ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন অনুসরণ করে তাদের ষষ্ঠ শ্রেণির বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। 

ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন :

 

১) ‘অশথ গাছ’কে পথিকজনের ছাতা বলা হয়েছে কেনো?

২) নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে?

৩) ‘আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে’- কবির এমন ভাবনার কারণ কী?

৪) ‘ভরদুপুরে’ কবিতায় গ্রামবাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো।

৫) আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে?

৬) শঙ্কর কীসের স্বপ্ন দেখে?

৭) ‘বিভীষণ দাশ এমু পাখির কথা বলেছিলেন’- গল্পের ‘বিভীষণ দাশ’-এর পরিচয় দাও। এমু পাখি ছাড়া আর কোন পাখির প্রসঙ্গ এসেছে?

৮) এমু পাখির যে বর্ণনা শংকর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো।

৯) ‘এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো?’- অপেরা বলতে কী বোঝ? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেনো?

১০) ‘স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে’- কার স্বপ্নের কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কী জেনেছে?

১১) ‘পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে’ – তখন কীভাবে চলতে হবে?

১২) পাইন গাছ সাধারণৎ কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?

১৩) পাম গাছের বুক বেদনায় ভরা কেনো?

১৪) বরফের দেশের পাইঙ্গাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেনো?

১৫) মন-ভালো-করা রোদ্দুরকে কবি কীসের সংগে তুলনা করেছেন?

১৬) গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও।

১৭) ভাষার প্রয়োজন হয় কেনো?

১৮) ‘তারা স্বভাবতই নীরব’- কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কী?

১৯) ‘এরা তো মানুষেরই জাতভাই’- কাদের মানুষের জাতভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে, তা লেখো।

২০) কবির সঙ্গে ঘাস ফড়িং-এর আত্মীয়তা কীভাবে গড়ে উঠলো?

২১) ঘাস ফড়িং-এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও।

২২) ‘আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ’- কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কী?

২৩) কুমোরে পোকার চেহারাটি কেমন?

২৪) কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়?

২৫) মাকড়শা দেখলেই কুমোরে পোকা কী করে?

২৬) কুমোরে পোকার বাসাবারিটি দেখতে কেমন?

২৭) কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কীভাবে নেয়?

২৮) কুমোরে পোকার বাসা বানানোর প্রকৃয়াটি নিজের ভাষায় লেখো। ‘এইসব অসুবিধার জন্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে’- কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে? 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?