msweavb msÁv I †kªwYwefvM MCQ cÖ‡kœi DËi

সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক মক টেস্ট –ও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, যা শিক্ষার্থীরা আমাদের মক টেস্ট বিভাগে গিয়ে প্রদান করতে পারবে। 

সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান : 

 

১) সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে যে আইনের পার্থক্য করা হয় না – সাধারণ আইনের

২) সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী – আইনসভা

৩) দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের যে বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় – বিচার বিভাগের

৪) সুইটজারল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – লিখিত

৫) ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ – অলিখিত

৬) নিউজিল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – সুপরিবর্তনীয়

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – দুষ্পরিবর্তনীয়

৮) সংবিধান শব্দটি এসেছে – লাতিন শব্দ থেকে

৯) ‘সংবিধান হল কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়’ কথাটি বলেছেন – লর্ড ব্রাইস 

১০) প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার-অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় – অলিখিত সংবিধানে

১১) যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাস করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয়- সুপরিবর্তনীয় সংবিধান

১২) আইনসভার সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না, তাকে বলা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৩) বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

১৪) যে দেশে সাধারণত আইন পাসের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায়, তার নাম হল – গ্রেট ব্রিটেন

১৫) জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে যে সংবিধান অধিকতর উপযোগী – সুপরিবর্তনীয় সংবিধান

১৬) যে সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৭) যে সংবিধানকে রক্ষণশীল বলা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৮) যে সংবিধানে বিচারবিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধানে

১৯) ‘সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ’ কথাটি বলেছেন – অ্যারিস্টট্ল

২০) লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় – সংবিধান পরিষদ 

২১) যে সংবিধানকে গতিশীল বলা হয় – সুপরিবর্তনীয় সংবিধান

২২) যে সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির – সুপরিবর্তনীয় সংবিধান

২৩) আইনসভার সার্বভৌমত্ব যে সংবিধানে প্রতিষ্ঠিত থাকে – সুপরিবর্তনীয় সংবিধানে

২৪) যে সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী – সুপরিবর্তনীয় সংবিধান

২৫) সংবিধানকে শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন – ডাইসি

২৬) ‘ধনবৈষম্যমূলক সমাজব্যবস্থায় ধনিক শ্রেণির স্বার্থরক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান’ কথাটি বলেছেন – মার্কসবাদীরা

২৭) সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হল – বিধিবদ্ধ সাংবিধানিক আইন

২৮) সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

২৯) ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় – মার্কিন যুক্তরাষ্ট্রে

৩০) অলিখিত সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে – আইন বিভাগের

৩১) সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে – অনমনীয়

৩২) জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হল – সুপরিবর্তনীয় সংবিধান 

৩৩) ভারতের সংবিধান হল – অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়

৩৪) পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল – ভারতের

৩৫) সংবিধানকে যে ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় – দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন

৩৬) ‘Modern Constitution’ বইটির রচয়িতা হলেন – কে সি হোয়ার

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top