class-eleven-first-semester-pol-science-question-paper

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র । Class Eleven First Semester Pol Science Question Paper

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র । Class Eleven First Semester Pol Science Question Paper  প্রদান করা হলো। এই ডেমো প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্ন কেমন আসতে পারে সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নগুলির সাথে তাদের উত্তরও প্রদান করা হলো। শিক্ষার্থীরা এমনই আরো অনেক প্রশ্ন ও উত্তর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের সকল আপডেটগুলি দেখতে নিয়মিত ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র । Class Eleven First Semester Pol Science Question Paper : 

 

শ্রেণিঃ একাদশ (প্রথম সেমিস্টার)  বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান 

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট 

১) ‘এ গ্রামার অফ পলিটিকস’ গ্রন্থের রচয়িতার নাম হল –

(ক) সক্রেটিস
(খ) রবার্ট ডাল
(গ) ল্যাস্কি
(ঘ) আলেকজান্ডার 
উত্তর : (গ) ল্যাস্কি
২) “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।” – একথা বলেছেন 

(ক) গার্নার
(খ) লেনিন
(গ) সক্রেটিস
(ঘ) প্লেটো
উত্তর : (ক) গার্নার
৩) রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছিল –

(ক) প্রাচীন গ্রিসে 
(খ) প্রাচীন রোমে
(গ) প্রাচীন ভারতে 
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) প্রাচীন গ্রিসে
৪) ডেভিড ইস্টন ছিলেন __________ রাষ্ট্রবিজ্ঞানী। 

(ক) মার্কসবাদী
(খ) আচরণবাদী
(গ) দৃষ্টিহীন
(ঘ) উদারবাদী
উত্তর : (খ) আচরণবাদী
৫) ‘রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র’- এই কথাটি বলেছেন –
(ক) কার্ল মার্কস
(খ) লেনিন
(গ) রুশো
(ঘ) গার্নার
উত্তর : (ক) কার্ল মার্কস
৬) ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন-  

(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) ল্যাফি
(ঘ) গার্নার
উত্তর : (খ) প্লেটো
৭) সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হল –
বিবৃতি (i) হস্তান্তরযোগ্য ও বিভাজ্য
বিবৃতি (ii)  সর্বজনীন ও সর্বব্যাপী
বিবৃতি (iii) চরম, চূড়ান্ত ও সীমাহীন
বিবৃতি (iv) অহস্তান্তরযোগ্য ও অবিভাজ্য
বিকল্পসমূহ : 
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা
(ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য
উত্তর : (ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য
৮) রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম  _________

(ক) সার্বভৌমিকতা
(খ) জাতীয়তাবাদ
(গ) সরকার
(ঘ) নেই
উত্তর : (ক) সার্বভৌমিকতা 
৯) ক-স্তম্ভ    খ-স্তম্ভ  
(ⅰ) ম্যাকিয়াভেলি (a) পলিস
(ⅰⅰ) গ্রিক  (b) স্টেট
(ⅲ) রোমান  (c) স্ট্যাটাস
(iv) টিউটনগণ  (d) সিভিটাস
বিকল্পসমূহ : (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) 
                   (ঘ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
উত্তর : (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
১০) ভারতের ‘প্রথম নাগরিক’ কাকে বলা যায় ? 

(ক) সরকারকে
(খ) রাজ্যপালকে
(গ) প্রধানমন্ত্রীকে 
(ঘ) রাষ্ট্রপতিকে
উত্তর : (ঘ) রাষ্ট্রপতিকে
১১) ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যাবে ______ বছর বয়সে।

(ক) 12 বছর 
(খ) 18 বছর
(গ) 21 বছর
(ঘ) 25 বছর
উত্তর : (খ) 18 বছর
১২) জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের  _______ পদ্ধতি।

(ক) অস্বাভাবিক 
(খ) স্বাভাবিক  
(গ) কৃত্রিম
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (খ) স্বাভাবিক  
১৩) ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকত্ব অর্জন, বিলেপ ইত্যাদি সম্পর্কিত উল্লেখ করেছেন –

(ক) 8  নং ধারায়
(খ) 11 নং ধারায়
(গ) 10 নং ধারায়
(ঘ) 15 নং ধারায়
উত্তর : (খ) 11 নং ধারায়
১৪) কেবলমাত্র নাগরিকদের _____  অধিকার আছে। 

(ক) শিক্ষা গ্রহণ করার
(খ) ভোটদানের
(গ) রাজনীতি করার
(ঘ) ব্যবস্থা করার
উত্তর : (খ) ভোটদানের
১৫) রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে – 

(A) নাগরিক
(B) শুধুমাত্র সরকার 
(C) বিদেশি
(D) সবগুলি
উত্তর : (A) নাগরিক
১৬) নীচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব দেখা যায় – 

(ক) ভারতে
(খ) শ্রীলঙ্কায়
(গ) রাশিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর : (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে 
১৭) কোন শব্দ থেকে ‘Constitution’ শব্দটি এসেছে – 

(A) লাতিন শব্দ থেকে 
(B) ইংরেজি শব্দ থেকে
(C) হিন্দি শব্দ থেকে
(D) গ্রিক শব্দ থেকে
উত্তর : (A) লাতিন শব্দ থেকে
১৮) কোন দেশে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান লক্ষ করা যায় –

(A) জাপানের সংবিধানে
(B) রাশিয়ার সংবিধানে
(C) ভারতের সংবিধানে
(D) ব্রিটেনের সংবিধানে
উত্তর : (C) ভারতের সংবিধানে
১৯) ক-স্তম্ভ       খ-স্তম্ভ

(i) লিখিত সংবিধানের দোষ  (a) স্থায়িত্ব
(ⅱ) লিখিত সংবিধানের গুণ  (b) জরুরি অবস্থার উপযোগী
(iii) অলিখিত সংবিধানের দোষ (c) বিচার বিভাগের প্রাধান্য
(iv) অলিখিত সংবিধানের গুন (d) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার উপযোগী নয়
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (B) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
২০) সুপরিবর্তনীয় সংবিধান গুলিতে –

(A) জটিল পদ্ধতির দ্বারা পরিবর্তন হয়।
(B) সাধারণ আইন প্রনয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়।
(C)  আইন প্রণয়নের পদ্ধতি নেই।
(D) সহজে পরিবর্তন হবে না।
উত্তর : (B) সাধারণ আইন প্রনয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়
২১) সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ –

বিবৃতি : (ⅰ) শাসনতন্ত্র সরকার ও জনগনকে নিয়ন্ত্রন করে
বিবৃতি : (ii) শাসনতন্ত্র বিশেষ শ্রেণির স্বার্থকে রূপায়ন করে
বিবৃতি : (iii) এটি একটি আইনগত ধারণা
বিবৃতি : (iv) এটি একটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর : (D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
২২) বিবৃতি (A) : সংবিধান হল রাষ্ট্র পরিচালনার এক পুরুত্বপূর্ণ উপাদান।

কারণ (R) : সংবিধান একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়ই সঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (B) (A) ও (R) উভয়ই সঠিক
২৩) গণপরিষদ গঠিত হয়েছিল –

(A) 1536 সালে 7 ডিসেম্বর
(B) 1658 সালে 5 ডিসেম্বর
(C) 1946 সালে 7  ডিসেম্বর
(D) 1796 সালে 6 ডিসেম্বর
উত্তর : (C) 1946 সালে 7 ডিসেম্বর 
২৪) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন – 

(A) জওহরলাল নেহবু
(B) সচ্চিদানন্দ সিংহ
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (C) ড. রাজেন্দ্র প্রসাদ
২৫) ভারতের সংবিধান গনপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ? –

(A) 1949 খ্রিস্টাব্দের ২6 নভেম্বর
(B) 1983 খ্রিস্টাব্দের 28 নভেম্বর
(C) 1953 খ্রিস্টাব্দের 39 নভেম্বর
(D) 1984 খ্রিস্টাব্দের 21 নভেম্বর
উত্তর : (A) 1949 খ্রিস্টাব্দের ২6 নভেম্বর
২৬) ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল – 

(A) 54 তম সংশোধনে
(B) 55 তম সংশোধনে
(C) 30 তম সংশোধনে
(D) 42 তম সংশোধনে
উত্তর : (D) 42 তম সংশোধনে
২৭) ক-স্তম্ভ          খ-স্তম্ভ

(ⅰ) গণপরিষদের প্রথম অধিবেশন  – (a) 1947 সালের 21 জানুয়ারি থেকে ২০ জানুযারি পর্যন্ত
(ii) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন – (b) 1947 সালের ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
(iii) গণপরিষদের তৃতীয় অধিবেশন – (c) 1946 সালের 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত
(iv) গণপরিষদের চতুর্থ অধিবেশন – (d)  1947 সালের 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত
বিকল্পসমূহ : (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (B) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d) 
                   (C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (D) (i)-(c),(ii)-(a),(iii)-(b), (iv)-(d)
উত্তর : (D) (i)-(c),(ii)-(a),(iii)-(b), (iv)-(d)
২৮) সংবিধানের প্রধান কার্যাবলি গুলি নিম্নরূপ –

বিবৃতি (i) দেশের স্বরূপ ও জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা।
বিবৃতি (ⅱ) রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রস্তুত করা।
বিবৃতি (iii) জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
বিবৃতি (iv) সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া।
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-সত্য
২৯) ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মোট –

(A) 29 টি ভাষাকে
(B) 26 টি ভাষাকে
(C) 22 টি ভাষাকে 
(D) 23 টি ভাষাকে
উত্তর : (C) 22 টি ভাষাকে
৩০) সংবিধান একটি দেশের কি ধরনের আইন –

(A) বিশেষ
(B) সাধারণ
(C) মৌলিক
(D) সবগুলি ভুল 
উত্তর : (C) মৌলিক
৩১) ভারতের সংবিধান হল –

(A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়
(B) সুপরিবর্তনীয়
(C) দুষ্পরিবর্তনীয়
(D) অলিখিত 
উত্তর : (A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়
৩২) বর্তমানে ‘শিক্ষা’ বিষয়টি কোন্ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে –

(A) যুগ্ম তালিকায় 
(B) কেন্দ্র তালিকায় 
(C) রাজ্য তালিকায় 
(D) সবগুলি ভুল
উত্তর : (A) যুগ্ম তালিকায়
৩৩) “ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে।”- এই কথা বলেছিলেন –

(A) কে সি হোয়ার
(B) প্লেটো 
(C) ল্যাস্কি
(D) আম্মেদকর
উত্তর : (A) কে সি হোয়ার
৩৪) ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং ধারায়  ______ অধিকার প্রদান করা হয়েছে ? 

(A) স্বাধীনতার অধিকার
(B) মৌলিক অধিকার
(C) সাম্যের অধিকার
(D) রাজনৈতিক অধিকার
উত্তর : (C) সাম্যের অধিকার
৩৫) বিবৃতি (ⅰ) : ভারতের সংবিধান হল লিখিত সংবিধান।

 বিবৃতি (ii): ভারতে লিখিত সংবিধানের ধারনাটি বিচিনের থেকে গ্রহন করা হয়েছে।
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য (ii) সত্য
(B) (i) সত্য (ii) মিথ্যা
(C) (i)-সত্য (ii)-সত্য
(D) (i) সত্য (ⅱ) মিথ্যা
উত্তর : (D) (i) সত্য (ⅱ) মিথ্যা
৩৬) বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে _______ বছর হওয়া উচিত 

(A) 25 বছর
(B) 29 বছর
(C) 28 বছর 
(D) 30 বছর 
উত্তর : (A) 25 বছর
৩৭) ভারতে নারীর ভোটাধিকার কতসালে স্বীকৃত হয় –

(A) 1980 খ্রিস্টাব্দে  
(B) 1952 খ্রিস্টাব্দে 
(C) 1965 খ্রিস্টাব্দে 
(D) 1954 খ্রিস্টাব্দে 
উত্তর : (B) 1952 খ্রিস্টাব্দে
৩৮) ক-স্তম্ভ                           খ-স্তম্ভ

(ⅰ) তপশিলি জাতির সংজ্ঞা                                 (a) 338 নং ধারা
(ii) তপশিলি উপজাতির সংজ্ঞা                          (b) 338 B নং ধারা
(iii) অনগ্রসর শ্রেণির জন্য জাতীয় কমিশন          (c) 342 নং ধারা
(iv) তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন          (d) 341 নং ধারা
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                  (B) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                  (C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                  (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
৩৯) ভারতের কোন অঙ্গরাজ্যে পৃথক সংবিধান ছিল –

(A) পশ্চিমবঙ্গ 
(B) হিমাচল প্রদেশ
(C) জম্মু ও কাশ্মীর
(D) ঝাড়খন্ড 
উত্তর : (C) জম্মু ও কাশ্মীর
৪০) ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হল –

(A) মৌলিক অধিকার 
(B) সাম্যের অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সাংস্কৃতির অধিকার
উত্তর : (A) মৌলিক অধিকার

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র । Class Eleven First Semester Pol Science Question Paper

একাদশ শ্রেণির সকল বিষয়ের মক টেস্ট প্রদান করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

রাষ্ট্র : সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top