উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) । H.S Forth Semester Pol Science Question Paper (Set 2)
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ডেমো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ২) :
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Type – 1) ২*৫=১০
১) ‘Politics Among Nations’ গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
২) কিচেন ক্যাবিনেট কী? অথবা, বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়?
৩) ইউরোপীয় পার্লামেন্ট কী?
৪) চিপকো আন্দোলনের দুজন নেতৃত্বের নাম লেখো। এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
৫) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎসের নাম লেখো।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Type – 2) ৩*৪=১২
১) ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত যে-কোনো চারটি সংস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা, সার্কের যে-কোনো চারটি সাফল্য বর্ণনা করো।
২) ভারতে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা আলোচনা করো।
৩) জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ করো।
ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর ৩*৬=১৮
১) আন্তর্জাতিক সম্পর্কের মার্কসীয় তত্ত্বের বৈশিষত্যগুলি আলোচনা করো। অথবা, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো।
২) বিশ্বায়নের কারণগুলি আলোচনা করো।
৩) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। অথবা, ভারতীয় বিচারব্যবস্থায় জনস্বার্থ বিষয়ক মামলা সম্পর্কে আলোচনা করো।