অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (Class Eight Third Unit Test Geography Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৭০ নম্বরের ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ অষ্টম শ্রেণি বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৭০ সময়ঃ ২ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০
১.১) ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে – (লাভা / ম্যাগমা / পাইরোেক্লাস্ট / ফিউমারোল) বলে।
১.২) প্রস্তরময় পাললিক শিলা হল – (বেলেপাথর / কাদাপাথর / কংগ্লোমারেট / অভ্র)।
১.৩) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় – (হ্যারিকেন / সাইক্লোন / টর্নেডো / টাইফুন) নামে পরিচিত।
১.৪) ‘Bumpy Cloud’ বলা হয় – (অল্টোস্ট্র্যাটাস / স্ট্র্যাটোকিউমুলাস / স্ট্র্যাটাস / সিরোকিউমুলাস) মেঘকে।
১.৫) তুন্দ্রা জলবায়ু অঞ্চলের গ্রিনল্যাণ্ডে – (স্যামোয়েদ / ইয়াকুব / ফিন / এস্কিমো) উপজাতির মানুষ বসবাস করে।
১.৬) ‘ফলের ঝুড়ি’ বলা হয় – (ভূমধ্যসাগরীয় / নিরক্ষীয় / তুন্দ্রা / মৌসুমী) জলবায়ু অঞ্চলকে।
১.৭) ভোপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল – (1986 / 1984 / 2011 / 1987) সালে।
১.৮) পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস হল পরিবেশের – (দূষণ / অবনমন / দুর্যোগ / বিপর্যয়)।
১.৯) ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল – (মাউন্ট কোসিয়াস্কো / মাউন্ট উইলহেলম / মাউন্ট কুক / অ্যাকোনকাগুয়া)।
১.১০) মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি হল— (প্রবাল / আগ্নেয় / মহাদেশীয় / মহাসাগরীয়) দ্বীপ।
২) নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
ক) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখোঃ (যে-কোন পাঁচটি) : ১*৫=৫
i) কেন্দ্রমণ্ডলকে ‘নিফে’ বলা হয়।
ii) ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
iii) রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায়।
iv) জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন।
v) পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র।
vi) চিপকো আন্দোলন 1972 সালে সংঘটিত হয়।
খ) শূণ্যস্থান পূরণ করো : (যে কোন পাঁচটি) : ১*৫=৫
i) ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে …………………………. বিযুক্তিরেখা।
ii) পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে …………………………. পাতসীমানা বলে।
ⅲ) 40° দক্ষিণ অক্ষরেখা বরাবার পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে …………………………. বলে।
iv) রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে …………………………. বলে।
v) ম্যাগমা ভূ-অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে …………………………. শিলা।
vi) গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ সাধারণত …………………………. হয়।
গ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন দশটি) : ১*১০=১০
i) ভূমিকম্পের কোন্ তরঙ্গ ভূ-অভ্যন্তরের কঠিন, তরল যেকোন মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে ?
ii) প্যানথালাসা কী ?
iii) দুটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও।
iv) গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল খনিজ উপাদানের নাম লেখো।
v) ‘আ-আ’ কী ?
vi) দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কী নামে পরিচিত ?
vii) যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কী বলা হয় ?
viii) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একই অক্ষাংশে শীতকালে কোন্ বায়ুর প্রভাবে বৃষ্টি হয় ?
ix) WHO-এর পুরো নাম লেখো।
x) পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি ?
xi) মারে-ডালিং অববাহিকার প্রধান শহর ও বাণিজ্যকেন্দ্রের নাম লেখো।
ঘ) স্তম্ভ মেলাওঃ ১*৫=৫
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| i) রূপোর শহর | a) ডেট্রয়েট |
| ii) দুগ্ধ শিল্প | b) ব্রোকেনহিল |
| iii) ল্যানোস সমভূমি | c) বাফেলো |
| iv) বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র | d) করডোবা |
| v) বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র | e) ওরিনোকো নদী অববাহিকায় |
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন চারটি) : ২*৪=৮
৩.১) অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে ?
৩.২) সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণসহ লেখো।
৩.৩) পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো।
৩.৪) আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কীরকম ?
৩.৫) শিশির কাকে বলে ?
৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (যে কোনো চারটি) ৩*৪=১২
৪.১) অশ্ব-অক্ষাংশ কাকে বলে ?
৪.২) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো।
৪.৩) পশ্চিমাবায়ুর প্রবাহপথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন ?
৪.৪) হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে ? ‘আর্থ সামিট’ কবে হয়েছিল ?
৪.৫) পরিবেশ অবনমনের প্রভাব বা ফলাফলগুলি লেখো।
৪.৬) মারে-ডার্লিং অববাহিকার নদ-নদীর বর্ণনা দাও।
৫) নীচের যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*৫=১৫
৫.১) মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থ-সামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো।
৫.২) উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোন্ টি ? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তনগুলি উল্লেখ করো। 1+4
৫.৩) সাম্প্রতিক উদাহরণসহ ভারতের পরিবেশ অবনমনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৪) ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো।
৫.৫) নিউজিল্যান্ডের ভূ-প্রকৃতি আলোচনা করো।























