ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র । Class Six First Unit Test History Question Paper
প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র । Class Six First Unit Test History Question Paper প্রদান করা হলো। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এই ভূগোল প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে তাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র । Class Six First Unit Test History Question Paper :
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ ষষ্ঠ বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ৫*১=৫
১) আদিম মানুষের নানারকম ভাগ করা হয় – (i) মস্তিষ্কের আকার থেকে (ii) পায়ের আকার থেকে (iii) হাতের আঙুলের আকার থেকে (iv) মেরুদণ্ডের আকার থেকে
২) আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না – (i) পাথরের ভোঁতা হাতিয়ার বানানাে (ii) গাছের ছাল গায়ে জড়ানাে (iii) পাথর ঠুকে আগুন জ্বালানাে (iv) পােড়াইটের বাড়ি বানানাে
৩) হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতাে – (i) কাদামাটি দিয়ে (ii) কাঠ দিয়ে (iii) পােড়াইট দিয়ে (iv) পাথর দিয়ে
৪) হোমো স্যাপিয়েন্স ছিল – (i) বুদ্ধিমান মানুষ (ii) সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ (iii) দক্ষ মানুষ (iv) এপ থেকে মানুষ
৫) দু’পায়ে ভর দিয়ে কোনোক্রমে দাঁড়াতে পারত – (i) বুদ্ধিমান মানুষ (ii) সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ (iii) দক্ষ মানুষ (iv) এপ থেকে মানুষ
খ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*২=১০
১) আদিম মানুষ এক সময়ে যাযাবর ছিল কেন?
২) দাবানল কী?
৩) ট্যরো-ট্যরো শব্দের অর্থ কী?
৪) হরপ্পা সভ্যতাকে প্রায়-ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন?
৫) আদিম মানুষ কেন জোট বেঁধেছিল?
৬) প্রাক-ইতিহাস কাকে বলে?
গ) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৫*৩=১৫
১) আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল?
২) টীকা লেখােঃ নদী মাতৃক সভ্যতা
৩) টীকা লেখােঃ লুসি
৪) টীকা লেখােঃ ভীমবেটকা
৫) টীকা লেখােঃ মহেঞ্জোদাড়োর স্নানাগার