বারিমন্ডল MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বারিমন্ডল MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ? – টেরোপড
২) নিচের কোন সাগরের লবণতা সবচেয়ে বেশি? – লোহিত সাগর
৩) পিকনোক্লাইন হল – সমুদ্রের অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয়
৪) সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির নাম কী? – সমুদ্রগিরি
৫) সমুদ্রের গভীরতম খাত কোনটি? – মারিয়ানা খাত
৬) সমুদ্রের গভীর সমভূমি কোথায় বেশি দেখা যায়? – গভীর সমুদ্রে
৭) সমুদ্রের উপরিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি – নিরক্ষরেখা অঞ্চলে
৮) সমুদ্রের গভীরতা নির্ণয় কারী যন্ত্রের নাম – ইকোসাউন্ডার
৯) হাইড্রোমিটার যন্ত্র দ্বারা কী মাপা হয়? – ঘনত্ব
১০) গায়ট বলতে বোঝায় – গভীর সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা শীর্ষ দেশ বিশিষ্ট পাহাড়
১১) সমুদ্রের সমান লবণতা যুক্ত স্থান গুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় – আইসোহেলাইন
১২) মধ্য সামুদ্রিক শৈলশিরার উত্তর অংশের নাম – ডলফিন
১৩) মহিসোপান অঞ্চলের গড় গভীরতা – ২০০ মিটার
১৪) সমুদ্র জলের প্রধান লবণ হল – সোডিয়াম ক্লোরাইড
১৫) সমুদ্রজলের ঘনত্ব প্রধানত কোন এককে প্রকাশ করা হয়? – gm/cm³
১৬) ৯০ ডিগ্রী পূর্ব শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত? – ভারত মহাসাগর
১৭) কোন মহাসাগরে সর্বাধিক ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস সঞ্চিত আছে? – প্রশান্ত মহাসাগরে
১৮) নিরক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে জলের গড় উষ্ণতা কত? – 26.7°C
১৯) আইসোবাথ মানে কী? – সমুদ্রের গভীরতা সংযুক্ত রেখা
২০) সুমেরু মহাসাগরের অন্য নাম কী? – আর্কটিক মহাসাগর
২১) সমুদ্র স্রোত সবচেয়ে প্রভাবিত হয় – বায়ু প্রবাহে
২২) ‘স্যালিনোমিটার’ যন্ত্রটি কী পরিমাপ করে? – পানির লবণতা
২৩) “টিলা” বলতে কী বোঝায়? – চ্যাপ্টা শীর্ষ বিশিষ্ট নিমজ্জিত পাহাড়
২৪) সাগরবিজ্ঞান অধ্যয়নের শাখাটিকে কী বলে? – ওশেনোগ্রাফি
২৫) সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয় যেসব অঞ্চলে – যেখানে বাষ্পীভবন বেশি
২৬) বারিমন্ডলের অন্তর্গত নয় – বায়ুমন্ডল
২৭) যে যন্ত্রে সমুদ্রের লবণতা মাপা হয়? – স্যালিনোমিটার
২৮) সমুদ্রগিরির উপরের অংশ যদি সমুদ্রপৃষ্ঠে উঠে আসে, তখন তাকে বলা হয় – দ্বীপ
২৯) সমুদ্র তলদেশের সর্বনিম্ন অংশকে কী বলে? – সামুদ্রিক খাত
৩০) সমুদ্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হল – মহীসোপান
৩১) নিম্নলিখিত কোনটি পলিজাতীয় সিন্ধুকর্দ? – ডায়াটম
৩২) সমুদ্রপৃষ্ঠে সৌর বিকিরণের সর্বোচ্চ শোষণ ঘটে – ইউফোটিক স্তরে
৩৩) সমুদ্রগিরি কী? – সমুদ্রের নিচের আগ্নেয়গিরি
৩৪) অ্যাফোটিক স্তর কী? – সৌররশ্মি প্রবেশে বাধা দেয় এমন সমুদ্রস্তর
৩৫) লোহিত সাগরের লবণতা বেশি কেন? – উচ্চ বাষ্পীভবন ও কম বারিপাতের কারণে
৩৬) ডায়াটম হল – সিলিকা জাতীয়
৩৭) পৃথিবীর উষ্ণতম মহাসাগর কোনটি? – প্রশান্ত মহাসাগর
৩৮) সমুদ্রের গড় লবনতার পরিমাণ (সহস্ত্রাংশে) – ৩৫%
৩৯) সমুদ্রের সবচেয়ে উষ্ণ মহাসাগর কোনটি? – প্রশান্ত মহাসাগর
৪০) হ্যালোক্লাইন স্তর চিহ্নিত করে – লবণতা পরিবর্তন
৪১) “মারিয়ানা খাত” কোথায় অবস্থিত? – প্রশান্ত মহাসাগরে
৪২) সমুদ্রের স্রোত নির্ণয়ের যন্ত্রের নাম – ড্রিফটার
৪৩) সেক্কি ডিস্ক দিয়ে কী মাপা হয়? – স্বচ্ছতা
৪৪) সুনামি সৃষ্টি হয় – সমুদ্রতলীয় ভূমিকম্পে
৪৫) সামুদ্রিক লবণতা সবচেয়ে কম হয় – ধ্রুব অঞ্চলে
৪৬) হ্যালোক্লাইন স্তরে কী ঘটে? – লবণতার দ্রুত পরিবর্তন
৪৭) আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন – রোমান্স খাত























