dolbebostha-mcq-question-answers

রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা প্রশ্ন উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান 

যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চলেছো তাদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা প্রশ্ন উত্তর প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তোমাদের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা প্রশ্ন উত্তর : 

 

১) স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায় – সুইডেনে

২) অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় – ফ্রান্সে

৩) ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হল – লেবার পার্টি 

৪) সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন – লেনিন

৫) রাজনৈতিক দলের একটি কাজ – সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা

৬) রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে – রাজনৈতিক দল

৭) সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজটি হল – রাজনৈতিক দলের

৮) ‘জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ’ কথাটি বলেছেন – লাওয়েল 

৯) রাজনৈতিক দলের একটি গুণ হল – রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো 

১০) রাজনৈতিক দলের একটি ত্রুটি হল – সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে

১১) ভারতে একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হল – জাতীয় কংগ্রেস 

১২) ভারতের রাজনৈতিক দলবাবস্থা – বহুদলীয় 

১৩) ভারতের সংবিধানে দলবাবস্থার উল্লেখ – আছে

১৪) ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে – ১৯৮৫ খ্রিস্টাব্দে 

১৫) রাজনৈতিক দলবাবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে – ৫২-তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে

১৬) ৫২ তম সংবিধান সংশোধন সংঘটিত হয়েছিল – ১৯৮৫ খ্রিস্টাব্দে 

১৭) ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম – জাতীয় কংগ্রেস 

১৮) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল – ১৮৮৫ খ্রিস্টাব্দে

১৯) ভারতে দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটেছে – দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়

২০) ভারতে দলব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল – ব্রিটেন

২১) রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক দান করে – নির্বাচন কমিশন

২২) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় – নির্বাচন কমিশন

২৩) ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে – নির্বাচন কমিশনের হাতে

২৪) রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে – নির্বাচন কমিশন

২৫) জাতীয় দল যে রাজনীতি নিয়ে মাথা ঘামায় – জাতীয় রাজনীতি

২৬) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে – কংগ্রেস দল থেকে

২৭) ভারতীয় জাতীয় কংগ্রেস একটি – জাতীয় দল

২৮) ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে যে রাজনৈতিক দলের আধিপত্য ছিল – জাতীয় কংগ্রেস 

২৯) কংগ্রেসের আধিপত্যকে ‘The Congress System’ বলে অভিহিত করেছেন – রজনী কোঠারি

৩০) ভারতীয় দলবাবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছেন – অ্যালান বল 

৩১) ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হল – ব্যক্তিকেন্দ্রিক 

৩২) ভারতীয় দলীয় ব্যবস্থাকে ‘আধিপত্যশীল দলীয় ব্যবস্থা’ বলে চিহ্নিত করেন – মরিস জোনস্ ও অ্যালান বল

৩৩) পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে ভারতীয় দলব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন – জোয়া হাসান

৩৪) ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫১–৫২ খ্রিঃ 

৩৫) জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য রাজনৈতিক দলকে অন্তত কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হয় – ৪ টি

৩৬) ভারতের প্রথম নির্বাচনে যে রাজনৈতিক দল জয় লাভ করে – জাতীয় কংগ্রেস 

৩৭) ভারতের প্রথম সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল – ৫৪ টি

৩৮) ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে – ১৮ টি

৩৯) ভারতে শেষ (অষ্টাদশ) লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় – ২০২৪ সালে

৪০) কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙন পরিলক্ষিত হয় – ১৯৬৯ খ্রিস্টাব্দে

৪১) কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন – সোনিয়া গান্ধি

৪২) কংগ্রেস দলের ছাত্র সংগঠন হল – ছাত্র পরিষদ

৪৩) বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয় – ১৯৮৪ খ্রিস্টাব্দে

৪৪) ভারতে জাতীয় দল হিসেবে চিহ্নিত – বিজেপি

৪৫) ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয় – ১৯৮০ খ্রিস্টাব্দে

৪৬) ভারতীয় জনতা পার্টি একটি – দক্ষিণপন্থী দল

৪৭) ভারতীয় জনতা দল এখন ভারতের – প্রধান শাসক দল

৪৮) ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হল – কংগ্রেস

৪৯) ভারতীয় জনসংঘ-এর প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলেন – শ্যামাপ্রসাদ মুখার্জী

৫০) ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয় – ১৯৭৭ খ্রিস্টাব্দে

৫১) ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় – কেরলে

৫২) সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে – সিপিআই (এম)

৫৩) সিপিএম দলের ছাত্র সংগঠন হল – এসএফআই

৫৪) ‘Caste in Indian Politics’ গ্রন্থটির রচয়িতা – রজনী কোঠারি

৫৫) যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে – জোট রাজনীতি

৫৬) জোট সরকারের ইংরেজি প্রতিশব্দ হল – Coalition Government

৫৭) ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির সূত্রপাত ঘটে – ১৯৬৭ খ্রিস্টাব্দে

৫৮) লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলে – ত্রিশঙ্কু লোকসভা

৫৯) ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় – ১৯৭৭ খ্রিস্টাব্দে

৬০) যার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় – মোরারজি দেশাই

৬১) জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) গঠিত হয় – ১৯৯১ খ্রিস্টাব্দে

৬২) NDA-এর পুরো কথাটি হল – National Democratic Alliance

৬৩) এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল – বিজেপির নেতৃত্বে

৬৪) ইউপিএ জোটের নেতৃত্ব দেয় – জাতীয় কংগ্রেস

৬৫) ইউপিএ জোটের শরিক দলের নাম হল – ডিএমকে

৬৬) যার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল – মনমোহন সিং

৬৭) UPA-এর সম্পূর্ণ নাম হল – United Progressive Alliance

৬৮) বর্তমানে ভারতীয় রাজনীতির নিয়ামকের ভূমিকা পালন করে – আঞ্চলিক দল 

৬৯) ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে – তামিলনাড়ুতে 

৭০) ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম – ডিএমকে 

৭১) জাতপাতভিত্তিক একটি রাজনৈতিক দল হল – শিবসেনা 

৭২) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন – সুভাষচন্দ্র বসু 

৭৩) পাঞ্জাবের অকালি দল হল – আঞ্চলিক দল 

৭৪) পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল হল – তৃণমূল কংগ্রেস 

৭৫) ফরোয়ার্ড ব্লক গঠিত হয়েছিল – ১৯৩৯ খ্রিঃ 

৭৬) ভারতের সংবিধান সংশোধন করে দলত্যাগবিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল – ১৯৮৫ খ্রিঃ 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান MCQ TEST

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top