ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চলেছো তাদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তোমাদের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর :
১) ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের সূত্রপাত ঘটে – ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়
২) আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক যাকে মনে করা হয় – নেহরু
৩) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন – প্রধানমন্ত্রী
৪) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল – পঞ্চশীল নীতির অনুসরণ
৫) বিদেশনীতির প্রধান উদ্দেশ্য হল – জাতীয় স্বার্থরক্ষা
৬) ভারতের বিদেশনীতির তাত্ত্বিক ভিত্তি হল – জোটনিরপেক্ষতা
৭) পররাষ্ট্রনীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল – জাতীয় স্বার্থ
৮) পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল – ভৌগোলিক অবস্থান
৯) রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতির ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে – বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা
১০) সার্ক একটি – আঞ্চলিক সংগঠন
১১) সার্ক গঠিত হয়েছে – দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা
১২) সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল – বাংলাদেশ
১৩) সার্ক প্রতিষ্ঠিত হয় – ১৯৮৫ খ্রিস্টাব্দে
১৪) বর্তমানে সার্ক-এর সদস্যসংখ্যা হল – ৮টি
১৫) সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত – কাঠমান্ডুতে
১৬) “আমরা কোনো পক্ষ বা সামরিক একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল হল শান্তির পক্ষ।” – উক্তিটি করেন – জওহরলাল নেহরু
১৭) ভারত-শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত – পক্ প্রণালী দ্বারা
১৮) তামিল জঙ্গিগোষ্ঠী LTTE এর পুরো নাম হল – Liberation Tigers of Tamil Ealm
১৯) ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেন – ১৯৮৭ খ্রিস্টাব্দে
২০) ভারত-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটির নাম – মিত্র শক্তি
২১) কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে যে দেশের প্রধান সমস্যা – পাকিস্তান
২২) ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনটি স্থাপিত হয় – কাশ্মীর সমস্যা মীমাংসার জন্য
২৩) যে চুক্তির মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতি ঘটে – করাচি চুক্তি
২৪) কাশ্মীর সমস্যাসমাধানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনের প্রস্তাবটি হল – গণভোট আয়োজন করা
২৫) ভারত-পাক প্রথম যুদ্ধ হয় – ১৯৪৭ খ্রিস্টাব্দে
২৬) ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৬৬ খ্রিস্টাব্দে
২৭) যাদের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় – লালবাহাদুর শাস্ত্রী-আয়ুব খান
২৮) ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল – ১৯৭২ খ্রিস্টাব্দে
২৯) কার্গিল যুদ্ধ সংঘটিত হয় – ১৯৯৯ খ্রিস্টাব্দে
৩০) কার্গিল দিবস পালিত হয় – ২৬ জুলাই
৩১) দিল্লি-লাহোর সামঝোতা এক্সপ্রেস চালু হয় – ১৯৭৬ খ্রিস্টাব্দে
৩২) ভারত-পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন – নওয়াজ শরিফ
৩৩) দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয় – ইন্দিরা গান্ধির আমলে
৩৪) যাদের মধ্যে ১৯৬০ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় – ভারত-পাকিস্তান
৩৫) ১৯৯৯ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয় – নওয়াজ শরিফ-বাজপেয়ী
৩৬) ২০০১ সালে আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয় – ভারত-পাকিস্তানের মধ্যে
৩৭) দিল্লি-লাহোর বাস পরিসেবা চালু হয় – বাজপেয়ীর আমলে
৩৮) ১৯৭১ খ্রিস্টাব্দে ভারত যে দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে – বাংলাদেশ
৩৯) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম ছিল – মুক্তি বাহিনী
৪০) মুক্তি বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনটির নাম হল – অপারেশন শক্তি
৪১) নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের জন্ম হয় – ১৯৭১ খ্রিস্টাব্দে
৪২) ইন্দিরা গান্ধি ও মুজিবর রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭২ খ্রিস্টাব্দে
৪৩) ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭৪ খ্রিস্টাব্দে
৪৪) ভারত-বাংলাদেশ ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় – ২০১৫ সালে
৪৫) তিস্তা জলবন্টন সমস্যা যে দুই দেশের মধ্যে – ভারত-বাংলাদেশ
৪৬) ভারত-বাংলাদেশ ‘মৈত্রী দিবস’ হিসেবে পালিত হয় যে দিনটি – ৬ ডিসেম্বর
৪৭) ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যা – উদ্বাস্তু সমস্যা
৪৮) ভারত-নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পাদিত হয় – ১৯৫০ খ্রিস্টাব্দে
৪৯) ভারত-নেপাল যাত্রার জন্য ভারত গৌরব ট্রেন চালু করা হয় – ২০২৪ সালে
৫০) ভারতের সঙ্গে যে দেশের সম্পর্ককে ‘রোটি বেটি কা রিস্তা’ বলে আখ্যা দেওয়া হয় – নেপাল
৫১) ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ২০০৭ সালে
৫২) যে দেশের সঙ্গে ভারতের জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে – ভুটান
৫৩) যে দেশ সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপলিকেশন BHIM-কে গ্রহণ করেছে – ভুটান
৫৪) মালদ্বীপের পানীয় জলের সংকট দূরীকরণের জন্য ভারত কর্তৃক গৃহীত উদ্যোগটি হল – অপারেশন নীর
৫৫) PL480 কর্মসূচির অধীনে যে দেশ ভারতকে খাদ্যশস্য সরবরাহ করে সাহায্য করেছিল – আমেরিকা
৫৬) আমেরিকা ভারতকে ‘Major Defence Partner’ হিসেবে চিহ্নিত করে – ২০১৬ সালে
৫৭) ভারত ও আমেরিকার সশস্ত্র বাহিনীর মধ্যে সুরক্ষিত যোগাযোগ সম্পর্কিত চুক্তিটি হল – COMCASA
৫৮) COMCASA-র সম্পূর্ণ অর্থ হল – Communications Compatibility and Security Agreement
৫৯) BECA-এর সম্পূর্ণ অর্থ হল – Basic Exchange and Cooperation Agreement
৬০) ভারত মহাসাগরে চিনা শক্তিকে প্রতিরোধের উদ্দেশ্যে ভারত-আমেরিকার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক নৌ-মহড়ার নামটি হল – মালাবার অনুশীলন
৬১) ভারত হল মার্কিন কৌশলের লিচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি করেছেন – ওবামা
৬২) ২০০৭ সালে ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে – আমেরিকার
৬৩) ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘Natural Global Partner’ বলে ঘোষণা করে – ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর
৬৪) ভারত-সোভিয়েত ইউনিয়ন দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৯১ খ্রিস্টাব্দে
৬৫) ভারত-রাশিয়ার আন্তঃসরকারি কমিশন হল – IRIGC
৬৬) ভারত-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন বা IRIGC স্থাপিত হয়েছে – ১৯৯২ খ্রিস্টাব্দে
৬৭) INDRA হল – ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন
৬৮) যে রাশিয়ান রাষ্ট্রপতির সময়কালে ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে – ভ্লাদিমির পুতিন
৬৯) ভারতে যে প্রধানমন্ত্রীর সময়কালে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে – অটলবিহারী বাজপেয়ী
৭০) ভারত-রাশিয়া যৌথভাবে যে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরী করেছে – ব্রহ্মস
৭১) রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল – আর্যভট্ট
৭২) তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে – রাশিয়ার পরমাণু সহযোগিতায়
৭৩) চিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে – ১৯৪৯ খ্রিস্টাব্দে
৭৪) ভারত চিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে – ৭ ডিসেম্বর, ১৯৪৯
৭৫) ‘হিন্দী-চিনি ভাই ভাই’ এই কথাটি বলেছিলেন – জওহরলাল নেহরু
৭৬) পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন – জওহরলাল নেহরু
৭৭) শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি যে নীতির অংশ – পঞ্চশীল নীতির
৭৮) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় – ভারতের নেহরুর সঙ্গে চিনের চৌ এন লাইয়ের
৭৯) ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চিনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় – ১৯৫৪ খ্রিস্টাব্দে
৮০) ভারত তিব্বতের উপর চিনের কর্তৃত্ব স্বীকার করে নেয় – ১৯৫৪ খ্রিস্টাব্দে
৮১) পঞ্চশীল নীতিতে মোট নীতি সন্নিবিষ্ট রয়েছে – ৫টি
৮২) চিন তিব্বত আক্রমণ করে – ১৯৫৯ খ্রিস্টাব্দে
৮৩) ভারতের যে প্রধানমন্ত্রী চিন সফরের সময় তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকৃতি দেন – অটলবিহারী বাজপেয়ী
৮৪) বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে যে দুই দেশের সম্পর্ক তিক্ত হয় – ভারত-চিন
৮৫) ভারত-চিন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংঘটিত হয় – ১৯৬২ খ্রিস্টাব্দে
৮৬) ভারত-চিন সীমান্তে শান্তি ও সুস্থিতিকরণ বজায় রাখার জন্য উভয় দেশ যে চুক্তি স্বাক্ষর করে – বর্ডার পিস অ্যান্ড ট্যাঙ্কুইলিটি এগ্রিমেন্ট
৮৭) যবে চিন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল – ২০০৩ সালে
৮৮) যার ভারত সফরকালে ভারতের সঙ্গে চিনের শান্তি ও সমৃদ্ধি রক্ষার্থে কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় – জিয়াবাও
৮৯) ভারত-চিন আন্তঃসীমান্ত বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা গিরিপথ উন্মুক্ত করা হয় – ২০০৬ সালে
৯০) ভারত-চিনের মধ্যে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক সম্মেলন – উহান সম্মেলন
৯১) ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্থাপন করা হয় – ১৯৬২ খ্রিস্টাব্দে
৯২) ২০১৭ সালে ডোকলাম বিরোধ আবর্তিত হয় – চিন-ভুটান-ভারতের মধ্যে
৯৩) শিলিগুড়ি করিডোরকে ভূ-কৌশলগত ভাষায় বলা হয় – চিকেনস্ নেক
৯৪) যে ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চিন নাথুলা গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করে দেয় – ডোকলাম বিরোধ
৯৫) ভারত মহাসাগরে চিনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোট হল – কোয়াড
৯৬) ভারত-চিন সম্পর্কের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল – সীমান্ত বিরোধ
৯৭) ভারত-চিন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল – ভারত-চিন সীমান্ত টহল চুক্তি
৯৮) বিশ্বে সর্বপ্রথম যে দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে – মার্কিন যুক্তরাষ্ট্র
৯৯) ভারতের পরমাণু নীতির মূল কথা হল – No Frist Strike
১০০) ভারতের ‘No First Strike’ এই পরমাণু নীতির প্রধান রূপকার – অটলবিহারী বাজপেয়ী
১০১) ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় – ১৯৯৮ খ্রিস্টাব্দে
১০২) ভারতে যার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচির উদ্যোগ গৃহীত হয় – হোমি জাহাঙ্গীর ভাবা
১০৩) ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় – ১৯৭৪ খ্রিস্টাব্দে
১০৪) ভারতের পারমাণবিক বোমা পরীক্ষা সংক্রান্ত বিস্ফোরণ কেন্দ্র ‘পোখরান’ যে রাজ্যে অবস্থিত – রাজস্থান
১০৫) ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল – স্মাইলিং বুদ্ধ
১০৬) যার উদ্যোগে ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয় – ইন্দিরা গান্ধি
১০৭) ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হল – অপারেশন শক্তি
১০৮) যে প্রধানমন্ত্রীত্বকালে ভারতে দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয় – অটলবিহারী বাজপেয়ী
১০৯) পোখরান-২ পরমাণু শক্তি পরীক্ষা যে বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্টিত হয়েছিল – আবদুল কালাম, আর চিদম্বরম
১১০) ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত নির্দেশ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করে – নিউক্লিয়ার কমান্ড অথরিটি
১১১) নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক হলেন – প্রধানমন্ত্রী
১১২) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA যুক্ত – পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে
১১৩) ভারতের পরমাণু নীতি গৃহীত হয় – ২০০৩ সালে
১১৪) ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয় – ১৯৯৮ খ্রিস্টাব্দে
১১৫) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হন – কে সুব্রহ্মণ্যম
১১৬) আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা PTBT স্বাক্ষরিত হয় – ১৯৬৩ খ্রিস্টাব্দে
১১৭) NPT-চুক্তি কার্যকর হয় – ১৯৭০ খ্রিস্টাব্দে
১১৮) NSG-এর সম্পূর্ণ অর্থ হল – Nuclear Suppliers Group
১১৯) “Nuclear Suppliers Group” গঠিত হয় – ১৯৭৪ খ্রিস্টাব্দে
১২০) ‘যে পারমাণবিক পরিবেশ আমাদের চারদিকে গড়ে উঠেছে তার কারণেই আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে’ – কথাটি বলেছেন – ব্রজেশ মিশ্র
১২১) ‘India’s Foreign Policy’ গ্রন্থটির প্রণেতা – ভিপি দত্ত
১২২) ভারতের বৈদেশিক সাহায্যের সবথেকে বেশি সুবিধা ভোগ করে যে রাষ্ট্র – ভুটান
১২৩) জাতিদাঙ্গা সমস্যাসমাধানে ভারত ‘শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে – শ্রীলঙ্কায়
১২৪) যে বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে সমর্থন করেছে – রাশিয়া
১২৫) ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি – ভুটান