রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মক টেস্ট –ও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, যা শিক্ষার্থীরা আমাদের মক টেস্ট বিভাগে গিয়ে প্রদান করতে পারবে। 

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর : 

 

১) সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সবকিছুর উর্দ্ধে স্থান দিয়েছিলেন – জ্ঞান ও সত্যতা 

২) সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন – প্লেটো 

৩) প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল – অ্যাকাডেমি 

৪) প্লেটোর রচিত গ্রন্থের নাম হল – দ্য রিপাবলিক 

৫) প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিলেন যাকে – রাজা 

৬) প্লেটো যেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন – ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র 

৭) একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন – সিসেরো 

৮) সেসেরোর লেখা গ্রন্থ হল – ডি রিপাবলিকা 

৯) নবজাগরণের শিশু বলা হয় যাকে – ম্যাকিয়াভেলি 

১০) রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম ব্যবহার করা হয় – ১৭০১ খ্রিঃ 

১১) রাষ্ট্রবিজ্ঞান কথাটি যে রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছিলেন – লাইবনিজ 

১২) গ্রিক শব্দ ‘পলিস’ এর অর্থ হল – নগররাষ্ট্র 

১৩) গ্রিক শব্দ পলিস থেকে এসেছে – পলিটিকস 

১৪) ‘পলিটিকস’ গ্রন্থটি রচনা করেছিলেন – অ্যারিস্টটল 

১৫) পলটিকস গ্রন্থে যে কটি পলিস বা নগররাষ্ট্রের কথা বলা হয়েছে – ১৫৮ টি 

১৬) প্রাচীন গ্রিসের দু’জন দার্শনিক হলেন – প্লেটো ও অ্যারিস্টটল 

১৭) প্রগতিশীল বিজ্ঞান বলা হয় – রাষ্ট্রবিজ্ঞানকে 

১৮) রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় যাকে – অ্যারিস্টটল 

১৯) ‘রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান’ কথাটি বলেছেন – ব্রাইস 

২০) প্রাচীন গ্রিসে দেখা যেতো – নগররাষ্ট্র 

২১) ‘এ গ্রামার অব পলিটিকস’ গ্রন্থটি রচনা করেছেন – ল্যাস্কি 

২২) হবসের লেখা বিখ্যাত গ্রন্থটি হলো – লেভিয়াথান 

২৩) হবস যে শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন – রাজতন্ত্র 

২৪) রুশো বলেছিলেন – সাধারণ ইচ্ছার কথা 

২৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন – মন্তেস্কু 

২৬) ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটির রচয়িতা হলেন – মন্তেস্কু 

২৭) মার্কসবাদের প্রবক্তা হলেন – কার্ল মার্কস ও ফ্রেডারিক এ্যাঙ্গেলস 

২৮) ‘রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে’ কথাটি বলেছেন – গার্নার 

২৯) ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি রচনা করেছিলেন – কৌটিল্য 

৩০) আধুনিক রাষত্রচিন্তার জনক বলা হয় যাকে – মেকিয়াভেলি 

৩১) রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলেন – জন স্টুয়ার্ট মিল 

৩২) একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন – হেগেল 

৩৩) রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন – গেটেল 

৩৪) আচরণবাদের উদ্ভব ঘটেছিল যে শতকে – বিশ শতক 

৩৫) মেকিয়াভেলি যে দেশের মানুষ ছিলেন – ইতালি 

৩৬) ‘Human nature in Politics’ গ্রন্থটির রচয়িতা হলেন – গ্রাহাম ওয়ালাস 

৩৭) ‘Political System’ গ্রন্থটির রচয়িতা হলেন – ডেভিড ইস্টন

৩৮) রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে – আচরণবাদ 

৩৯) আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় যাকে – চার্লস মেরিয়াম 

৪০) চার্লস মেরিয়ামের লেখা বিখ্যাত গ্রন্থ হল – Systematic Politics 

৪১) ‘রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার’ বলেছেন – গিলক্রিস্ট 

৪২) রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন – লর্ড ব্রাইস 

৪৩) রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল – কলম্বিয়া 

৪৪) ‘রাষ্ট্রকে যা স্পর্শ করে, তাই রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি বলেছিলেন – র‍্যাফেল 

৪৫) ‘রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান’ কথাটি বলেছিলেন – ব্লুন্টসলি 

৪৬) রুশোর লেখা গ্রন্থের নাম হল – সোশাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি 

৪৭) উদারনীতিবাদের দু’জন মুখ্য প্রবক্তা হলেন – জন লক ও জন স্টুয়ার্ট মিল 

৪৮) আচরণবাদকে সংস্কার রূপে অভিহিত করেছেন – ডেভিড ইস্টন 

৪৯) ‘Modern Politics and Government’ গ্রন্থটি রচনা করেছেন – অ্যালান বল  

৫০) ‘রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে’ কথাটি বলেছেন – গেটেল 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top