1. শিক্ষায় সুযোগের সমতাবিধানের জন্য ক-টি মৌলিক সূত্র বিদ্যমান?
2. মন্ডল কমিশনের সভাপতি কে ছিলেন?
3. সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণিগুলির জন্য শতকরা ২৭ ভাগ পদ সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন, তৎকালীন প্রধানমন্ত্রী -
4. প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়?
5. ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না।’- এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সংবিধানের -
6. সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়ে বলা হয়েছে সংবিধানের -
7. EWS সংরক্ষণের জন্য কীভাবে আবেদনকারীর আয় যাচাই হয়?
8. ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কবে থেকে চালু হয়েছে?
9. বিশ্ব নারী দিবস উদ্যাপিত হয় -
10. মুসলিম শিক্ষা সংক্রান্ত সুপারিশ হল-যে কমিটির রিপোর্টে পাওয়া যায়, সেটি হল -
11. ভারতের জনসংখ্যার নিরীখে General Category-র মানুষের সংখ্যা -
12. ‘তপশিলি জাতি’ বলতে কী বোঝায়, সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের -
13. তপশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য একটি বিশেষ আদালত গঠনের সুপারিশ হিসেবে ১৯৮৯ সালে বিল পাস হয়, তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী কে ছিলেন?
14. কত সালে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে OBC-দের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়?
16. যে কমিশনের প্রতিবেদনে ‘শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ’- এই অভিমতটি ব্যক্ত হয়, তা হল -
17. তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা আছে?
18. ভারতীয় সংবিধনের যে ধারায় আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে -
19. EWS সংরক্ষণের জনক বলা হয় -
20. জাতীয় নারীশিক্ষা পরিষদে কতজন সদস্য ছিলেন?
21. কলা, বাণিজ্য, বিজ্ঞান, কারিগরি-সকল বিভাগেই মেয়েদের ভরতির সুযোগদানের কথা বলা হয়েছে -
23. শিক্ষায় সকলের সমসুযোগ বলতে বোঝায় -
24. “কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না।”-এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে?
25. ২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতে বর্তমান নীরিশিক্ষার হার -
26. “শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক দিক থেকে সাম্যের প্রয়োজন।”- এ কথা কে বলেছেন?
27. কোন্ রাজ্যে প্রথম শিক্ষাক্ষেত্রে EWS শ্রেণির জন্য 10% সংরক্ষণ করা হয়?
28. শিক্ষাক্ষেত্রে EBB-এর পুরো নাম হল -
29. ভারতীয় সংবিধানে শিক্ষায় সমসুযোগকে কোন্ নামে অভিহিত করা হয়?
30. EWS শংসাপত্রের নীতি নির্ধারণ করে -