songbibhan-pronoyon-o-songbidhaner-dorshon-mcq-question-answers

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মক টেস্ট –ও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, যা শিক্ষার্থীরা আমাদের মক টেস্ট বিভাগে গিয়ে প্রদান করতে পারবে। 

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান : 

 

১) সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান – গান্ধিজি

২) সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় – 1946 খ্রিস্টাব্দে

৩) যেরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় – পরোক্ষ

৪) সংবিধান সভার স্পিকার ছিলেন – জি ভি মভলংকর

৫) গণপরিষদের উদ্দেশ্য ছিল – সংবিধানের খসড়া প্রণয়ন

৬) গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৭) গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন – বাবাসাহেব আম্বেদকর

৮) গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল – 26 নভেম্বর, 1949

৯) সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – 9 ডিসেম্বর, 1946

১০) সংবিধানসভার অস্থায়ী সভাপতি ছিলেন – সচ্চিদানন্দ সিংহ

১১) সংবিধান সভার সহসভাপতি ছিলেন – হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়

১২) সংবিধানের উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব সংবিধান সভার যে অধিবেশনে পেশ হয় – প্রথম

১৩) সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে – 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি

১৪) গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল – 208 জন

১৫) গণপরিষদের প্রথম অধিবেশন বসে – মুম্বাইয়ে

১৬) গণপরিষদে দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিল – 93 জন 

১৭) গণপরিষদে মুসলিম লিগের সদস্য ছিলেন – 73 জন 

১৮) গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল –  1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর 

১৯) গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল – নতুন দিল্লির কনস্টিটিউশন হলে 

২০) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় – 1947 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি 

২১) গণপরিষদের সহ-সভাপতি নির্বাচিত হন – হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়

২২) ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা যে অধিবেশন থেকে লাভ করে – পঞ্চম অধিবেশন

২৩) গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে – 1947 খ্রিস্টাব্দের 17 নভেম্বর থেকে 

২৪) ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় – 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

২৫) গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে – 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি

২৬) 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল – 28 জন

২৭) গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন – রাজেন্দ্র প্রসাদ

২৮) গণপরিষদের মোট সদস্যসংখ্যা ছিল – 389 জন 

২৯) ভারতে সংবিধান গৃহীত হয়েছিল – 1949 সালের 26 নভেম্বর  

৩০) ভারতীয় সংবিধানের রূপকার হলেন – ড. বি আর আম্বেদকর

৩১) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৩২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল – 42 তম সংশোধনে

৩৩) ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে – তৃতীয়

৩৪) ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন – ড. বি আর আম্বেদকর

৩৫) ভারতের সংবিধান গৃহীত হয়েছিল – 1950 সালের 26 জানুয়ারি 

৩৬) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৩৭) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – জওহরলাল নেহেরু 

৩৮) গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন – হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়

৩৯) স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ ছিলেন – জি. ভি. মভলঙ্কর

৪০) ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় – 1950 সালের 26 জানুয়ারি

৪১) ভারতের সংবিধান কার্যকরী হয় – 1950 সালের 26 জানুয়ারি

৪২) ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় – 1976 সালের 42তম সংবিধান সংশোধনে

৪৩) পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের যে অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন – প্রস্তাবনাকে

৪৪) বর্তমানে ভারতীয় সংবিধানে তপসিল আছে – 12 টি

৪৫) ভারতীয় সংবিধানের যে ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে – 50 নং ধারায় 

৪৬) ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধন হয়েছিল – 2002 সালে

৪৭) কে. সি. হোয়ার ভারতীয় সংবিধানকে যা বলে অভিহিত করেছেন – যুক্তরাষ্ট্র প্রতিম

৪৮) গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল – 1950 সালের 26 জানুয়ারি

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top