class-ten-first-unit-test-geography-suggestion

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন । Class 10 First Unit Test Geography Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের দশম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন : 

 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ : 

 

মান ২ বা ৩ : 

১) ঝুলন্ত উপত্যকা কাকে বলে ?

২) ক্যানিয়ন কাকে বলে ? 

৩) নদীর ষষ্ঠ ঘাতের সূত্র লেখো। 

৪) নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো ?

৫) পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয় ?

৬) বদ্বীপ সৃষ্টি হওয়ার তিনটি শর্ত লেখো। 

৭) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয় ?

৮) হিমশৈল কাকে বলে ? 

৯) ফিয়র্ড এবং ফিয়ার্ড এর মধ্যে পার্থক্য লেখো। 

১০) রসেমতানে এবং ড্রামলিন মধ্যে পার্থক্য লেখো। 

১১) বাজাদা কাকে বলে?

১২) মরুকরণ বলতে কী বোঝো? 

১৩) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?

 

মান ৫ :

১) নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 

২) নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 

৩) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 

৪) বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 

৫) বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো।  

 

ভারতের প্রাকৃতিক পরিবেশ : 
 

মান ২ বা ৩ : 

১) ভারতে রাজ্য পুনর্গঠন এর ভিত্তি কি কি ছিল ?

২) SAARC কি ?

৩) ধ্রিয়ান কাকে বলে ?

৪) রান কাকে বলে ?

৫) মালনাদ কাকে বলে ?

৬) দোয়াব অঞ্চল কাকে বলে ?

৭) তরাই বলতে কী বোঝো ?

৮) ডুয়ার্স বলতে কী বোঝো ? 

৯) বেট কি ?

১০) কচ্ছের রান কি ? 

১১) বাগার অঞ্চল কি ?

১২) কয়াল কি ?

১৩) তাল কি ?

১৪) খাদার ও ভাঙ্গর কাকে বলে ?

১৫) হামাদা কী ?

১৬) ডেকান ট্রাপ বলতে কী বোঝো ?

১৭) ভাঙার ও খাদার এর মধ্যে তিনটি পার্থক্য লেখো। 

১৮) পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 

 

মান ৫ :

১) ভারতের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? যে কোনো একটি ভাগের পরিচয় দাও। 

২) দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণিবিভাগ আলোচনা করো। 

৩) উত্তর ভারতের সমভূমি অঞ্চলের পরিচয় দাও। 

৪) ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। 

৫) পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 

৬) উত্তর ভারতের নদ-নদী ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য লেখো। 

সাজেশনটি PDF আকারে DOWNLOAD করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে (শুধুমাত্র ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য)

দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন

দশম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

দশম শ্রেণির ইতিহাস সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top