wrong-number-mahasweta-devi-class-12-bengali

রং নাম্বার । মহাশ্বেতা দেবী । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রং নাম্বার । মহাশ্বেতা দেবী । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা গল্পটি WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা এই গল্পটি ভালো করে পাঠ করে আমাদের ওয়েবসাইটে দেওয়া রং নাম্বার গল্পের প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। 

রং নাম্বার । মহাশ্বেতা দেবী । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা : 

 

রাত একটা। তীর্থবাবুর ঘুম ভেঙে গেল। টেলিফোন বাজছে। মাঝরাতে টেলিফোন বাজলে কেন এত ভয় করে?
‘হ্যালো। শুনুন- হাসপাতাল থেকে বলছি আপনাদের পেশেন্ট এইমাত্র মারা গেলেন। হ্যালো।’
‘আমাদের পেশেন্ট? হাসপাতালে আমাদের কোনো পেশেন্ট নেই।’
‘আপনার নম্বর?’
‘রং নম্বর। ছেড়ে দিন।’
‘রং নাম্বারে ফোন করেন কেন? হং নাম্বারে।’
তীর্থবাবু ফোনটা নামিয়ে রাখেন। ভর করে। ভীষণ ভয় করে।
‘হঠাৎ ফোন বেজে ওঠে কেন? কেন এত রং নাম্বার হয়?’
সবিতা জিজ্ঞেস করেন। আজ অনেকদিন হয়ে গেল সবিতা বা তীর্থবাবু কেউ অনেক রাত অবধি ঘুমোন না। ঠিক বারোটার তীর্থবাবু একটা ঘুমের বড়ি খেয়ে নেন। খেয়ে চোখ বুজে শুয়ে মনটা চিন্তাশূন্য করে ফেলতে চেষ্টা করেন।
পারেন না। কিছুতে পারেন না তীর্থবাবু। তাঁর চেতনা আর অবচেতনা, প্রথম স্তরের চেতনা আর অতল স্তরের চেতন’, প্রত্যেকটির মাঝ দিয়ে খাড়া খাড়া দেওয়াল উঠে যায়। দেয়ালগুলোর গায়ে পোস্টার আঁটা থাকে।
দীপঙ্করের ছবি। শৈশবের দীপঙ্কর, মাথা ন্যাড়া, ব্যালাভোলা চেহারা। ম্যাট্রিক পাশ করা দীপঙ্কর। গ্রাজুয়েট দীপঙ্কর। লম্বা একহারা, ভাবুক আর শান্ত চেহারা।
দীপঙ্কর। তীর্থবাবুর একমাত্র ছেলে। সন্তান, সন্তান, মানুষ সন্তান কেন চায়? কেন ভালবাসে সন্তানকে? তীর্থবাবু রোজ এই প্রশ্নটা নিজেকে করেন।
তারপর ঘুম আসে। গাঢ়, অথচ অস্বস্তিতে আতঙ্কে বিপর্যন্ত ঘুষ। সবিতা বোধহয় তখনও ঘুমোন না। তাই তিনি জিজ্ঞেস করেন কার ফোন?

‘রং নাম্বার।’
‘কোত্থেকে?’
‘হাসপাতাল থেকে।’
‘হাসপাতাল থেকে। ওগো আমাদের ফোন যদি হয়?’
‘পাগলামি কোরো না সবু। দীপু নীয়েনের কাছে আছে তুমি তো জান। ওখান থেকে নীরেন ওকে দিল্লিতে ভর্তি করে দিতে চেষ্টা করছে। সব জেনেও পাগলামি কর কেন?’
‘নীরেনের কাছে যদি থাকবে, তবে দীপু চিঠি লেখে না কেন? নীরেন কেন চিঠি লেখে না আমায়? তোমরা কী ভেবেছ আমি কান্নাকাটি করব? দুঃট যাব নীরেনের কাছে?’
‘সবু, অস্থির হয়ো না।’
‘আমার যে মনে হয় দীপু নীরেনের কাছে নেই? নীরেন ইচ্ছে করে আমায় কিছু বলছে না?’
‘চুপ করে। সবু, কেঁদো না। সব ঠিক আছে। তুমি তো জান দ্বীপুর পালিয়ে থাকবার কোনো কারণ নেই।’
‘তবে ও আসে না কেন?’
‘সবু, অসুখে অসুখে তুমি অবুঝ হয়ে গেছে। দিনকাল খারাপ, এ অঞ্চলটাও ভালো নয় তাই ও আসে না।’
সবিতা এই সময় কাঁদতে শুরু করেন। আস্তে আস্তে, ওমরে গুমরে।
কাঁদতে কাঁদতে এক সমরে সবিতা ঘুমিয়ে পড়েন। তীর্থবাবুর ঘুষ আসতে দেরি হয়। কী হয়ে গেল দেশের অবস্থা। আচ্ছা, রুগী যদি মায়া যায়, তবে টু-থি এক্সচেঞ্জের নম্বর দিলে ফোর-সেভেনে ফোন করবি তোরা? রং নাম্বার। যাদের রুগী, তাদের মনের কী অবস্থা হয়?
কিংবা হয়ত কোনো অবস্থাই হয় না। আজকাল নাকি সবাই কুরু ক্ষেত্রের অর্জুন, চূড়ান্ত নির্বেদে মৃত্যুকে গ্রহণ করে। লাশ নাকি বিছানাতেই পড়ে থাকে। খরচ বাঁচাবার জন্য আত্মীয়রা চলে যায়, আর আসে না। নাকি পড়েই থাকে ঠাণ্ডা গুদামে। কেউ দেখতে আসে না পর্যন্ত।
তীর্থবাবুর ভয় করে, খালি খালি ভয় করে। এ একটা অম্ল কলকাতায় বাস করছেন তিনি, অন্ত পশ্চিমবঙ্গে। দেখতে মনে হয় সেই শহর। সেই গড়ের মাঠ-মনুমেন্ট ভবানীপুর-আলিপুর-চড়কড়াঙ্গার মোড়! সেই আষাঢ়ে রথের মেলা-চৈত্রে কালীঘাটে গাজন-মাখে বড়দিনের আলোকসজ্জা।
সে শহর নয়। এ একটা ভুল শহর। রং সিটি। ভুল ট্রেনে চড়ে স্কুল শহরে এসেছেন তীর্থবাবু।
নইলে, সবিতাকে বলা সবগুলো স্তোকের কথা ভুলে গিয়ে তীর্থবাবু ভাবেন, নইলে দীপঙ্কর চিঠি লেখে না কেন? কেন নীরেন খবর দেয় না দীপঙ্করের?
কেন, কেন সন্তান চায় মানুষ, কেন ভালবাসে আত্মজকে, আত্মজাকে?
মৃত্যুতে মুখাগ্নি করবে বলে? রং আল্লার। যতদিন জীবিত আছেন তত দ্বনই সন্তানকে চান তীর্থবাবু। কাছে থাক তুই, পাশে থাক। আমার জ্বালা যন্ত্রণা নে, ভাগে নে,। আমার সঙ্গে এক হয়ে যেতে শেখ।
রং হোপ।
কোথায় একটা এক্সচেঞ্জ আছে যেন, এই শহরে কোথার আছে একটা এক্সত্ত্বে? কে সেখানে বসে তীর্থবাবুকে শুধু বলছে রং নাম্বার। রং সিটি। রং হোপ।
কে সে? কোথায় সেই অদৃপ্ত অপারেটর? অপারেটরদের দেখা যায় মা
কেন?
ভাবতে ভাবতে তীর্থবাবু টুপ করে ঘুমের ভেতর ডুবে যান। এই রকমই চলে দিন থেকে রাত, সোম থেকে রবি, সকাল থেকে সন্ধ্যা। রাতগুলোকে ভয় করে তীর্থবাবুর, কেননা ঘুমের মধ্যে শুধু সারি সারি দেওয়াল দেখতে পান তিনি।
দেওয়ালে দীপঙ্করের মুখ আঁকা থাকে। থাকেন তবে কি মনোজের কাছে যাবেন। ডাক্তার। তীর্থবাবুর নিশ্চয়ই অসুখ হয়েছে। ঘুমের মধ্যেই তীর্থবাবু ভাবতে মনোজ ওর বন্ধু, মনের রোগের তোমার অসুখ হয়েছে তীর্থ। মনোজ রায় দিল। তীর্থবাবুর শুকনো মুখ, কাতর চাহনি আর বারবার কপাল থেকে ঘাম মোছার চেষ্টা ও লক্ষ করছিল।
‘কী অসুখ?’
‘নার্ভের।’
‘নার্ড তো আমার ভালোই মনোজ।’
‘তোমার চিন্তাগুলো অণীক।’

‘অলীক।’
‘তুমি কী বলেছ তুমি নিজেই শোন।’
মনোজ টেপরেকর্ডার চালিয়ে দিল। মনোজ রোগীদের স্বীকারোক্তি টেপ করে নেয়। তারপর বিচার করে। রায় দেয়। তীর্থবাবু টেপ-রেকর্ডারটা দেখ মনে মনে টাকার অঙ্ক হিসেব করছিলেন। এখন হঠাৎ একটা ক্লান্ত, নিচুগলা শুনতে পেলেন।
‘আমার মনে হয় বাড়িটা আমার নয়। কড়া নাড়লে কেউ দরজা খুলবে না-কেননা আমি রং অ্যাড্রেসে এসেছি। পথে ঘাটে চলতে চলতে আমার শুধু মনে হয় কলকাতা এখন কলকাতায় নেই। বাইরের বাড়ি-ঘর-দোর গড়ের মাঠ মনু্যুমেন্ট সব অন্য একটা শহরকে ধরে নিয়ে কলকাতা উধাও হয়ে গেছে। মনে হয় ইট্‌স এ রং সিটি! কোনো প্রয়োজন নেই তবু এটা যে সেই কলকাতাই তা নিজেকে বিশ্বাস করাবার জন্যে সেদিন ক্যাওড়া-তলা গিয়েছিলাম। দেওয়ালের লেখাগুলো পড়েই বুঝতে পারলাম আমি স্কুল জায়গায় এসেছি। সেদিন আমি স্বপ্ন দেখেছি…
টেপ রেকর্ডার থামিয়ে দিল মনোজ। তীর্থবাবুর দিকে চাইল। বলল-
‘কী স্বপ্ন দেখেছ তীর্থ।’
‘আমি বলতে পারব না।’
‘কী স্বপ্ন?’
‘আমাকে জিজ্ঞেস কোরো না মনোজ, আমাকে জিজ্ঞেস কোরো না। স্বপ্নটা আমি মাঝে মাঝেই দেখি।’
‘সেইজন্যেই আমার জানা দরকার।’
‘না মনোজ।’
‘তুমি অসুস্থ তীর্থ। স্বাভাবিক, অসুস্থ হওয়া স্বাভাবিক…’
‘কেন? আমার পক্ষে অসুস্থ হওয়া স্বাভাবিক কেন?’
‘তোমার ছেলে তো…….
‘আমার ছেলে কী?’
‘বাড়িতে নেই।’
‘এনোজ, আমি জানি নাকে তোমায় কী বলেছে। আমার ছেলে দীপঙ্কর। কাজিন নীরেনের কাছে আছে লক্ষ্ণৌতে। ওখান থেকে দ্বিজিতে পড়বে দীপঙ্কর।’

‘গড।’
মনোজ যেন যন্ত্রণার আর দুঃখে কথাটা বলল। ভেতর থেকে দীর্ঘনিঃশ্বাস উঠে এল একটা। তীর্থ, ওদের সময়ের সবচেয়ে ঠাণ্ডা মাথার ভালো ছেলেটা এ রকম হয়ে গেল?
‘গড!’ মনোজ খসখস করে ওষুধের নাম লিখল। কাগজ ছিঁড়ে ফেলল, তারপর একট। ওষুধের শিশি দিল তীর্থবাবুকে।
বলল-
‘রাতে এটা খেয়ো তীর্থ। ঘুম হবে।’
‘দাও।’
তীর্থবাবু ওষুধের শিশিটা নিলেন। বেরিয়ে এলেন। মনোজ দরজা পর্যন্ত এগিয়ে এল। তারপর বলল-
‘বোস তোমার কাছে আর যায়নি তো?’
‘না, কেন?’
‘আমি ওকে বারণ করেছি।’
‘ও এলে আমি ঢুকতে দেব ভেবেছ বাড়িতে? বাজে কথা বলে আজেবাজে কথা বলে চলে যায় শুধু! এখন সন্ধ্যা হয়েছে। সবিতাকে সব আজে-তীর্থবাবু বেরিয়ে এলেন,
নাকি সকাল? রাস্তায় কাতারে কাতারে লোক।
নাকি জনশূন্য পথ।
নির্জন পথ-মেঘাবৃতা রজনী・・・ঝড় ঝঞ্চা-জয়সিংহ ছুরিতে শাণ দিচ্ছে। রবীন্দ্রনাথের বইয়ের ঐ বর্ণনাটা তীর্থবাবুর খুব ভাল লাগত।
দীপঙ্করের পাঠ্য ছিল ‘রাজর্ষি’।
তীর্থবাবু বুঝতে পারলেন তাঁর চোখ দিয়ে জল পড়ছে টপটপ করে।
সন্তানরা এখন ঘাতক, ঘাতক ওরা। পিতামাতাদের নিয়ত হত্যা করে থাকে। তীর্থবাবু ওষুধের শিশিটা যত্ন করে নিয়ে যেতে লাগলেন। যেন অলিম্পিকের পবিত্র অগ্নিশিখা নিয়ে যাচ্ছেন।
আজ রাতে শুয়ে শুয়ে তীর্থবাবু সেই স্বপ্নটা আবার দেখলেন। শুয়ে দেখলেন চৌরঙ্গী রোভটার দু’পাশে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই নিশ্চল। পথের দুপাশে বড়ো বড়ো শাদা উদ্দস আলো। পথের মাঝখানটা রক্তাক্ত। সেখানে দাঁড়িয়ে একটি প্রৌঢ়া রমণী আলুলায়িত চুলে বুকে হাত চাপড়ে প্রণীর! প্রবীর! প্রবীর। বলে বিলাপ করছে। মেয়েটিকে দেখেই তীর্থবাবু বুঝতে পারলেন ও পুরাণের সেই জনা।
দূরে- দূরে-ভীষণ প্রান্তরে মরুভূমে- দুরন্ত শ্মশানে-হেথা তোর নাহি স্থান।
দুর্গম কান্তারে, তুষার-মাঝারে, পর্বত-শিখরে চল। চল পাপ রাজ্য ত্যজি, পতি তোর পুত্রঘাতী অরাতির সখা।
চল পুত্র-শোকাতুরা-
রমণীটি আকাশ ফাটিয়ে চেঁচাচ্ছে। এই সময়- ড্রপ ফেলে দাও।
ঘণ্টা বাজাও! বলে কারা চেঁচিয়ে উঠল। কে বলল এটা মাহিস্মতীপুর নয়। চলে যাও।
তৎক্ষণাৎ তীর্থবাবু বলতে গেলেন শী ইজ ইন্ দি রং সিটি। কিন্তু ঘণ্টা বাজতে শুরু করে দিল।
ঘণ্টা বাজছে। ফোন বাজছে।
তীর্থবাবু উঠে বসলেন। টেলিফোন মানুষ রাখে কেন? ভাড়া দিতে জিভ বেরিয়ে যায়, নাভিশ্বাস উঠে যায় যখন?
তীর্থবাবু রিসিভার তুললেন।
‘ফোর সেভেন… নাইন?’
ঠিক ঐ নাম্বারটাই তীর্থবাবুর সামনের টেলিফোনটার গায়ে লেখা আছে। তীর্থবাবু বললেন, ‘নো’।
‘এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়?’
‘নো।’
‘তীর্থবাবু, আমি! বোস। হ্যাঁ সেদিন যা বলেছিলাম। দূরে রেল লাইনের পাশের বড়িটা, হ্যাঁ দীপঙ্করের। ডায়েড অফ ইনজিওরিস। আপনি তো এলেন না। বডি হ্যাজ বীন ক্রিমেটেড। হালো। শুনতে পাচ্ছেন?’
‘না।’
‘এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়।’ 

‘না।’
‘এটা ফোর সেভেন নাইন নয়?’
‘না, রং নাম্বার।’
তীর্থবাবু ফোন নামিয়ে রাখলেন। কী ভেবে রিসিভারটাই নামিয়ে রাখলেন। তারপর বিছানায় ফিরে গেলেন। স্বপ্নটা আবার দেখতে হবে। যেমন করে হোক আরেকবার দেখতে হবে। স্বপ্ন দেখে তবে তীৰ্থবাৰু জানতে পারবেন কেমন করে উন্মাদিনী জনা রং সিটি থেকে পালিয়ে গেল। স্বপ্ন ছাড়া তীর্থগাবুর হাতে আর কিছুই নেই আজ। জেগে জেগে কলকাতার পথ ঘুরলে একটাও বেরোবার পথ দেখতে পান না তীর্থবাবু। এখন তাঁকে জনার পেছন পেছন যেতে হবে। প্রবীরের মৃত্যুর পর প্রবীরের বাপ থেকে সবাই যখন ঘাতকদের নিয়ে বিজয়োৎসব করছিল, একা জনাই পালিয়ে গিয়েছিল।
তীর্থবাবু ঘুমিয়ে পড়লেন। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

রং নাম্বার । মহাশ্বেতা দেবী

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top