chitrogrib-question-answers

চিত্রগ্রীব প্রশ্নের উত্তর

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রগ্রীব প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি  অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।

চিত্রগ্রীব প্রশ্নের উত্তর : 

 

১) ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে ?

উঃ ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা Gay Neck, অনুবাদে যার নাম চিত্রগ্রীব— সেই গ্রন্থের চিত্ররূপ আমরা পড়লাম।

২) তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো। 

উঃ ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা অন্য আর-একটি বইয়ের নাম ‘Kari: The Elephant ‘।  

৩) জন্মের কত সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুরু করে ?

উঃ জন্মের পাঁচ সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুর করে। 

৪) ‘চিত্রগ্রীব’ কাহিনিতে কাকে ‘কুঁড়ের সর্দার’ বলা হয়েছে ?

উঃ ‘চিত্রগ্রীব’ রচনায় চিত্রগ্রীবকে তার বাবা ‘কুঁড়ে সর্দার’ বলেছে। 

৫) কার বাবা ‘এক গেরোবাজ’ ছিল ?

উঃ চিত্রগ্রীব নামের এক পায়রার বাবা ছিল গেরোবাজ। 

৬) চিত্রগ্রীবের মায়ের জন্ম কোন্ বংশে ? 

উঃ চিত্রগ্রীবের মায়ের জন্ম ‘হরকরা’ বংশে। 

৭) কথকের বন্ধু হাতিটির কী নাম ছিল ? 

উঃ কথকের বন্ধু হাতিটির নাম ছিল ‘করী’। 

৮) কাকে ‘গাম্ভীর্যের অবতার’ বলা হয়েছে ? 

উঃ চিত্রগ্রীবকে গাম্ভীর্যের অবতার’ বলা হয়েছে। 

৯) কে চিত্রগ্রীবকে ওড়া শেখায় ?

উঃ চিত্রগ্রীবের বাবা তাকে ওড়া শেখায়। 

১০) “আমরা এখনও বুঝি না কীরকম সেই বেতার খবর”— “বেতার খবর বলতে কীসের কথা বোঝানো হয়েছে? কে কীভাবে সেই খবর বুঝতে পারেন ?

উঃ ‘বেতার খবর’ বলতে তারবিহীন খবর বোঝায়। ডিমের মধ্যেকার কুসুম কখন পাখির ছানায় পরিণত হয়েছে- এই তথ্যটি আমরা কেউই জানতে পারি না। একেই লেখক বলেছেন ‘বেতার খবর’। 

চিত্রগ্রীবের মা সেই সংবাদ পান, তার কারণ তিনি স্বাভাবিক প্রবণতার ফলে বুঝতে পেরেছিলেন কখন ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় উপস্থিত। ধারালো ঠোঁট দিয়ে ডিমের খোলার ঠিক জায়গামতো নির্দিষ্ট সময়ে তিনি ঠোকর দিয়েছিলেন এবং এর ফলে ছানা বেরিয়ে এসেছিল।   

১১) চিত্রগ্রীবের চারটি বৈশিষ্ট্য খুঁজে লেখো। 

উঃ চিত্রগ্রীবের চারটি বৈশিষ্ট্য হলো- 

ক) চিত্রগ্রীব অত্যন্ত দুরন্ত ও ছটফটে স্বভাবের পায়রা

খ) সে নিজের চেষ্টায় জল পান করে এবং শিকার ধরা শুরু করে। 

গ) চঞ্চল স্বভাবের হলেও কাজের বেলায় তাকে আলস্য পেয়ে বসে।

ঘ) চিত্রগ্রীবের চরিত্রের আরেকটি বিশেষত্ব হল তার গাম্ভীর্য। সে স্বভাবে গম্ভীর প্রকৃতির পায়রাছানা । 

১২) চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়া চিত্রগ্রীবের বাবা-মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো।

উঃ চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি আমাদের খুব ভালো লাগল এবং আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম। প্রত্যেক পিতামাতাই সন্তানের প্রতি স্নেহশীল থাকেন। চিত্রগ্রীবের বাবা-মাও তার ব্যতিক্রম নন। তারাও চিত্রগ্রীবের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। শিশুকালে যখন অত্যন্ত ছোটো ছিল তখন তাকে খাওয়ানো এবং নিয়ম করে উড়তে শেখানোর মাধ্যমে আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সন্তান বাৎসল্যের পরিচয় লাভ করি। 

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

চিত্রগ্রীব প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?