class-nine-first-unit-test-history-suggestion

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class Nine First Unit Test History Suggestion

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class Nine First Unit Test History Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের নবম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন । Class Nine First Unit Test History Suggestion : 

 

মান ১ : 

১) “আমিই রাষ্ট্র ” উক্তিটি কার ?

২) কে ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন ?

৩) নীলনদের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?

৪) নেপোলিয়ন কত খ্রিষ্টাব্দে ‘ফন্টেন ব্লু ডিক্রি’ জারি করেন ? 

৫) ব্যাঙ্ক অব ফ্রান্স কে প্রতিষ্টা করেন ?

৬) নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন ?

৭) কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন ঘটে ? 

৮) নেপোলিয়নের মৃত্যু ঘটে কোন দ্বীপে? 

৯) ‘দি পার্সিয়ান লেটার্স’ – গ্রন্থের রচয়িতা কে?

১০) ‘কনফেডারেশন অফ দ্যা রাইন’ কবে গঠিত হয় ? 

১১) লেতর দ্যা ক্যাশে কী? 

১২) টিলজিটের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 

১৩) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?  

১৪) ভারতের কোন শাসক জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন ? 

১৫) গ্যাবেলা কী? 

১৬) ট্রাফালগারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? 

১৭) নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কোন নীতি গ্রহণ করেন ? 

১৮) টেনিসকোটের শপথ কবে গৃহীত হয় ? 

১৯) ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতা কে? 

২০) টাইথ কী ?

২১) গ্রান্ড আর্মির অস্ট্রীয় বাহিনীর নেতৃত্বে কে ছিলেন ?

২২) ফরাসি বিপ্লবের আদর্শ কী কী ছিল ?

২৩) তৃতীয় শক্তি জোট কোন কোন দেশের মধ্যে হয় ?

২৪) চতুর্থ শক্তি জোট কোন কোন দেশের মধ্যে হয় ? 

২৫) সাঁকুলোৎ কথার অর্থ কী? 

২৬) ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ?

২৭) কোন শহর কে বিপ্লবের জননী বলা হয় ?

২৮) ফ্রিডল্যান্ডের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে ?

২৯) ফরাসি বিপ্লবের তিনজন নারীর নাম লেখো। 

৩০) ‘প্রজাপতি রাজা’ কাকে বলা হত? 

৩১) ‘সূর্য রাজা’ কাকে বলা হত? 

৩২) ফ্রান্সের বাইবেল কোন গ্রন্থকে বলে? 

 

মান ২ বা ৪ : 

১) পোড়ামাটি নীতি কী ?

২) ‘আঁসিয়া রেজিম’ কী ?

৩) লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন ?

৪) ব্রান্সউইক ঘোষণা পত্র বলতে কী বোঝো ?

৫) নেপলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন ?

৬) ধর্মমীমাংসা চুক্তি কী ?

৭) নেপোলিয়নকে ‘বিপ্লবের ধ্বংসকারী’ বলা হয় কেন ?

৮) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল?

৯) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলা হয় কেন ?

১০) টীকা লেখো : টেনিস কোটের শপথ 

১১) টিকা লেখোঃ বাস্তিল দুর্গের পতন। 

১২) নেপোলিয়নের রাশিয়া অভিযানের গুরুত্ব লেখো। 

১৩) টীকা লেখোঃ স্পেনীয় ক্ষত 

১৪) টীকা লেখোঃ একশত দিবসের রাজত্ব 

১৫) ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 

১৬) ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। 

১৭) দৈবরাজতন্ত্র বলতে কী বােঝ?  

১৮) টীকা লেখো : কোড নেপোলিয়ন 

১৯) ‘কনফেডারেশন অফ দি রাইন’ কেন গঠন করা হয়েছিল?  

২০) নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 

২১) নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? 

২২) মহাদেশীয় অবরােধ কীভাবে নেপােলিয়নের পতনের কারণ হয়েছিল?

 

মান ৪ বা ৮ : 

১) ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 

২) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলােচনা করাে। 

৩) বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থ্যা সম্পর্কে কী জানো লেখো।

৪) নেপোলিয়ন ফ্রান্সে কীভাবে ক্ষমতা দখল করেন? 

৩) কোড নেপোলিয়ন বিষয়ে একটি টীকা লেখো। এর বিভিন্ন সংস্কারগুলি বিশ্লেষণ করো। 

৪) নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যার উদ্দেশ্য কী ? কেন এই ব্যবস্থ্যা ব্যর্থ হয়েছিল ? 

উপরের সাজেশনটি PDF আকারে DOWNLOAD করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে (এই পরিষেবা শুধুমাত্র আমাদের SUBSCRIBERS -দের জন্য) 

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

নবম শ্রেণির ইতিহাস সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

<p>কপি করার প্রচেষ্টা করবেন না</p>
Scroll to Top