class-ten-history-test-question

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র

নবম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Nine History Third Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস (Class Nine Third Unit Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণিঃ নবম  বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘণ্টা ১৫ মিনিট 

বিভাগ– ‘

1) সঠিক উত্তরটি খুঁজে লেখোঃ ১*২০=২০ 

(i) ওয়েলিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) 1941 খ্রিঃ (b) 1942 খ্রিঃ (c) 1943 খ্রিঃ (d) 1944 খ্রিঃ।

(ii) ‘আটলান্টিক সনদ’ ঘোষণা করেন – (a) স্ট্যালিন ও চার্চিল (b) রুজডেন্ট ও চার্চিল (c) কোকিআন্নান ও চার্চিল (d) এরিখ ড্রমন্ড ও চার্চিল।

(iii) ‘কোড নেপোলিয়নে’র ধারার সংখ্য ছিল – (a) 2000 টি (b) 2003 টি (c) 2050 টি (d) 2287 টি।

(iv) পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটে – (a) 1809 খ্রিঃ (b) 1806 খ্রিঃ (c) 1810 খ্রিঃ (d) 1805 খ্রিঃ।

(v) বলশেভিকদের নেতৃত্বে কাদের দাবিতে ধর্মঘট শুরু হয় – (a) পেট্রোগাড শহরে (b) আলসাসে (c) অস্ট্রিয়াতে (d) মরক্কোয়।

(vi) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা – (a) 5   (b) 6   (c) 12   (d) 15

(vi) নেপোলিয়ন সারাজীবনের মত কনসালে পদে নিযুক্ত হন – (a) 1800 খ্রিঃ (b) 1602 খ্রিঃ (c) 1804 খ্রিঃ (d) 1807 খ্রিঃ।

(vi) নিহিলস্টদের আন্দোলন পরবর্তী সময়ে রূপান্তরিত হয় – (a) নারদনিক আন্দোলন (b) সাম্যবাদী আন্দোলন (c) পুঁজিবাদী আন্দোলন (d) উগ্রজাতীয়তাবাদী আন্দোলন।

(ix) দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন -(a) 1939 খ্রিঃ (b) 1940 খ্রিঃ (c) 1941 খ্রিঃ (d) 1942 খ্রিঃ।

(x) নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন – (a) ট্রাফালগারের যুদ্ধে (b) ওয়াটারলুর যুদ্ধে (c) নীলনদের যুদ্ধে (d) স্যালামাংকার যুদ্ধে।

(xi) ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় – (a) 1021 খ্রিঃ (b) 1919 খ্রিঃ (c) 1925 খ্রিঃ (d) 1918 খ্রিঃ।

(xii) ‘ফ্যাসেস’ কথার অর্থ হল -(a) সততা (b) শক্তি (c) নিয়মানুবর্তিতা (d) নিষ্ঠা।

(xiii) নেপোলিয়ন ইউরোপকে কার হাত থেকে মুক্ত করেন ? – (a) গণতন্ত্র (b) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র (c) সামন্ততন্ত্র (d) গণতন্ত্র।

(xiv) আনশ্লুস কথার অর্থ কী ? – (a) নিবিড় মৈত্রী (b) বৃহত্তর সাম্রাজ্য (c) বসবাসের স্থান (d) প্রভু জাতি।

(xv) ফ্রান্সের মার্শাল পেতা সরকারের রাজধানী ছিল – (a) ভিটি (b) প্যারিস (c) লিয় (d) বোর্দো।

(xvi) আমেরিকার ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতির মূল উদ্দেশ্য হল – (a) গণতন্ত্রকে রক্ষা করা (b) কুটনীতিতে মত দেওয়া (c) অস্ত্র সরবরাহ করা (d) অস্ত্র সরবরাহ না করা।

(xvii) ফ্রান্সের সঙ্গে ‘ক্যাম্পো ফর্মিও’-এর সন্ধি স্বাক্ষরিত হয় – (a) অস্ট্রিয়া (b) এশিয়া (c) রাশিয়া (d) ইংল্যান্ড।

(xviii) আর্ন্তজাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর হল – (a) ওয়াশিংটন (b) নিউইয়র্ক (c) বোস্টন (d) প্যারিশ।

(xix) ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির লেখক হলেন – (a) দাস্তে (b) রুশো (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) অতীন বন্দোপাধ্যায়।

(xx) ‘ফরাসি সমাজের বাইবেল’ নামে পরিচিত ছিলেন – (a) শার্লামেন (b) মেটারনিখ (c) নেপোলিয়ন (d) চার্লস মেটাল।

(xxi) জাতি সংঘের প্রধান উদ্দেশ্য ছিল – (a) যুদ্ধ বন্ধ করা (b) যুদ্ধ চালু করা (c) বিশ্বশান্তি প্রতিষ্ঠা (d) চিনকে ধ্বংস করা।

 

বিভাগ– ‘

2) বামদিকের স্তম্ভএর সাথে ডানদিকের স্তম্ভ মেলাওঃ ১*৫=৫ 

বামস্তম্ভডানস্তম্ভ
ক) কোফি আন্নান১) এলবাদ্বীপ
খ) নারোদ২) লিটিলবয়
গ) নেপোলিয়ান৩) হনলুলু
ঘ) হিরোশিমা৪) জনসাধারণ
ঙ) পার্ল হারবার৫) ঘানা

 

3) শূন্যস্থান পূরণ করোঃ ১*৫=৫ 

(ক) বলশেভিক দলের মুখপাত্রের নাম ___________।

(খ) বিশ্বে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় __________।

(গ) নেপোলিয়ন ফ্রান্সে _____________ নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

(ঘ) ____________ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত।

(ঙ) কমিউনিস্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ____________।

 

4) সত্য / মিথ্যা নির্ণয় করোঃ ১*৫=৫ 

(ক) নেপোলিয়ন প্রতিষ্ঠা করেন ব্যাঙ্ক অফ ঠাপ।

(খ) এপ্রিল বিসিসকে বলা হয় নাৎসিম্বলের বাইবেল।

(গ) হিটলার মিউনিখ চুক্তিতে জানান যে, সুযেতন অঞ্চলই ইউরোপের কাছে তার শেষ দাবি।

(ঘ) লিগ অব নেশনস্’-এর প্রধান অঙ্গ ছিল ৫টি।

(ঙ) কার্লমার্কস বার্লিন ডিক্রি জারী করেন।

 

5) একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি) ১*৫=৫ 

(ক) কমিন্টার্ন বিরোধী চুক্তির উদ্দেশ্য কী ছিল ?

(খ) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?

(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে ‘মিত্রশক্তি’ গঠিত হয়?

(ঘ) সিজালপাইন প্রজাতন্ত্রের পরের নাম কী ?

(ঙ) লিগ অব নেশনস-এর প্রথম মহাসচিব কে ছিলেন ?

(চ) পোড়ামাটি নীতি কী ?

 

6) নীচের প্রশ্নগুলির দুতিনটি বাক্যে উত্তর দাওঃ ২*১০=২০ 

(ক) ‘সামাজিক চুক্তি’ মতবাদ কী ?

(খ) ‘একশ দিনের রাজত্ব’ কী ?

(গ) এপ্রিল থিসিস কী?

(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমানবিক বোমা বিস্ফোরণ হয় ?

(ঙ) জাতি সংঘের মহাসচিবের কাজ কী ?

(চ) কবে, কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয় ?

(ছ) UNICEF কী ?

(জ) ‘ফ্যাক্টরি প্রথা’ কী ?

(ঝ) কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় ?

(ঞ) জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?

 

7) সংক্ষিপ্ত উত্তপ্রভিত্তিক প্রশ্নাবলিঃ (যে কোন পাঁচটি) ৪*৫=২০ 

(ক) ফরাসী বিপ্লবে দার্শনিকদের সত্যিই কী কোনো অবদান ছিল ?

(খ) ‘স্পেনীয় ক্ষত’ নেপোলিয়ানের পতনকে ত্বরান্বিত করেছিল বলা যায় কী ?

(গ) ভার্সাই সন্ধিকে কেন ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয় ?

(ঘ) জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার’ বলা হয় কেন ?

(ঙ) কীভাবে রোম-বার্লিন-টোকিও জোট গড়ে উঠেছিল ?

 

8) নীচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৮=৮ 

(ক) বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল ? 5+3

(খ) সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো। 8

(গ) টীকা লেখোঃ কোড নেপোলিয়ন।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class 9 bengali notes

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top