higher-secondary-fourth-semester-history-suggestion-2026

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৬

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৬ প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সাজেশনে দেওয়া এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলে তাদের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৬ : 

 

তৃতীয় অধ্যায়ঃ বিদ্রোহ এবং ব্রিটিশরাজ 

 

মান – ৩ বা ৪ 

১) মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।

২) মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।

৩) ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম ‘স্বাধীনতার যুদ্ধ’ বলা কি যুক্তিসংগত ?

৪) মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।

৫) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ফলাফলগুলি আলোচনা করো।

৬) টীকা লেখোঃ মহারানির ঘোষণাপত্র।

৭) টীকা লেখোঃ এনফিল্ড রাইফেল। 

৮) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?

চতুর্থ অধ্যায়ঃ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ

 

মান – ৩ বা ৪ 

১) আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল লেখো।

২) মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো।

৩) দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝ ?

৪) দ্বিজাতিতত্ত্বের প্রচার এবং প্রসার কীভাবে ভারত বিভাজনকে ত্বরান্বিত করেছিল?

৫) মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রাথমিক লক্ষ্য কী ছিল ?

৬) টীকা লেখোঃ চৌদ্দ দফা দাবি।

৭) টীকা লেখোঃ মুসলিম লীগের লাহোর অধিবেশন।

৮) সিমলা বৈঠক ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন ?

৯) সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।

১০) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কিত ‘সেফটি ভাল্ভতত্ত্ব’ আলোচনা করো।

১১) জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলতে কি বোঝায় ?

১২) নরমপন্থীদের কার্যপদ্ধতিকে ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ বলা হয় কেন?

১৩) টীকা লেখোঃ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন।

১৪) চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি বিশ্লেষণ করো।

১৫) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আলোচনা করো।

১৬) ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে লালা লাজপত রায়ের অবদান আলোচনা করো।

১৭) ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বাল গঙ্গাধর তিলকের অবদান আলোচনা করো।

১৮) ভারতের স্বাধীনতা আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা করো।

১৯) টীকা লেখোঃ অনুশীলন সমিতি।

২০) টীকা লেখোঃ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।

২১) গান্ধিজির ‘সত্যাগ্রহ আদর্শ’ সম্পর্কে কী জান ?

২২) গান্ধিজির ‘চম্পারণ সত্যাগ্রহ’ আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

২৩) টীকা লেখোঃ খেড়া সত্যাগ্রহ।

২৪) অহিংস অসহযোগ আন্দোলনের প্রধান কারণগুলি লেখো।

২৫) অহিংস-অসহযোগ আন্দোলনে নারী সমাজের যোগদান বা অবদান আলোচনা করো।

২৬) অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।

২৭) টীকা লেখোঃ চৌরি চৌরার ঘটনা।

২৮) আইন-অমান্য আন্দোলনের মূল কারণগুলি লেখ।

২৯) আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা বা অবদান উল্লেখ করো।

৩০) ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কেমন ছিল?

৩১) টীকা লেখোঃ দ্বিতীয় গোল টেবিল বৈঠক।

৩২) টীকা লেখোঃ পুণা চুক্তি।

৩৩) ভারত ছাড়ো আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো।

৩৪) ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।

৩৫) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করো।

৩৬) নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে কীভাবে পুনর্গঠিত করেন?

৩৭) ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণগুলি লেখো।

৩৮) টীকা লেখোঃ মাউন্টব্যাটেন পরিকল্পনা।

৩৯) টীকা লেখোঃ ভারতের স্বাধীনতা আইন।

মান – ৮ 

১) আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

২) ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জান লেখো। এই আন্দোলনের গুরুত্ব লেখো।

৩) ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের আদি পর্বের নরমপন্থী নেতাদের কার্যকলাপ ও সীমাবদ্ধতা আলোচনা করো।

৫) গান্ধিজির নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনের গুরুত্ব লেখো।

৬) ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

৭) গান্ধি-সুভাষ পর্বের সাপেক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে ‘S-T-S’ তত্ত্ব বলতে কী বোঝ ?

৮) মাউন্টব্যাটেন প্রস্তাব বা পরিকল্পনা সম্পর্কে কী জান? এই পরিকল্পনা সম্পর্কে কংগ্রেস ও লিগের প্রতিক্রিয়া কী ছিল? 

৯) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 

পঞ্চম অধ্যায়ঃ সংবিধান প্রণয়ন

 

মান – ৩ বা ৪

১) গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো।

২) ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো।

৩) টীকা লেখোঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা।

৪) সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

৫) ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার প্রকৃতি আলোচনা করো।

৬) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো।

৭) নারীর ক্ষমতায়নের জন্য ভারতীয় সংবিধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?

৮) ভারতীয় গণপরিষদের প্রধান সীমাবদ্ধতা ও মূল চরিত্রগুলি বিশ্লেষণ করো।

৯) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল?

১০) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি হিসেবে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো।

১১) টীকা লেখোঃ পঞ্চশীল নীতি।

১২) টীকা লেখোঃ বান্দুং সম্মেলন।

১৩) টীকা লেখোঃ বেলগ্রেড সম্মেলন।

১৪) টীকা লেখোঃ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

১৫) ১৯৯০-এর দশকে ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণের প্রধান কারণগুলি লেখো।

১৬) LPG মডেল বলতে কী বোঝ?

১৭) টীকা লেখোঃ বিশ্বায়ন। 

ষষ্ঠ অধ্যায়ঃ জাতি গঠন ও আনুষঙ্গিক বিষয়

 

মান – ৩ বা ৪

১) স্বাধীন বাংলাদেশের উত্থানের পটভূমি আলোচনা করো।

২) বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর রহমানের ভূমিকা উল্লেখ করো।

৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো।

৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো।

৫) ১৯৭১ খ্রিস্টাব্দের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল?

৬) টীকা লেখোঃ অপারেশন সার্চলাইট।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র ২০২৬

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর (নোট) দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ২০২৬

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top