1. নৃত্য ও গীতের মাধ্যমে মীরাবাঈ গিরিধারী গোপালকে কী রূপে আরাধনা করতেন?
2. আকবরের সভাসদ ভগবানদাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন?
3. বাংলার ‘ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত -
4. পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ ছিলেন -
5. ‘এক ওমকার সৎনাম কর্তা পুরখ নির্ভব নির্বৈর, অকালমুরত অজুনি সভাই ভাঙ গুরু প্রসাদ।’- এটি কাদের মন্ত্র?
6. নানকের অনুগামীরা কী নামে পরিচিত?
7. ত্রয়োদশ শতকে মহারাষ্ট্রে সর্বপ্রথম কে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন?
9. বল্লভাচার্য প্রদত্ত ব্রত্নসূত্রের ভাষ্যগুলি কী নামে পরিচিত?
10. ‘হিন্দু-মুসলমান সকলেই অন্ধ। রাম ও রহিমে কোনও পার্থক্য নেই’ – কে বলেছেন?
11. জাতি-ধর্ম-নির্বিশেষে যে কেউই প্রেম ও ভক্তি সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষলাভ করবে।’- কথাটি কার?
12. নানকের স্তবগানগুলি কী নামে পরিচিত?
13. ‘দাসবোধ’ গ্রন্থটি কার লেখা?
14. ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন -
15. বল্লভাচার্য কোন্ দেবতার উপাসক ছিলেন?
16. চৈতন্যদেব ২২ বছর বয়সে গয়ায় কার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষালাভ করেছিলেন?
17. ‘গোকুল গোঁসাইজী’ নামে কে অভিহিত হতেন?
18. মহারাষ্ট্র তথা সমগ্র ভারতে মহান ভক্তিকাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন -
20. 'সুরসাগর', 'সুর স্বরাবলি', 'সাহিত্য লহরী' গ্রন্থগুলি কার লেখা?
21. ‘Blind Bard of Agra’ বলা হয় -
22. ‘গীতাবলী’, ‘বিনয় পত্রিকা’, ‘জানকীমঙ্গল’ গ্রন্থগুলির রচয়িতা হলেন -
23. কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন?
24. নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে?
25. ভক্তিসাধিকা মীরাবাঈ-এর আরাধ্য দেবতা ছিলেন -