বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার
উচ্চমাধ্যমিক নতুন সিলেবাস অনুসারে ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরা প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার :
১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামীজী পত্র লিখেছিলেন – ১৯০০ খ্রিঃ ২০ শে ফেব্রুয়ারী
২) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত – ভাববার কথা
৩) যে ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই-ই আছে – চলিত ভাষা
৪) বুদ্ধদেব কোন ভাষায় লােকশিক্ষা দিয়েছিলেন – পালি
৫) যে পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্রটি লিখেছিলেন – উদ্বোধন
৬) যে ধরনের ভাষা অস্বাভাবিক তথা অপ্রাকৃতিক – সংস্কৃত ভাষা
৭) রাগ, দুঃখ, ভালােবাসা যে ভাষার দ্বারা প্রকাশ করা যায় – চলিত ভাষা
৮) যে ভাষাকে উপযুক্ত ভাষা বলে মনে করেছেন স্বামীজী – চলিত ভাষাকে
৯) যে ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান – সংস্কৃত
১০) বিবেকানন্দ ভাষার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন – ভাবকে
১১) সাধারণ খেটে খাওয়া মানুষ যে ভাষা জানে না – সংস্কৃত ভাষা
১২) আচার্য শংকর ছিলেন একজন – দার্শনিক
১৩) আলালি ভাষায় লিখেছিলেন – টেকচাঁদ ঠাকুর
১৪) বাংলাদেশের বিভিন্ন ভাষার চল থাকতেও স্বামীজী যে স্থানের ভাষাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন – হুগলী
১৫) যে ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায় – সংস্কৃত
১৬) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি যে ভাষারীতিটি প্রযুক্ত হয়েছে – চলিত ভাষারীতি
১৭) স্বামী বিবেকানন্দের জন্ম – ১৮৬৩ সালে
১৮) স্বামীজী উন্নতির প্রধান উপায় তথা লক্ষণ বলে যে বিষয়কে প্রাধান্য দিয়েছেন – ভাষা
১৯) রামকৃষ্ণদেবের জন্মস্থান হয়ে ছিল যে গ্রামে – কামারপুকুর গ্রামে
২০) যেটা ভাবহীন, প্রাণহীন সে ভাষা, সে শিল্প সে ______ কোনো কাজের নয় – সঙ্গীত
২১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে ‘কটমট’ শব্দটির অর্থ হল – দুর্বোধ্য
২২) যে দেশে চট্টগ্রাম শহরটি অবস্থিত – বাংলাদেশে
২৩) ‘শ্লেষ’ হলো একটি – শব্দালংকার
২৪) যেখানকার পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লিখেছিলেন – আমেরিকা
২৫) মীমাংসা ভাষ্য লিখেছেন – শবরস্বামী
২৬) ভরত ঋষি ছিলেন একজন – ভারতীয় ঋষি
২৭) ‘ডগমগ’ শব্দটির অর্থ – আনন্দ
২৮) এখানে যে ধরনের ভাষা প্রাকৃতিক – চলিত ভাষা
২৯) স্বামীজী সংস্কৃত ভাষাকে যে ধরনের চাল বলে মনে করেছেন – গদাই লস্করি চাল
৩০) গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই যে ধরনের ভাষাকে লােকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন – মান্য চলিত ভাষা
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ SET 2
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ SET 3
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে