কার্যকারণ সম্পর্ক MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার দর্শন
এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে কার্যকারণ সম্পর্ক MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার দর্শন প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার দর্শন (Philosophy) বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার দর্শন (Third Semester Philosophy) পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয়ে উঠবে। এছাড়াও শিক্ষার্থীদের অনুশীলনের জন্য এখানে MCQ MOCK TEST -এর লিঙ্কও প্রদান করা হলো।
কার্যকারণ সম্পর্ক MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার দর্শন :
১) কার্যকে বলা হয় – সৃষ্টি
২) দৃষ্টিবাদী মতে কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন – ঘটনা
৩) “কারণ ও কার্যের সম্বন্ধ হল সহ অবস্থিতির সম্বন্ধ।” – উক্তিটি কার ? – হিউম
৪) কার্যকারণ সম্বন্ধ বিষয়ক ইউয়িং এর গ্রন্থটির নাম কি ? – The Fundamental Questions of Philosophy
৫) “কার্যকারণ সম্পর্ক পৌনঃপুনিক সম্পর্ক” – উক্তিটি কার ? – হিউম
৬) কারণ কি ? – যার জন্য কোন কিছু ঘটে তাই হলো কারণ
৭) কারণ হলো কার্যের সমান” – কে একথা বলেছেন ? – কার্ভেথ রিড
৮) লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কি ? – অকালিক
৯) কার্যকারণের ধারণা হলো সহজাত – কারা একথা বলেন ? – বুদ্ধিবাদীরা
১০) কারণ কার্যকে প্রসক্ত করে – উক্তিটি কার ? – বুদ্ধিবাদীদের
১১) প্রসক্তি সম্পর্ক কে বলা হয় – যৌক্তিক সম্পর্ক
১২) বুদ্ধিবাদীদের কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কি ? – প্রসক্তিতত্ত্ব
১৩) কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা – একথা কে বলেছেন ? – ইউয়িং
১৪) কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন ? – বার্কলে
১৫) শক্তির ধারণা কাল্পনিক – কে এ কথা বলেছেন ? – হিউম
১৬) “আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়।” – উক্তিটি – হিউমের
১৭) ‘অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোন জ্ঞান হয় না।’ – একথা বলেছেন – হিউম
১৮) উদ্দেশ্য মূলক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন – ভাববাদী দার্শনিক
১৯) কোন দার্শনিকের মতে, কার্যকারণ সম্বন্ধের ভিত্তি অভিজ্ঞতা ? – কান্ট
২০) কারণ হলো কার্যের – পূর্ববর্তী ঘটনা
২১) কার্য হলো কারণের – পরবর্তী ঘটনা
২২) কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মত কে বলা হয় ? – লৌকিকবাদ
২৩) লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান ? – অবশ্যম্ভব
২৪) “কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে” – কারা একথা বলেন ? – লৌকিকবাদিগণ
২৫) যান্ত্রিক কার্যকারণবাদে বিশ্বাসী হলেন – জড়বাদী দার্শনিক
২৬) “কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতসিদ্ধ জ্ঞান নয়” – উক্তিটি কার ? – হিউম
২৭) সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে ? – হিউম
২৮) কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় ? – সতত সংযোগবাদী
২৯) সতত সংযোগতত্ত্বের অপর নাম কি ? – নিয়তসংযোগতত্ত্ব
৩০) “কার্যকারণ সম্বন্ধ হল কালিক পৌর্বাপর্য সম্বন্ধ।” – উক্তিটির বক্তা – হিউম
৩১) কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কি ? – কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে
৩২) হিউমের সতত সংযোগতত্ত্ব হলো যুক্তিহীন – একথা বলেছেন – হোয়াইটহেড
৩৩) বর্তমান কালের কোন দার্শনিক হিউমের মতবাদকে খন্ড করেছেন ? – রাসেল
৩৪) জলপান করা ও তৃষ্ণা নিবারণ হওয়ার মধ্যে কি সম্পর্ক ? – কার্যকারণ সম্পর্ক
৩৫) কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন – মিল ও বেইন
৩৬) কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধ কে বুদ্ধির আকার বলেছেন ? – কান্ট
৩৭) কান্ট বলেন কার্যকারণ মূলক বাক্য হল – পূর্বতসিদ্ধ
৩৮) প্রসক্তি তত্ত্বের একজন সমর্থকের নাম লেখ ? – দেকার্ত
৩৯) কার্য কি ? – যা কিছু ঘটে তাই হলো কার্য
৪০) হিউমের মতে কারণ হলো কার্যের – পূর্ববর্তী
৪১) কারণকে বলা হয় – স্রষ্টা
৪২) হিউমের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল – বাহ্যিক সম্পর্ক
৪৩) “ভোরের স্বপ্ন সত্যি হয়।” – দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ কি ? – আকস্মিক
৪৪) কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা কে ? – ইউয়িং
৪৫) “কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র।” – একথা বলেছেন – হিউম