জাতি গঠনের সমস্যাসমূহ প্রশ্ন উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চলেছো তাদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তোমাদের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
জাতি গঠনের সমস্যাসমূহ প্রশ্ন উত্তর :
১) কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল – মহীশূর
২) মুসলিম লিগের জন্ম হয় – ১৯০৬ খ্রিঃ
৩) বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত ঘটে – ১৯০৫ খ্রিঃ
৪) খিলাফৎ আন্দোলন শুরু হয় – ১৯২০ খ্রিঃ
৫) মন্ত্রীমিশন ভারতে আসে – ১৯৪৬ খ্রিঃ
৬) ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় – ১৯৪৭ খ্রিঃ
৭) ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন – বল্লভভাই প্যাটেল
৮) ভারতের প্রথম গর্ভনর জেনারেল ছিলেন – লর্ড মাউন্টব্যাটেন
৯) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন – ডঃ রাজেন্দ্র প্রসাদ
১০) পাকিস্থানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন – মহম্মদ আলি জিন্নাহ
১১) স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন – চক্রবর্তী রাজাগোপালাচারি
১২) ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত ছিলেন – খান আবদুল গফ্ফর খান
১৩) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা বলেন – রামসে ম্যাকডোনাল্ড
১৪) ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় – ১৯৫০ খ্রিঃ ২৬ জানুয়ারি
১৫) পাকিস্থান রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিলেন – চৌধুরী রহমত আলি
১৬) ১৯৪০ খ্রিঃ মহম্মদ আলি জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন – লাহোর অধিবেশনে
১৭) গণপরিষদের প্রথম অধিবেশন বসে – ১৯৪৬ খ্রিঃ ৯ ডিসেম্বর
১৮) মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় – ১৯৪৭ খ্রিঃ ৩ জুন
১৯) জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘঠিত হয় – ১৯৪৬ খ্রিঃ ২ সেপ্টেম্বর
২০) ভারতের প্রথম প্রধান্মন্ত্রী ছিলেন – জওহরলাল নেহেরু
২১) ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন – বল্লভভাই প্যাটেল
২২) ভারতের মানচিত্র বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন – সিরিল র্যাডক্লিফ
২৩) উদ্বাস্তু কথার অর্থ হল – বাস্তু থেকে উৎখাত হওয়া
২৪) উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ – ১৯৪৭ খ্রিঃ ভারত বিভাজন
২৫) ‘পুনর্বাসন নীতি’ ঘোষণা করেন – জওহরলাল নেহরু
২৬) ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যার স্থানান্তর হয়েছিল – পাঞ্জাব
২৭) ‘উদ্বাস্তু’ গ্রন্থের লেখক – হিরন্ময় বন্দোপাধ্যায়
২৮) নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৫০ খ্রিঃ ৮ এপ্রিল
২৯) নেহরু-লিয়াকৎ চুক্তির অপর নাম হল – দিল্লি চুক্তি
৩০) ‘ট্রেন টু পাকিস্থান’ গ্রন্থের লেখক – খুশবন্ত সিং
৩১) ‘লৌহমানব’ আখ্যা দেওয়া হয়েছে – সর্দার বল্লভভাই প্যাটেওলকে
৩২) ‘ভারতের বিসমার্ক’ বলা হয় – সর্দার বল্লভভাই প্যাটেলকে
৩৩) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন – বল্লভভাই প্যাটেল
৩৪) ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল – বাংলা ও পাঞ্জাব
৩৫) র্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয় – ভারত ও পাকিস্থানের মধ্যে
৩৬) ‘ভারত স্বাধীন হল’ গ্রন্থটি রচনা করেছেন – মৌলানা আবুল কালাম আজাদ
৩৭) স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্য ছিল – প্রায় ৬০০টি
৩৮) ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন – হরি সিং
৩৯) সংবিধানের যে ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল – ৩৭০ নং ধারা
৪০) মণিপুর ভারতে সংযুক্ত হয় – ১৯৪৯ খ্রিঃ
৪১) স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল – হায়দ্রাবাদ
৪২) আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় – ১৯৫০ খ্রিঃ ২৬ জানুয়ারি
৪৩) জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন বসে – ১৯১৭ খ্রিঃ
৪৪) ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন – বিচারপতি এস কে ধর
৪৫) ভাষাভিত্তিক প্রদেশ কংগ্রেসের প্রধান ছিলেন – জওহরলাল নেহরু
৪৬) ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল – তেলেঙ্গানা
৪৭) রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল – ভাষার ভিত্তিতে
৪৮) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় – ১৯৫৬ খ্রিঃ
৪৯) স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল – অন্ধ্রপ্রদেশ
৫০) বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা – ২৮টি
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে