class-ten-second-unit-test-history-suggestion

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class 10 Second Unit Test History Suggestion

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class 10 Second Unit Test History Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class 10 Second Unit Test History Suggestion : 

 

চতুর্থ অধ্যায়ঃ 

প্রশ্নমানঃ ২ 

১) মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। 

২) ইলবার্ট বিল কি?

৩) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি?

৪) হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়?

৫) কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন?

৬) ভারতমাতা চিত্রটির বিষয়বস্তু কি?

৭) জমিদার সভা কবে কেন গঠিত হয়?

প্রশ্নমানঃ ৪ 

১) ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল? 

২) ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা লেখো। 

৩) টীকা লেখোঃ মহারানীর ঘোষণাপত্ৰ  

৪) ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?  

৫) গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন?  

৬) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?

৭) উনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল?   

প্রশ্নমানঃ ৮ 

১) ১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 

 

পঞ্চম অধ্যায়ঃ 

প্রশ্নমানঃ ২ 

১) শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 

২) ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল?

৩) জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়?

৪) পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?

৫) কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন?

৬) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য?

৭) রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি?

প্রশ্নমানঃ ৪ 

১) টীকা লেখোঃ বসু বিজ্ঞান মন্দির

২) ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? 

৩) ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে ‘শ্রীরামপুর মিশন প্রেসের’ কী পরিচয় পাওয়া যায় লেখো। 

৪) বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর অবদান লেখো। 

৫) কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনষ্টিটিউট (BTI) এর ভূমিকা আলোচনা করো। 

প্রশ্নমানঃ ৮ 

১) ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

২) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। 

 

ষষ্ঠ অধ্যায়ঃ 

প্রশ্নমানঃ ২ 

১) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

২) ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?

৩) ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল?

৪) বাবা রামচন্দ্র কে ছিলেন?

৫) তিন কাঠিয়া প্ৰথা কি?

৬) কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ?

৭) বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি?

প্রশ্নমানঃ ৪ 

১) ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 

২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 

৩) বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও।   

৪) টীকা লেখোঃ মিরাট ষড়যন্ত্র মামলা। 

প্রশ্নমানঃ ৮

১) ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি সম্পর্কে একটি টীকা লেখো। 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন

দশম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

দশম শ্রেণির ইতিহাস সাজেশন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top