1. কামরূপী উপভাষায় উত্তম পুরুষের, একবচনে কি কি সর্বনাম ব্যবহৃত হয়?
2. পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম হল -
3. বঙালী উপভাষার, ‘ই’ বা ‘উ’ তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে। এই প্রক্রিয়াকে বলে –
4. কোন্ পত্রিকাকে কেন্দ্র করে চলিতভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়?
5. বাংলা উপভাষাগুলির মধ্যে যেগুলির বিস্তার খুব বেশি, সেগুলি হল -
6. মানভূম, সিংভূম, ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষা হল –
7. অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন্ উপভাষায়?
8. একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায়, তখন তাকে বলে -
9. বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে –
10. সে > হে, বসো > বহো – বঙ্গালী উপভাষার এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে -
11. জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচলিত -
12. ‘জলকে চল নিমিত্ত কারকে চতুর্থী বিভক্তির ব্যবহার দেখা যায় যে উপভাষায় –
13. সাধুভাষার রূপ গড়ে তোলেন –
14. ফরিদপুর জেলায় যে উপভাষা প্রচলিত, তা হল –
15. শব্দের আদিতে ‘র’ হয় ‘অ’ এবং ‘অ’ ধ্বনি হয় ‘র’ কোন উপভাষায় ?
16. বাক্য > বাইক্ক এক্ষেত্রে ‘ই’ কারের আগম লক্ষ্যনীয় কোন উপভাষায় –
17. ঝাড়খন্ডী উপভাষার নামকরণ করেছেন -
18. রাম > রাম, রস > অস – কোন উপভাষার তাত্ত্বিক বৈশিষ্ট্য –
19. বাংলাদেশের ঢাকা অঞ্চলে যে উপভাষা প্রচলিত তা হল –
20. অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হল -
21. নামধাতুর ব্যাপক ব্যবহার যে উপভাষার অন্যতম বৈশিষ্ট্য –
22. বঙ্গালী উপভাষার প্রচলন লক্ষ করা যায় -
23. কামরূপী উপভাষার অপর নাম -
24. বরেন্দ্রীতে অধিকরণ কারকে কোন বিভক্তি লক্ষণীয় -
25. ‘সাধুভাষা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?