class-eight-first-unit-test-bengali-question-paper

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Seven First Unit Test Bengali Question

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Eight First Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Seven First Unit Test Bengali Question : 

প্রথম ইউনিট টেস্ট

শ্রেণিঃ অষ্টম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা

ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫ 

১)  ‘বোঝাপড়া’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – ক) পত্রপুট খ) ক্ষনিকা গ) শিশু ঘ) নৈবেদ্য 

২) “অদ্ভুত আতিথেয়তা ” গল্পে যার দিক ভ্রম হয়েছিল – ক) মুর সেনাপতি খ) আরব সেনাপতি গ) মুর সেনাপতির বন্ধু ঘ) আরব সেনাপতির বন্ধু 

৩) বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই যা মারা হয় – ক) আঘাত খ) কোদাল গ) কুড়ুল ঘ) শিকল  

৪) চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল – ক) রাত্রি খ) সন্ধ্যা গ) দুপুর ঘ) বিকাল 

৫) ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – ক) গীতাঞ্জলি খ) লিপিকা গ) পত্রপুট ঘ) ক্ষণিকা 

৬) জানালা > জানলা হয়েছে যে কারণে – ক) মধ্যস্বরলোপ খ) অপিনিহিতি গ) অভিশ্রুতি ঘ) স্বরসঙ্গতি 

 

খ) দু-একটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫ 

১) ‘জগতে একটা কীর্তি রেখে যেতে চাই।’- বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান ?

২) “রাজার প্রতি রাজার আচরণ” – উদ্ধৃতাংশের বক্তা কে ? 

৩) বোঝাপড়া কবিতায় কবি মনকে কী বলতে চেয়েছেন ?  

৪) সবুজ জামা আসলে কী ? 

৫) ‘উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল।’- উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে ?

৬) বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ? 

 

গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*২=১০ 

১) বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল ? তা বাতিল হল কেন ? 

২) ‘সেইটে সবার চেয়ে শ্রেয়।’- উদ্ধৃত অংশটি কোন’ কবিতা থেকে নেওয়া হয়েছে ? কোন্ টি সবার চেয়ে শ্রেয় ? 

৩) ‘সন্দিহান চিত্তে শয়ন করিলেন।’ — এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে ? তাঁর মনের এই সন্দেহের কারণ কী ? 

৪) ‘গুপ্তচর!’ – কাকে, কেন গুপ্তচর বলা হয়েছে? 

৫) ‘আলেম’ শব্দের অর্থ কী ? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন ? 

৬) মাইকেল মধুসূদন দত্ত যে তিনজন ব্যক্তিকে চিঠি লিখেছিলেন তাদের প্রত্যেকের পুরো নাম লেখো। 

 

ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫ 

১) কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু কী দেখে সবথেকে বেশি অবাক হয়েছিল ? 

২) মহাভারতে কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে ? 

৩) অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল ? 

৪) “অপু মাঝে মাঝে সেই দিকে চাইয়া দেখিত” কোন দিকে চেয়ে দেখত ? 

৫) ‘পথের পাঁচালি’ উপন্যাসে অপুর মায়ের নাম কী ? 

৬) অপুর বইয়ের দপ্তরে কী কী বই ছিল? 

 

ঙ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫ 

১) মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? 

২) স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে ? উদাহরণ দাও।

৩) ‘বোঝাপড়া’ শব্দটি দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো।

৪) ‘একাই একশো’ প্রবাদটির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। 

৫) ‘গড্ডলিকা প্রবাহ’ প্রবাদটির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো।  

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অষ্টম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

Class Eight Question Sets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top