একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) । Class Eleven Second Semester Pol Science Question Paper (SET 2)
যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) (Class Eleven Second Semester Pol Science Question Paper) প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) :
বিভাগ- ক
ক) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (২*৫=১০)
১) স্বাধীনতার রক্ষাকবচগুলি কী কী?
২) জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
৩) কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য লেখো।
৪) মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য লেখো।
৫) সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো।
বিভাগ- খ
খ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (৪*৩=১২)
১) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি লেখো।
২) ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধিনতার অধিকারটি আলোচনা করো।
৩) নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা করো।
বিভাগ-গ
গ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (৬*৩=১৮)
১) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
২) প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? এরূপ গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
৩) নেতাজি-র জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো।