boka-kumirer-kotha-question-answers

বোকা কুমিরের কথা প্রশ্নের উত্তর

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা পাঠ্য বই থেকে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নিয়মিত বিবিধ প্রশ্নের উত্তর প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই বোকা কুমিরের কথা প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বোকা কুমিরের কথা প্রশ্নের উত্তর :

 

১) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ 

১.১) তোমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম লেখ।

উত্তরঃ আমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম হলো-সাপ, ব্যাঙ, শামুক, হাঁস প্রভৃতি। 

১.২) তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। 

উত্তরঃ আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল-সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি।

১.৩) ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? 

উত্তরঃ ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়াল কে বুঝি। 

১.৪) মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। 

উত্তরঃ মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু, ওর, হলুদ, আদা প্রভৃতি। 

১.৫) ধান গাছ থেকে আমরা কি কি পাই? 

উত্তরঃ ধান গাছ থেকে আমরা চাল, খড়, তুষ পাই। 

১.৬) শিয়ালকে নিয়ে লেখা অন্য কোন গল্প পাঁচটি বাক্যে লেখো। 

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কুমীর কে নিয়ে লেখা ‘শিয়াল পন্ডিত’ গল্পটি আমি জানি। গল্পে দেখি, শিয়াল পন্ডিত বলে, কুমির যেন তার সাত ছানাকে তার কাছে পড়াতে পাঠায়। শিয়াল এক একদিন এক একটা ছানা খেয়ে নেয়। তুমি দেখা করতে এলে একটা ছানাকে বারবার দেখায়। সবকটা ছাড়া হওয়ায় হয়ে গেল শিয়াল ও শিয়ালনী পালিয়ে যায়। কুমির এসে দেখে শিয়াল,শিয়ালনী নেই এবং তার ছানাদের হাড়গোড় পড়ে আছে।  

১.৭) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল-‘গুপী গাইন বাঘা বাইন’, ‘ছেলেদের রামায়ণ’। 

১.৮) তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করেছেন?

উত্তরঃ ছোটদের জন্য তিনি ‘সন্দেশ’ পত্রিকা বের করতেন। 

১.৯) তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?

উত্তরঃ তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত হলেন-সুখলতা রাও, পুনলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায়। 

 

২) সংক্ষিপ্ত উত্তর দাওঃ 

২.১) গল্পে কারা চাষ করতে গেল?

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ‘বোকা কুমিরের কথা’ গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল।

২.২) কিসের কিসের চাষ তারা করেছিল? 

উত্তরঃ কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করেছিল। 

২.৩) চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?

উত্তরঃ চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল। 

২.৪) শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এসেছিল?

উত্তরঃ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটে ছিল যে, সে আঁট গাছের গোড়া শিয়াল কে দেবে আর আগা নিজে নিয়ে লাভবান হবে।  

২.৫) ‘বোকা কুমিরের কথা’ গল্পে কুমিরটা শিয়ালকে ‘তুমি বড্ড ঠকাও’ বলে দোষ দিলেও, আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে,-গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখ।

উত্তরঃ বোকা কুমিরের গল্পটি পড়ে আমার মনে হয়েছে কুমির শিয়ালকে ‘তুমি বড্ড ঠকাও’ বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। আমরা মন্তব্যের স্বপক্ষে গল্প থেকে খুঁজে বার করা তিনটি বাক্য হল-

ক) তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, ‘গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার’।

খ) তাই সে আগে থাকতেই শেয়াল কে বলে, ‘ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে!’

গ) তখন তুমি তো বড্ড ঠকেছে, আর বলছে, ‘দাঁড়াও শিয়ালের বাচ্চা তোমাকে এবারে আমি আর আগা নিতে দেব না।’

 

৩) সঠিক উত্তর নির্বাচনঃ 

৩.১) কুমিরটি ছিল খুবই (বোকা/চালাক /অলস) প্রকৃতির। 

উঃ বোকা 

৩.২) কুমির ভেবেছিল আলু বোধহয় তার গাছের (ফল/ফুল/ শেকড় ৷

উঃ ফল 

৩.৩) শিয়াল মাটি খুঁড়ে সব (লাউ/কুমড়ো/আলু) নিয়ে গেছে। 

উঃ আলু 

৩.৪) কুমির আখের আগাগুলো চিবিয়ে দেখল সেগুলি (তেতো/নোনতা/মিষ্টি)।

উঃ নোনতা 

 

৪) এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরিঃ 

৪.১) গেল চাষ শিয়াল কুমির আর মিলে করতে। 

উঃ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।

৪.২) ফল তার বুঝি সে ভাবলে আলু গাছের। 

উঃ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 

৪.৩) চাষ হল তার পরের বার ধানের। 

উঃ তার পরের বার হল ধানের চাষ।

৪.৪) গেল মধ্যে লাভের খড়গুলো। 

উঃ লাভের মধ্যে খড়গুলো গেল।

৪.৫) না নিয়ে আগা আসার এবার সে না ছাড়বে। 

উঃ এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না।

৪.৬) নেই সেখানে খুঁড়ে মাটি দেখে কিছু। 

উঃ মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই।

 

৫) একটি বাক্যে উত্তর দাওঃ 

৫.১) শিয়াল ও কুমির কী কী ফসলের চাষ করেছিল?

উঃ শিয়াল ও কুমির আলু, ধান ও আখের চাষ করেছিল। 

৫.২) গাছের আগার দিকে হয় এমন তিনটি ফসলের নাম লেখো।

উঃ আগার দিকে হয় এমন তিনটি ফসল ধান, যব, ভুট্টা।

৫.৩) কুমির আলুর ফলন সম্পর্কে কী ভেবেছিল ? 

উঃ কুমির আলুর ফলন সম্পর্কে ভেবেছিল আলু বোধ হয় গাছের উপরের ফল।

৫.৪) কুমির আলু গাছের আগা কেটে নিয়ে যাবার পর কী দেখল ? 

উঃ কুমির আলু গাছের আগা কেটে নিয়ে গিয়ে দেখল তাতে একটাও ফল নেই এবং শিয়াল সব আলু তুলে নিয়ে গেছে।

৫.৫) কুমির ও শিয়াল দ্বিতীয়বার কীসের চাষ করেছিল?

উঃ দ্বিতীয়বার তারা ধান চাষ করেছিল। 

৫.৬) দ্বিতীয়বার কুমির কী ভেবেছিল?

উঃ দ্বিতীয়বার কুমির ভেবেছিল ধান হলে সে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে।

৫.৭) তিনবারই শিয়ালের কাছে ঠকে গিয়ে কুমির শেষে শিয়ালকে কী বলেছিল?

উঃ তিনবারই ঠকে গিয়ে কুমির শেষে শিয়ালকে বলেছিল যে সে শিয়ালের সাথে চাষ করবে না; কারণ শিয়াল খুব ঠকায়। 

৫.৮) আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য কী বলেছিল ? 

উঃ শিয়ালকে ঠকাবার জন্য আলু চাষের সময় কুমির বলেছিল আলু গাছের আগার দিক কুমিরের আর গোড়ার দিকটা শিয়ালের।

৫.৯) ধান হবার পর শিয়াল কী কেটে নিয়ে গেল?

উঃ ধান হবার পর শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 

৫.১০) ধান চাষ করে কুমির কী লাভ পেল?

উঃ ধান চাষ করে লাভের মধ্যে কুমির খড়গুলো পেল।

৫.১১) গল্পে কারা চাষ করতে গেল ?

উঃ গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল ।

৫.১২) কীসের কীসের চাষ তারা করেছিল? 

উঃ তারা আলু, ধান ও আখের চাষ করেছিল। 

৫.১৩) চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল। 

উঃ চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল।

৫.১৪) শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল ?

উঃ শিয়ালকে ঠকানোর জন্য কুমির আখ চাষের সময় আগের থেকে আখের আগাগুলিকে চেয়ে রেখেছিল।

 

৬) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ 

৬.১) বোকা কুমির সেকথা জানত না’– কুমির কোন কথা না জানায় কী হয়েছিল সেই ঘটনাটি লেখো। 

উঃ কুমির ও শিয়াল মিলে ঠিক করেছিল আলু চাষ করবে। আলু হয় মাটির নীচে আর তার গাছ মাটির উপরে থাকে। একথা বোকা কুমিরের জানা ছিল না। সে জানত আলু বোধহয় গাছের ফল তাই সে প্রথমেই শিয়ালকে ঠকাবার জন্য বলে রেখেছিল আলু গাছের আগা কুমির নেবে আর গোড়াটা শিয়াল পাবে। তারপর আলু হতে কুমির সব আলু গাছের আগা কেটে বাড়িতে নিয়ে এসে দেখল তাতে একটা আলুও নেই। তখন মাঠে গিয়ে কুমির দেখে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে।

৬.২) কুমির ও শিয়ালের ধান চাষের ঘটনাটি লেখো।

উঃ কুমির ও শিয়াল মিলে ধান চাষ করবে ঠিক হবার পর কুমির শিয়ালকে বলল যে সে এবারে আগার দিকের বদলে গোড়ার দিক নেবে। তারপর যখন ধান হল শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির ভারী খুশি মনে ভেবেছে যে সে এবার মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। কিন্তু মাটি খুঁড়ে সে দেখল সেখানে কিছু নেই। লাভের মধ্যে খড়গুলো সে পেয়েছিল।

৬.৩) ‘সেবার হল আখের চাষ’— আখ চাষ করে কুমির কীভাবে ঠকেছিল?

উঃ আখ চাষের সময় কুমির ঠিক করেছিল যে সে আগা নেবে, তাই শিয়াল কুমিরকে আখগাছের আগাগুলো দিয়ে নিজে ঘরে বসে মজা করে আখ খেতে লাগল, আর কুমির আখের আগা এনে চিবিয়ে দেখল সেটি মিষ্টি নয়, খেতে নোনতা। এভাবেই আখ চাষ করে কুমির ঠকেছিল।

৬.৪) ‘তুমি বড্ড ঠকাও’- কে কাকে এই কথাটি বলেছিল? – সে কেন এই কথাটি বলেছিল ?

উঃ কুমির শিয়ালকে এই কথাটি বলেছিল। তারা দুজনে মিলে আলু, ধান ও আখের চাষ করেছিল। নিজের বোকা বুদ্ধির জন্য কুমির বারবার ঠকেছিল কিন্তু তার মনে হয়েছিল শিয়াল বুঝি তাকে ঠকাচ্ছে তাই সে বলেছিল, না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও। 

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

বোকা কুমিরের কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?