উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা MCQ TEST 5

আসন্ন উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সিলেবাস অনুসারে 40 নম্বরের আরেকটি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা MCQ TEST 5 প্রদান করা হলো। এই মক টেস্টটি প্রদান করে Submit অপশনে ক্লিক/টাচ করলে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর, কোন প্রশ্নের উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তরই বা কি তা সব কিছুই দেখে নিতে পারবে। আশাকরি এই মক টেস্টটি দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয়ে উঠবে। আমাদের ওয়েবসাইটে ইতিপূর্বেই এমনই আরো অনেক MOCK TEST প্রদান করা হয়েছে। সমস্ত মক টেস্টের উত্তর শিক্ষার্থীরা আমাদের CLASS NOTES বিভাগেও পেয়ে যাবে। 

1. 
'থিসরাস' হল একটি -

2. 
জুতো পরে, _______ সঙ্গে নিয়ে নাও...।

3. 
'চার হাত চার চোখ' বলতে বোঝানো হয়েছে -

4. 
কবি শ্রীজাতর 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার সংগ্রহটি প্রথম প্রকাশিত হয়েছিল -

5. 
'প্রাতিষ্ঠানিকতা' যে শিক্ষা দেয় তা হল -

6. 
'তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না' - কী হয়ে ওঠে না?

7. 
ঐতিহাসিক 'শব্দার্থতত্ত্বের ধারাটি প্রবর্তন করেন -

8. 
'দিগ্বিজয়ের রূপকথা' কবিতার স্তবক সংখ্যা -

9. 
দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত, সেটি হল -

10. 
সত্যজিৎ রায়ের প্রথম দুটি ছবি পথের পাঁচালী ও অপরাজিত - র সংগীত পরিচালক ছিলেন -

11. 
কাদম্বিনী বসু কোথায় প্রথম চিকিৎসকরূপে নিযুক্ত হন?

12. 
'অন্ধকার লেখাগুচ্ছ' পাঠ্য কবিতাটি কত সংখ্যক -

13. 
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন -

14. 
'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে উল্লিখিত নাড়ির সংখ্যা -

15. 
পত্রবাহক ভৃত্যটি জয়রাম মোক্তারের চিঠিখানি কাকে দিয়েছিল?

16. 
'শুনে তার হাত পা স্থির'- কী শুনে?

17. 
মুখুয্যে মশায়ের গায়ের রঙ আর একটু পরিষ্কার হলে, তাকে বলা যেত -

18. 
LAS -এর পুরো কথাটি কী?

19. 
আশঙ্কাগ্রস্ত দুরপত কাককে কী বলে ডেকেছিল?

20. 
নবনীতা দেবসেন পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন -

21. 
পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে -

22. 
'দারুণ' শব্দের আদি অর্থ -

23. 
নোউকাপথে পদ্মা পার হয়ে জয়রাম মুখুয্যে কীসে চড়েছিলেন?

24. 
মুখের মান্য বাংলার স্বরধনির সংখ্যা -

25. 
উমাচরণ লাহিড়ীর কর্মচারী যা লিখে দিয়ে প্রস্থান করেছিল -

26. 
'সেও যোগাড় হওয়া মুশকিল' - কী জোগাড় হওয়া মুশকিল?

27. 
'ডগমগ' শব্দটির অর্থ হল -

28. 
মাঝিমাল্লাদের গান হল -

29. 
হঁকোটি নামিয়ে ধরে জয়রাম মোক্তার যে স্বরে কথা বলেছিলেন -

30. 
লাঙ্‌-এর নামকরণ কে করেছিলেন?

31. 
স্বামীজী যে ভাষাকে গদাই-লস্করি চাল বলেছেন -

32. 
কবির মতে ধর্মের পথে যা রয়েছে -

33. 
মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন -

34. 
যে পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্রটি লিখেছিলেন -

35. 
দেবী মারীয়াই-এর গলায় রয়েছে একটি -

36. 
নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলনের নাম হল -

37. 
চলিত ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই'ই আছে - কথাটি

38. 
বাংলা ভাষায় রচিত প্রথমসাময়িক পত্র কোনটি?

39. 
কুস্তিগির গোবরবাবুর আসল নাম কী ?

40. 
আদরিনী গল্পটি শুরু হয় যে বারে -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top