1. এথেন্সের শাসনকাঠামো ছিল -
2. চোল শাসনব্যবস্থায় ব্রাহ্মণদের দান করা গ্রাম বা গ্রামের ব্রাহ্মণদের নিয়ে গড়ে উঠত -
3. রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে?
4. আলেকজান্ডারের রাজধানীর নাম ছিল –
5. স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত -
6. চোল শাসনের সূচনা করেছিলেন কে?
7. মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে, এ কথা বলেছেন -
8. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল -
9. প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে -
10. রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মরূপে স্বীকৃতি দান করেন -
11. অ্যাগোরা শব্দের অর্থ হল -
12. নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন -
13. পানিপতের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
14. অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?
15. কবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল?
16. 'ইন্ডিকা'-র রচয়িতা ছিলেন -
17. 'দেবানাং পিয় পিয়দসি' কার উপাধি?
18. বোমে অ্যাম্ফিথিয়েটারে হিংস্র পশুর সঙ্গে যেসব দাস যোদ্ধারা লড়াই করত, তাদের কী বলা হত?
19. কনস্ট্যান্টিনোপল রাজধানী ছিল -
21. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
22. কোন্ রাজবংশের রাজত্বকে ‘দক্ষিণ ভারতের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়?
23. ‘রোম’ নগরটির নামকরণ হয় কোন্ সম্রাটের নামানুসারে?
24. রোমে সবচেয়ে বড়ো অ্যাম্ফিথিয়েটারের নাম -
25. কোন্ গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি গ্রহণ করেন?
26. কোন্ মুঘল সম্রাটকে ‘স্থাপত্যের রাজকুমার’ বলা হয়?
27. প্রাচীন ভারতে কখন ‘দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল?
29. দীন-ই-ইলাহি প্রবর্তিত হয় -
30. ‘আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম-উক্তিটি কার?
31. অটোমান সাম্রাজ্যের রাজধানীর নাম -
32. ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
33. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন -
34. অজাতশত্রু কোন্ উপাধি লাভ করেছিলেন?
35. কাকে ‘ভারতের রক্ষাকর্তা’ বলা হয়?