1. “তুমি এখন যেতে পারো মহাপাত্র।”-কথাটি বলেছেন -
2. সব্যসাচী নিজের নাম কী বলেছিলেন?
3. ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল -
4. “টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।”- ‘উভয়ে’ বলতে বোঝানো হয়েছে-
5. গিরীশ মহাপাত্রের বুকপকেট থেকে দেখা যাচ্ছিল -
6. “…যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।” বক্তা তুলে রেখেছিল -
7. গিরীশ মহাপাত্রের বুকপকের্টের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল?
8. কার জন্য অপূর্বর টাকাকড়ি ছাড়া বাকি সবকিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল?
9. ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল-
10. “আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।”-বক্তা হলেন-
12. ‘আশ্চায্য নেহি হ্যায় বাবুসাহেব”- বাবুসাহেবটি হলেন-
13. সব্যসাচী সন্দেহে আটক করা ব্যাক্তির বয়স -
14. “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।”-‘এঁর’ বলতে বোঝানো হয়েছে-
15. “এসব কথা বলার দুঃখ আছে”- ‘এসব কথা’ বলতে বোঝানো হয়েছে -
16. অপূর্বকে প্রতিদিন যে ব্যক্তি তার হাতের তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন -
17. কোন্ সময় অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা করে ?
18. তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশে গিয়েছিল -
19. “বুনো হাঁস ধরাই এদের কাজ।”-‘বুনোহাঁস’ বলা হয়েছে-
20. গিরীশ মহাপাত্র তার ট্যাঁক থেকে বার করেছিল -