class-six-third-unit-test-geography-question

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (Class Six Third Unit Test Geography Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৭০ নম্বরের এই ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৭০  সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ ১*১৮=১৮ 

১.১) নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত – (ক) কর্কটক্রান্তি রেখা, (খ) মকরক্রান্তি রেখা, (গ) সুমেরুবৃত্ত রেখা, (ঘ) কুমেরুবৃত্ত রেখা।

১.২) ০° দ্রাঘিমারেখার অপর নাম – (ক) আন্তর্জাতিক তারিখরেখা, (খ) নিরক্ষরেখা, (গ) মূলমধ্যরেখা, (ঘ) অক্ষরেখা।

১.৩) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি – (ক) নিরক্ষরেখায়, (খ) সুমেরু বিন্দুতে, (গ) কুমেরুবৃত্ত রেখায়, (ঘ) কর্কটক্রান্তি রেখায়।

১.৪) সূর্যাস্তের ঠিক পূর্বের সময়কে বলা হয় – (ক) উষা, (খ) গোধুলি, (গ) রাত্রি, (ঘ) প্রভাত।

১.৫) চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় – (ক) মুম্বাই, (খ) কলকাতা, (গ) দিল্লি শহরে, (ঘ) চেন্নাই।

১.৬) পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বলে – (ক) সমোয়ুরেখা, (খ) সমোষ্ণরেখা, (গ) সমচাপরেখা, (ঘ) সমবৃষ্টিরেখা।

১.৭) যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে, তা হল – (ক) অক্সিজেন, (খ) CFC, (গ) কার্বন মনোক্সাইড, (ঘ) নাইট্রোজেন।

১.৮) Earth Hour প্রথম পালিত হয় – (ক) নিউজিল্যান্ডে, (খ) অস্ট্রেলিয়ায়, (গ) ভারতে, (ঘ) আমেরিকায়।

১.৯) শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হল – (ক) লাউড স্পিকার, (খ) ডেসিবেল, (গ) ডেসিবেল মিটার, (ঘ) সাউন্ড বক্স।

১.১০) দুটি পর্বতের মাঝের নীচু অংশ যে নামে পরিচিত – (ক) উপত্যকা, (খ) গিরিপথ, (গ) উপকূল, (ঘ) মালভূমি

১.১১) চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় – (ক) লাল মাটি, (খ) পলিমাটি, (গ) পার্বত্য অঞ্চলের মাটি, (ঘ) কালো মাটি।

১.১২) অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায় – (ক) বাসক, (খ) সর্পগন্ধা, (গ) কালমেঘ পাতা, (ঘ) অশ্বগন্ধা।

১.১৩) জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত, তা হল – (ক) সিংহ, (খ) একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, (গ) রয়্যাল বেঙ্গল টাইগার, (ঘ) চিতা।

১.১৪) চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল – (ক) পাঞ্জাব, (খ) অসম, (গ) রাজস্থান, (ঘ) হরিয়ানা।

১.১৫) উত্তর-পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে, তাকে বলে – (ক) সবুজ বিপ্লব, (খ) ধাপ চাষ, (গ) ঝুম চাষ, (ঘ) বাগান চাষ।

১.১৬) ২রা অক্টোবর পালিত হয় – (ক) গান্ধি জয়ন্তী, (খ) মহাবীর জয়ন্তী, (গ) গুরুনানক জয়ন্তী, (ঘ) নেতাজি জয়ন্তী।

১.১৭) পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে – (ক) মিশরে, (খ) ব্যাবিলনে, (গ) সুদানে, (ঘ) চীনে।

১.১৮) মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় – (ক) কার্টোগ্রাফি, (খ) কার্টোগ্রাফ, (গ) অ্যাটলাস, (ঘ) ভূগোলবিদ্যা।

 

২) শূন্যস্থান পূরণ করোঃ ১*৮=৮ 

(i) অক্ষরেখা না দ্রাঘিমা রেখা কোনটি পূর্ণবৃত্ত ? __________ ।

(ii) আন্তর্জাতিক তারিখরেখা __________ মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত।

(iii) কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের _____________।

(iv) ____________ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়।

(v) সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বায়ুর চাপ তত _____________ থাকে।

(vi) ___________ উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা।

(vii) তুলো একটি _____________ জাতীয় ফসলের উদাহরণ।

(viii) মানচিত্রে ____________ রং ব্যবহৃত হয় কৃষিজমি বোঝানোর জন্য।

 

৩) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৪=৪ 

(i) সহ্যাদ্রি কোন্ পর্বতের আরেক নাম ?

(ii) দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসের জলের তাপমাত্রা 212°F এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100°C করা হল। কোন্ গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? (দুটি গ্লাসের উষ্ণতা এক থাকতে।)

(ii) গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়-এরকম একটি উদ্ভিদের নাম লেখো।

(iv) বারানসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন্ নদীর তীরে গড়ে উঠেছে ?

 

৪) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৪=৮ 

(i) কোন্ অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়ো ? এর মান উল্লেখ করো।

(ii) গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের প্রভাব বেশি কেন ?

(iii) হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো।

(iv) ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো।

 

৫) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ ৩*৪=১২ 

(i) am ও pm বলতে কী বোঝো? রেলস্টেশনের ঘড়িতে রাত্রি 12 টাকে কীভাবে দেখানো হয়?

(ii) হিমমণ্ডল পৃথিবীর কোন্ অঞ্চলে দেখা যায় এবং কেন ?

(iii) বায়ুদূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন তিনটি উপায় লেখো।

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top