class-eleven-education-question-second-semester

একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন (দ্বিতীয় সেমিস্টার)

যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন (দ্বিতীয় সেমিস্টার) প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।

একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন (দ্বিতীয় সেমিস্টার) : 

 

1. নিম্নলিখিত যে-কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)              10×2=20
(a) বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো। 
অথবা, বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
(b) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো।
অথবা,পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো ? বৈদিক যুগের শিক্ষার পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 
2. নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                               5×2=10
(a) থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র তিনটি লেখো। শিক্ষাক্ষেত্রে যে-কোনো দুটি মূলসূত্রের গুরুত্ব আলোচনা করো। 
অথবা,পর্যবেক্ষণ পদ্ধতি কী ? এর শ্রেণিবিভাগগুলি উল্লেখ করো। বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও। 
(b) বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো। 
অথবা, সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                                    2×5=10
(a) চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী ? অবচেতন স্তর কাকে বলে ?
অথবা, বংশগতির জনক কাকে বলা হয় ? জিন কী ?
(b) কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে ? কিন্ডারগার্টেন পদ্ধতিতে ‘চারাগাছ ও মালি’ কারা ?
(c) কোন্ বয়সকালকে, কেন ‘Gang Age’ বলা হয় ?
অথবা, ‘কাসা-দাই-বামবিনি’ কী ? মন্তেসরি পদ্ধতিতে পরিচালিকা কারা ?
(d) মেকলে মিনিট কী ? শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কী বলেছেন ?
অথবা, বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কী বলা হত ? সমাবর্তন কী ?
(e)  নর্ম্যাল স্কুল কী ? নর্ম্যাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ? 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্ন (দ্বিতীয় সেমিস্টার)

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?