1. নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়?
3. পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড়ো প্রতিবন্ধকতা হল-
4. ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি ?
5. রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হল -
6. ভারতে ‘জাতীয় নিরাপত্তা দিবস’ পালন করা হয়-
7. একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত হুমকির মোকাবিলা করাকে বলে-
8. যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন-
9. যদি প্রতিবেশী দেশ বা অন্য দেশ থেকে সামরিক আক্রমণের হুমকি আসে তবে তাকে প্রতিরোধ করার জন্য উপযুক্ত সামরিক প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হবে, এটি কোন্ নীতির মূল কথা-
10. ‘Smiling Buddha’ প্রকল্পটি সংঘটিত হয়েছিল-
11. ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা হল-
12. ‘জাতীয় নিরাপত্তা হল একটি জাতির অখন্ডতা এবং ভূখন্ড সংরক্ষণের ক্ষমতা। এ ছাড়াও জাতির প্রকৃতি, প্রতিষ্ঠান ও সুশাসন রক্ষা করা এবং সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা’- উক্তিটি করেছেন-
13. ‘কোয়াড’ (Quad)-এর সদস্যরাষ্ট্র হল-
14. কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল-
16. ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কীসের ভিত্তিতে?
17. ‘জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা’- উক্তিটি করেছেন-
18. উড্রো উইলসন যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন-
19. জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল-