class-10-first-unit-test-history-suggestion

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন ।

Class 10 First Unit Test History Suggestion

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class 10 First Unit Test History Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class 10 First Unit Test History Suggestion : 

 

প্রথম অধায় – ইতিহাসের ধারনা : (এই অধ্যায় থেকে ১, ২ ও ৪ নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। ৮ নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না।) 

মান ২ :

১) সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়?

২) আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

৩) নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?

৪) অ্যানাল স্কুল কি? অ্যানাল গোষ্ঠী কারা?

৫) খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি?

৬) আধুনিক বাংলা নাটকে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম করো।

৭) চলচ্চিত্রের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

৮) বাংলা চলচ্চিত্রের দুজন বিখ্যাত পরিচালক এর নাম লেখো। 

৯) আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্র গুরুত্ব কি?

১০) স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায়? এটি গুরুত্বপূর্ণ কেন?

১১) পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি?

১২) নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো। 

১৩) আধুনিক ইতিহাস চর্চা সংগঠনে সরকারি নথিপত্রের ভূমিকা কি?

১৪) আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

১৫) বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন?

 

মান ৪ :

১) খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি?

২) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ?

৩) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতি থেকে ইতিহাসের কোন উপাদান পাওয়া যায়?

৪) সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি?

৫) ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব কী?

৬) ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো। 

৭) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি?

 

 

দ্বিতীয় অধ্যায় – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা : (এই অধ্যায় থেকে ১, ২, ৪ ও ৮ নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে।) 

মান ২ :

১) ঊনিশ শতককে বাংলার প্রগতির যুগ বলা হয় কেন?

২) বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো। 

৩) কে কবে হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশ করেন? এই গ্রন্থের সমাজ চিত্রটি কি? 

৪) কে কবে নীলদর্পণ নাটক রচনা করেন? নাটকটির গুরুত্ব কী ছিল?

৫) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?

৬) প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী দ্বন্দ্ব কি?

৭) চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়?

৮) মেকলে প্রস্তাব কি?

৯) চার্লস উডের নির্দেশনামাকে ম্যাগনাকার্টা বলা হয় কেন?

১০) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?

১১) কবে কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

১২) কে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

১৩) কাকে বাংলার আধুনিক গদ্য সাহিত্যের জনক বলা হয়?

১৪) কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন?

১৫) কে কবে কি উদ্দেশ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?

১৬) মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?

১৭) কাদম্বিনী গাঙ্গুলী স্মরণীয় কেন?

১৮) ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

১৯) কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

২০) তিন আইন কী?

২১) স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত বাদ কি?

২২) শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি রকম ছিল?

২৩) বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়?

২৪) নব্য বঙ্গ আন্দোলন বলতে কী বোঝো?

 

মান ৪ বা ৮ : (এই প্রশ্নগুলি ৪ বা ৮ নম্বরের আসতে পারে) 

১) টীকাঃ বামাবোধিনী পত্রিকা / হিন্দু পেট্রিয়ট পত্রিকা / গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা / মেকলে মিমিট / উডের ডেস্‌প্যাচ 

২) রামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 

৩) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের  আদর্শ ব্যাখ্যা করো। 

৪) সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 

৫) সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 

৬) উনিশ শতকের বাংলার নবজাগরণ কি সত্যিই নবজাগরণ ছিল ? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও। 

৭) প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? ভারতের শিক্ষা ব্যবস্থায় এর ভূমিকা আলোচনা করো। 

 

তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ : (এই অধ্যায় থেকে ১, ২, ৪ ও ৮ নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে।) 

মান ২ :

১) উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল?

২) চুয়াড় কারা ছিল? কোন বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত?

৩) চুয়াড় বিদ্রোহের ফলাফল কি ছিল?

৪) কোল বিদ্রোহের কারণ কি ছিল?

৫) দামিন-ই-কোহ কি?

৬) সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল?

৭) কেনারাম ও বেচারাম কী?

৮) দিকু কাদের বলা হত?

৯) মুন্ডা উলগুলান কি?

১০) খুৎকাঠি প্রথা কাকে বলে? এই প্রথা কাদের মধ্যে লক্ষ্য করা যায়?

১১) মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল?

১২) রংপুর বিদ্রোহ কবে কাদের মধ্যে হয়?

১৩) সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে কোথায় হয়? এই বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। 

১৪) সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব কী ছিল?

১৫) ওয়াহাবি কাদের বলা হয়? ওয়াহাবি আন্দোলনের আসল নাম কি?

১৬) তারিকা ই মহম্মদীয়া এর গুরুত্ব কি?

১৭) তিতুমীর কেন বিখ্যাত?

১৮) বাংলায় ওয়াহাবি আন্দোলনের গুরুত্ব কী ছিল?

১৯) ফরাজী কথাটির অর্থ কি? ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?

২০) দুদুমিয়া স্মরণীয় কেন?

২১) অষ্টম আইন কি?

২২) কারা পাগলপন্থী নামে পরিচিত?

 

মান : ৪

১) টীকাঃ নীল বিদ্রোহ / ওয়াহাবি আন্দোলন / কোল বিদ্রোহ / মুন্ডা বিদ্রোহ 

২) ভারতের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

৩) বাংলাদেশের ওয়াহাবি আন্দোলন এবং তার চরিত্র বিশ্লেষণ করো। 

 

মান : ৮ 

১) উনবিংশ শতকে বাংলায় নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল সম্পর্কে আলােচনা করাে। 

২) সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলােচনা করাে। 

সাজেশনটি PDF আকারে DOWNLOAD করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে (শুধুমাত্র ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য)

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন

দশম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

দশম শ্রেণির ইতিহাস সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top