1. বুঝলাম _________ গান কী জিনিস।
2. স্বদেশি মিটিং-এর রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে _________ গান।
3. অনেকক্ষণ পর দেখলাম এক _________ মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন।
4. ___________ আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম।
5. নজরুল গান গাইছিলেন যা বাজিয়ে -
6. গাইবার সময় নজরুলের মুখে যা থাকতো -
7. দেখলাম এক _________ মঞ্চ আলো করে দাঁড়িয়ে।
8. বিডন স্ট্রিটের কাছে অবস্থিত -
9. যে পার্কের কাছে বেশ ভিড় ছিল -
10. কিশোর রামকুমার ____________ -র বোলে ডুবে গিয়েছিলেন।