1. 'পোটরাজ' গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
2. 'পোটরাজ' গল্পটা কোন সময়ের?
3. দুরপত, ছাগল বলি দিতে না পারলে দেবী মারীয়াইয়ের কাছে কীসের বলি দেয়?
4. গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল -
5. পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল?
6. দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল একটা -
7. দেবী মারীয়াইকে গ্রামের ধারে রেখে এসেছিল -
8. আনন্দ কখন স্নান করতে যায়?
9. গ্রামের মোড়লের সঙ্গে দোরে এসে দাঁড়িয়েছিল তাঁর -
10. পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল -
11. শঙ্কর রাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন?
12. মারীয়াই দেবীর কাছে মানত করে জন্ম হয়েছিল -
14. মারীয়াইকে কোন রঙের শাড়ি পরানো হয়?
15. 'এখনও প্রাণটুকু আছে খালি বাবা' বক্তা হল -
17. শঙ্কর রাও খারাটের আত্মজীবনীটির নাম হল -
18. গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে অন্তত ক-জন করে বিছানায় শয্যাশায়ী?
19. পোটরাজরা কোন দেবীর উপাসক?
20. দামার বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকার করে একটা -