1. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
2. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান হয় ?
3. যে সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয় তা হল -
4. ‘সদাচার’ কোন সমাসের উদাহরণ ?
5. ‘সিংহ-শাবক’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
6. ‘বিদ্যোৎসাহী’ – এর ব্যাসবাক্য কোনটি ?
7. ‘মালগাড়ি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
8. যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে ?
9. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি ?
11. একটি নিত্য সমাসের উদাহরণ হল –
12. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?
13. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
14. ‘কাজলকালো’ – এর ব্যাসবাক্য কোনটি হবে ?
15. কোনটি না-তৎপুরুষ সমাস নয় ?
16. সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে -
17. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
18. ‘সব পেয়েছির দেশ’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?
19. ‘মধ্যপদলোপী কর্মধারয় ’ – এর উদাহরণ হিসেবে নিচের সমস্তপদ কোনটি ?
20. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি ?