1. প্রথম বাঙালি রেফারি কে ছিলেন ?
2. ‘ভারতীয় ফুটবলের মক্কা’ বলা হয় কোন শহরকে ?
3. ভারতীয় হকি ফেডারেশন কবে গঠিত হয় ?
4. এশিয়ার প্রথম মেয়ে হিসেবে ইংলিশ চ্যানেল বিজয়িনী কে ?
5. ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ?
6. উত্তরবঙ্গে ‘টেবিল টেনিসের শহর’ বলে পরিচিত কোন্ শহর ?
7. ‘আই এফ এ শিল্ড’ প্রতিযোগিতা কবে শুরু হয় ?
8. বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত ছিলেন -
9. মোহনবাগান ক্লাব কবে আই এফ এ শিল্ড জয় করে ইতিহাসে যুগান্তকারী ঘটনার স্থাপন করে ?
10. কলকাতায় মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় ?
11. বাংলায় আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ কে ছিলেন?
12. মাত্র উনিশ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেন -
13. ‘সন্তোষ ট্রফি’, ‘ডুরান্ড কাপ’, ‘IFA শিল্ড’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
14. ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম পা ছোঁয়ানোর কৃতিত্ব কার?
15. ১৮৯২ খ্রিস্টাব্দে কোন্ ভারতীয় ক্লাব ইউরোপীয় ক্লাবকে পরাজিত করে ট্রেডস কাপ জয় করে ?
16. কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের কবে জন্ম হয় ?
17. ‘শোভাবাজার ক্লাব’ কবে গড়ে উঠেছিল ?
18. বাংলায় হকি সংস্থা কবে গঠিত হয় ?
19. প্রদত্ত খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন -
20. ‘দীপেন্দু বিশ্বাস’ কোন্ খেলার সাথে যুক্ত ?
21. কুস্তিগির গোবরবাবুর আসল নাম কী ?
22. শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে কে/কারা আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন ?
23. কোন্ বাঙালি ক্রিকেটার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ?
24. কোন দেশকে আধুনিক ফুটবলের সুতিকাগার বলা হয় ?
25. প্রথম ভারতীয় হিসেবে কে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন ?