class-ten-history-test-question

দশম শ্রেণির টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Ten Test History Question

দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Ten Test History Question প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ইতিহাস টেস্ট প্রশ্নপত্র বা Class Ten History Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির টেস্ট ইতিহাস (Class Ten Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির টেস্ট ইতিহাস প্রশ্ন : 

 

শ্রেণিঃ দশম  বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘন্টা ১৫ মিনিট

বিভাগ – ‘ক’

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ২০*১=২০ 

১.১) ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন— ক) ফরাসিরা খ) পোর্তুগিজরা গ) ওলন্দাজরা ঘ) ইংরেজরা

১.২) বিপিনচন্দ্র পাল লিখেছেন— ক) জীবনস্মৃতি খ) এ নেশন ইন মেকিং গ) আনন্দমঠ ঘ) সত্তর বৎসর

১.৩) ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন— ক) কৃষ্ণচন্দ্র মজুমদার খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ গ) উমেশচন্দ্র দত্ত ঘ) শিশির কুমার ঘোষ

১.৪) সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয়— ক) 1713 খ্রিস্টাব্দে খ) 1913 খ্রিস্টাব্দে গ) 1813 খ্রিস্টাব্দে ঘ) 1823 খ্রিস্টাব্দে

১.৫) নববিধান প্রতিষ্ঠা করেছিলেন— ক) কেশব চন্দ্র সেন খ) স্বামী বিবেকানন্দ গ) মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ) দয়ানন্দ সরস্বতী

১.৬) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন— ক) চুয়াড় বিদ্রোহ খ) মুন্ডা বিদ্রোহ গ) কোল বিদ্রোহ ঘ) সাঁওতাল হুল

১.৭) 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়— ক) চারটি স্তরে খ) দুটি স্তরে গ) পাঁচটি স্তরে ঘ) তিনটি স্তরে

১.৮) 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন— ক) সুভাষচন্দ্র বসু খ) বি ডি সাভারকার গ) জওহরলাল নেহেরু ঘ) রাসবিহারী বসু

১.৯) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল— ক) ভারত সভা খ) ভারতের জাতীয় কংগ্রেস গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা ঘ) লন্ডন হোল্ডার্স সোসাইটি

১.১০) ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন— ক) অবনীন্দ্রনাথ ঠাকুর খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ) নন্দলাল বসু

১.১১) ভারতে ‘হাফ টোন’ পদ্ধতি প্রবর্তন করেন— ক) সুকুমার রায় খ) পঞ্চানন কর্মকার গ) চার্লস উইলকিন্স ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১.১২) বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন— ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) স্বামী বিবেকানন্দ গ) দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১.১৩) ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন— ক) মাদারি পাসি খ) ডঃ আম্বেদকর গ) বাবা রামচন্দ্র ঘ) মহাত্মা গান্ধী

১.১৪) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল— ক) 1920 খ্রিস্টাব্দে খ) 1917খ্রিস্টাব্দে গ) 1927খ্রিস্টাব্দে ঘ) 1929খ্রিস্টাব্দে

১.১৫) বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল— ক) পাঞ্জাবে খ) মাদ্রাজে গ) বোম্বাই-এ ঘ) গুজরাটে

১.১৬) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল— ক) 1904 খ্রিস্টাব্দে খ) 1911 খ্রিস্টাব্দে গ) 1906 খ্রিস্টাব্দে ঘ) 1905 খ্রিস্টাব্দে

১.১৭) মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে— ক) তমলুক খ) সুতাহাটা গ) বরিশালা ঘ) পুরুলিয়া

১.১৮) দিপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন— ক) বাসন্তী দেবী খ) বীণা দাস গ) লীলা নাগ (রায়)ঘ) কল্পনা দত্ত

১.১৯) ভারতের ‘লৌহমানব’ বলা হয়— ক) মোহাত্মা গান্ধীকে খ) রাজেন্দ্র প্রসাদ কে গ) মোহম্মদ আলি জিন্নাহকে ঘ) সর্দার বল্লভভাই প্যাটেলকে

১.২০) ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন— ক) ভি পি মেনন খ) খুশবন্ত সিং গ) সলমন রুশদি ঘ) জওহরলাল নেহেরু

 

বিভাগ – ‘খ’

২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও)ঃ ১৬*১=১৬ 

উপবিভাগঃ ২.১ 

একটি বাক্যে উত্তর দাওঃ 

২.১.১) ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

২.১.২) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

২.১.৩) বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয় ?

২.১.৪) ‘উলগুলান’ বলতে কী বোঝায় ?

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১) শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

২.২.২) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

২.২.৩) ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে সমাজকে সমর্থন করেছিলেন।

২.২.৪) গান্ধীজি ও ডঃ আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মেলাও :

ক -‘স্তম্ভ’খ -‘স্তম্ভ’
(২.৩.১) অরবিন্দ ঘোষ(১) আজান্দ হিন্দ ফৌজ
(২.৩.২) তারকনাথ পালিত(২) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
(২.৩.৩) নবগোপাল মিত্র(৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
(২.৩.৪) রসিদ আলী(৪) হিন্দু মেলা

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো ও নাম লেখো :
২.৪.১) সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.২) নীল বিদ্রোহের একটি কেন্দ্র।
২.৪.৩) দেশীয় রাজ্য হায়দরাবাদ।
২.৪.৪) পুনর্গঠিত রাজ্য গুজরাট।

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো :

২.৫.১) বিবৃতি : ‘একা’আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি শ্রমিক আন্দোলন

২.৫.২) বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

২.৫.৩) বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
ব্যাখ্যা ১ : বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।
ব্যাখ্যা ২ : তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।
ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

২.৫.৪) বিবৃতি : ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১ : কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২ : কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

 

বিভাগ – ‘গ’

৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১ টি) : ১১*২=২২ 

৩.১) সামাজিক ইতিহাস কী ?

৩.২) ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী ?

৩.৩) বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।

৩.৪) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?

৩.৫) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ?

৩.৬) নীলকরেরা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।

৩.৭) উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন ?

৩.৮) ‘আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ?

৩.৯) উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’এর ভূমিকা কী ছিল ?

৩.১০) ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

৩.১১) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ?

৩.১২) ‘ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি’কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

৩.১৩) রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল ?

৩.১৪) দলিত কাদের বলা হয় ?

৩.১৫) রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায় ?

৩.১৬) ১৯৫০ খ্রিস্টাব্দে কেন নেহেরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষর হয়েছিল ?

 

বিভাগ – ‘ঘ’

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) : ৬×৪=২৪

উপবিভাগ : ঘ.১

৪.১) ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব ব্যাখ্যা করো।

৪.২) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।

 

উপবিভাগ : ঘ.২

৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

৪.৪) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ?

 

উপবিভাগ : ঘ.৩

৪.৫) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

৪.৬) টীকা লেখোঃ বারদৌলি সত্যাগ্রহ।

 

উপবিভাগ : ঘ.৪

৪.৭) হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?

৪.৮) টীকা লেখোঃ কাশ্মীর সমস্যা।

 

বিভাগ – ‘ঙ’

৫) পনেরো বা ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৮=৮ 

৫.১) শ্রীরামকৃষ্ণের সমন্বয়বাদী মতাদর্শকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ ব্যাখ্যা করো।

৫.২) রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কীভাবে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিল তা ব্যাখ্যা করো।

৫.৩) ভারতছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস্পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির টেস্ট ইতিহাস প্রশ্ন

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top