নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।
৫) চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
৬) চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণার অবদান সম্পর্কে আলোচনা করো।
৭) ভারতে নাগরিক সমাজ আন্দোলনের সাফল্য আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায় (সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা)
মান – ২
১) সংবিধান সংশোধন পদ্ধতির দুটি ত্রুটি আলোচনা করো।
২) স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো?
৩) স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব উল্লেখ করো।
৪) স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?
৫) ৭৩তম সংবিধান সংশোধন আইনের চারটি বৈশিষ্ট্য লেখো।
৬) ভারতীয় সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ কেন?
৭) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর?
৮) গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়?
৯) গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
১০) গ্রাম প্রধান ও উপপ্রধান কীভাবে নির্বাচিত হন?
১১) গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে?
১২) গ্রাম পঞ্চায়েতের তিনটি প্রধান কাজ উল্লেখ করো।
১৩) গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
১৪) গ্রাম সংসদের অধিবেশন বছরে কত বার বসে? গ্রাম সংসদের সভায় সভাপতিত্ব করেন কে?
১৫) গ্রাম উন্নয়ন সমিতির উদ্দেশ্য কী?
১৬) গ্রাম পঞ্চায়েতের দুটি অবশ্যপালনীয় কর্তব্য লেখো।
১৭) গ্রাম পঞ্চায়েতের চারটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো।
১৮) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো।
১৯) ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো?
২০) পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত?
২১) ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত?
২২) ব্লক উন্নয়ন আধিকারিকের দুটি প্রধান কাজ উল্লেখ করো।
২৩) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
২৪) জেলাশাসকের যে কোনো দুটি কাজের উল্লেখ করো।
২৫) জেলা পরিষদের চারটি কাজ লেখো।
২৬) বরো কমিটি কী? বরো কমিটি কীভাবে গঠিত হয়?
২৭) পৌরসভার দুটি কাজ উল্লেখ করো।
২৮) পৌরসভার দুটি অর্পিত কাজ লেখো।
২৯) পৌরসভাগুলির আয়ের উৎস লেখো।
৩০) মেয়র কাকে বলে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান কে?
মান – ৪
১) পঞ্চায়েতরাজ ব্যবস্থার স্তরগুলির গঠন ও ভূমিকা আলোচনা করো।
২) ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে লেখো।
৩) গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো।
৪) পৌরসভার কার্যাবলির ভাগগুলি উদাহরণসহ আলোচনা করো।
৫) ৭৪তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে টীকা লেখো।
৬) গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কীভাবে নির্বাচিত হন? এদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
৭) ৭৪তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য লেখো।
৮) গ্রাম সংসদের কার্যাবলি বিস্তৃতভাবে বর্ণনা করো।
৯) পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসনব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।
১০) কলকাতা কর্পোরেশনের আয়ের উৎসগুলি উল্লেখ করো।






