class-ten-geography-test-question

দশম শ্রেণির ভূগোল প্রশ্নপত্র (মান ৯০) । Class Ten Geography Question (90Marks)

দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির ভূগোল প্রশ্নপত্র (মান ৯০) । Class Ten Geography Question (90 Marks) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ভূগোল টেস্ট প্রশ্নপত্র বা Class Ten Geography Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির ভূগোল (Class Ten Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির ভূগোল প্রশ্নপত্র (মান ৯০) :

শ্রেণিঃ দশম  বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘন্টা ১৫ মিনিট

বিভাগ – ‘ক’

১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*১৪=১৪

১.১) অবরোহণ প্রকৃয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল – ক) স্বাভাবিক বাঁধ খ) এসকার গ) সিফ বালিয়াড়ি ঘ) জলপ্রপাত

১.২) পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে – ক) নীলনদের মোহানায় খ) হোয়াংহোর মোহানায় গ) সিন্ধুনদের মোহানায় ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়

১.৩) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় – ক) ৩২% খ) ৩৩% গ) ৩৪% ঘ) ৩৮%

১.৪) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় – ক) সাইক্লোন খ) টুইস্টার গ) টাইফুন ঘ) হ্যারিকেন

১.৫) শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল – ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল খ) গিনি উপকূল গ) ফ্লোরিডা উপকূল ঘ) পেরু উপকূল

১.৬) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দুরত্বের অবস্থানকে বলে – ক) পেরিজি খ) সিজিগি গ) অ্যাপোজি ঘ) পূর্ণিমা

১.৭) নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – ক) প্লাস্টিক বর্জ্য খ) কৃত্রিম রবার বর্জ্য গ) অ্যালুমিনিয়াম পাত ঘ) সবকটিই প্রযোজ্য

১.৮) ভারতের নবীনতম রাজ্যটি হল – ক) উত্তরাখন্ড খ) তেলেঙ্গানা গ) ছত্তিশগড় ঘ) গোয়া

১.৯) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে – ক) খাদার খ) ভাঙ্গর গ) ভাবর ঘ) বেট

১.১০) ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল – ক) প্যাংগং হ্রদ খ) ভীমতাল গ) ডাল হ্রদ ঘ) লেকটাক হ্রদ

১.১১) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে – ক) গাঙ্গেয় সমভূমি খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে গ) সুন্দরবন ঘ) মরু অঞ্চল

১.১২) ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল – ক) কূপ ও নলকূপ খ) খাল গ) ফোয়ারা ঘ) লাল মাটি

১.১৩) উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে – ক) পূর্ব-পশ্চিম করিডোর খ) সোনালি চতুর্ভূজ গ) উত্তর-দক্ষিণ করিডোর ঘ) উত্তর-মধ্য করিডর

১.১৪) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল – ক) IRS খ) LANDSAT গ) SPOT ঘ) Station

 

বিভাগ — খ

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১*৬=৬

২.১.১) উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।

২.১.২) ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে।

২.১.৩) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।

২.১.৪) সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

২.১.৫) পৃথিবীর বৃহত্তম ম্যনগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন।

২.১.৬) পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয়।

২.১.৭) উপগ্র চিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়।

 

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও): ১*৬=৬

২.২.১) ________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডর’ নামে পরিচিত।

২.২.২) উত্তপ্ত ভূপৃষ্ঠ _________ তরঙ্গরূপে বায়ুমন্ডলকে তাপ বিকিরণ করে।

২.২.৩) বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে _________ বলে।

২.২.৪) ___________ -কে ভারতের ‘কমলালেবুর শহর’ বলে।

২.২.৫) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে _______ বলে।

২.২.৬) ________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।

২.২.৭) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _____________ অবস্থিত।

 

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) : ১*৬=৬

২.৩.১) পার্বত্য গতিতে কোন্‌ প্রক্রিয়ায় নদীখাতে মন্থকূপ সৃষ্টি হয়?

২.৩.২) বায়ুচাপ মাপার একক কী?

২.৩.৩) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?

২.৩.৪) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।

২.৩.৫) ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।

২.৩.৬) ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?

২.৩.৭) ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

২.৩.৮) ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?

 

২.৪) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১*৪=৪

বাম দিকডান দিক
২.৪.১) K2(১) ব্যাকটেরিয়া
২.৪.২) জীব বিশ্লেষ্য(২) টর্নেডো
২.৪.৩) ক্রান্তীয় ঘূর্ণবাত(৩) প্ল্যাংকটন
২.৪.৪) মগ্নচড়া(৪) কারাকোরাম

 

বিভাগ – গ

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ২*৬=১২

৩.১) ‘বৈপরীত্য উষ্ণতা’ কাকে বলে? অথবা, হিমশৈল কী ?

৩.২) চিনুক কি ? অথবা, অ্যাপোজি জোয়ার কাকে বলে ?

৩.৩) কম্পোস্টিং বলতে কী বোঝো? অথবা, ইউট্রোফিকেশন কাকে বলে?

৩.৪) কৃষিকাজ বলতে কী বোঝো? অথবা, অনুসারী শিল্প কী?

৩.৫) ধাপ চাষের গুরুত্ব কি ? অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?

৩.৬) উপগ্রহ চিত্র বলতে কী বোঝো ? অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।

 

বিভাগ – ঘ

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ৩*৪=১২

৪.১) রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য কী? অথবা, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।

৪.২) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি ? অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো।

৪.৩) ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। অথবা, ভৌমজলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে লেখো।

৪.৪) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী ? অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।

 

বিভাগ – ঙ

৫.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

৫.১.১) নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ পরিচয় দাও।

৫.১.২) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।

৫.১.৩) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।

৫.১.৪) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

 

৫.২) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

৫.২.১) ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

৫.২.২) ভারতে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩) পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪) ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো।

 

বিভাগ – ‘চ’

৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১*১০=১০

৬.১) পূর্বঘাট পর্বতমালা ৬.২) সম্বর হ্রদ ৬.৩) বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ৬.৪) ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল ৬.৫) ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার ৬.৬) উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ৬.৭) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ৬.৮) দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর ৬.৯) ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর ৬.১০) গোদাবরী নদী

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির ভূগোল প্রশ্নপত্র

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top